বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

অপরাজিতা

রাজ্য | মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'

দেবস্মিতা | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ৪৯Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির মধ্যেই শুরু হল পূর্ব বর্ধমান জেলা পুলিশের 'অপরাজিতা'  প্রকল্পের প্রশিক্ষণ। আগামিকালও এই প্রশিক্ষণ দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় পুলিশ লাইনে এই প্রকল্পের সূচনা করেন জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, বৃষ্টির জন্য ৬৬ জন আজ অংশ নিলেন। বাকিরা পরে সুযোগ পাবেন। এক মাস পরে এদের একটা রিফ্রেশার কোর্স করানো হবে। এই পদ্ধতি শিখে মেয়েরা আত্মরক্ষার কাজ করতে পারবেন। বৃষ্টির কারণে এ দিন 'ইন্ডোরে' -এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

 

 

মেয়েদের সুরক্ষা দিতে ও আত্মনির্ভরশীল করতে এই নতুন প্রকল্প হাতে নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই প্রকল্পের নাম 'অপরাজিতা : দ্য আনডিফিটেড'ইসরায়েলি কার্ভ মাগা (Karv maga) পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপাতত সপ্তাহের শনি ও রবিবার এই ট্রেনিং দেওয়া হবে।

 

 

মঙ্গলবারই এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, এটি একটি পাইলট এবং ফ্লাগশিপ প্রজেক্ট। কলকাতা থেকে এই কার্ভ মাগা -এর ট্রেনার আসছেন। শনিবার সন্ধ্যা এবং রবিবার সকালে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তারই শুরু হল শনিবার। 

 

 

তিনি আরও বলেন,  প্রথমবারেই প্রচুর আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ১৩৮ জন আবেদনকারীর মধ্যে শতাধিক মহিলাকে বেছে নেওয়া হয়। এদের সর্বনিম্ন বয়স ৯ বছর। সবচেয়ে বেশি আছেন ২০ থেকে ৪০ বছর বয়সী মহিলারা। প্রথম পর্যায়ে ভাল সাড়া পেলে পরবর্তীকালে অন্য মহকুমায় এটা ছড়ানো হবে। বাড়ানো হবে দিনের সংখ্যাও।

 

 

তিনি জানান,  ইতিমধ্যেই উইনার গ্রুপের মেয়েরা রাতে টহল দিয়ে থাকেন। জেলা পুলিশ একটি অ্যাপ তৈরির কাজে আগেই হাত দিয়েছিল। উল্লেখ্য, সাম্প্রতিক আরজিকর কান্ডের আগেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, দাবি পুলিশের তরফে।

 

 

রাজ্য বিধানসভায় আনা 'অপরাজিতা' বিল আর এই অপরাজিতা প্রকল্পের কি কোনও যোগ আছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অবশ্য পুলিশ কর্তা আমনদীপ জানিয়েছেন,  দুটোই নারী সুরক্ষার জন্য।


#Karv maga#অপরাজিতা #অপরাজিতা : দ্য আনডিফিটেড#মহিলা সুরক্ষা#পুলিশ সুপার আমনদীপ#women safety#Aparajita



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



09 24