আজকাল ওয়েবডেস্ক : শিশুদের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন না এমন অভিভাবক মেলা কঠিন। তাই আগে থেকেই বাড়ির ছোটোদের জন্য টাকা জমাতে শুরু করেন সকলেই। শিশুদের শিক্ষা থেকে শুরু করে বিবাহ, সবেতেই দরকার টাকা। এলআইসি ভারতের সকলের একটি অতি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবার তারা নিয়ে এল কন্যাদান পলিসি।
নিজের মেয়ের জন্য ২২ লক্ষ টাকার বেশি জমাতে পারেন আপনি। কর নিয়েও বেশি চিন্তা করতে হবে না। এখানে রয়েছে লোনের ব্যবস্থাও। এই প্রকল্পে টাকা লাগাতে হবে যখন আপনার মেয়ের বয়স হবে ১ থেকে ১০-এর মধ্যে। এটি একটি টার্ম লাইফ ইন্সুরেন্স। ১৩ থেকে ২৫ বছর পর্যন্ত এর মেয়াদকাল। প্রতি মাসে এখানে বিনিয়োগ করতে পারেন। যদি অসুবিধা থাকে তবে তিন মাস, ছয় মাস বা বছরে একবারও বিনিয়োগ করতে পারেন। রয়েছে বোনাস এবং ফাইনাল বোনাসের সুবিধাও।
আপনার বিনিয়োগের অর্থ যত বেশি হবে ততই মিলবে ভাল রিটার্ন। কোনও আর্থিক সীমা নেই এখানে। যদি কোনও কারণে মেয়ের বাবার মৃত্যু হয়ে যায় তবে এককালীন ১ লক্ষ টাকার বেনিফিটও রয়েছে এখানে। যদি দুর্ঘটনায় বাবা মারা যান তবে এই বেনিফিট অর্থের পরিমান বেড়ে হবে ১০ লক্ষ টাকা।
