শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে

Sumit | ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৫৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : পরপর দু'বছর মুর্শিদাবাদের দুটি গ্রাম ছিনিয়ে নিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের 'শ্রেষ্ঠ পর্যটন গ্রামের' শিরোপা। গত বছরের কিরীটেশ্বরী গ্রামের পর এবছর মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের বরানগর গ্রাম পেল 'শ্রেষ্ঠ পর্যটন গ্রামের' শিরোপা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পুরস্কার প্রাপ্তির এই খবরটি জানান ।

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-' কৃষি পর্যটন' বিভাগে মুর্শিদাবাদের বরানগর গ্রাম কেন্দ্রের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা জিতে নিয়েছে । আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 


মুর্শিদাবাদের ঐতিহাসিক বরানগর গ্রামে  রয়েছে রানী ভবাণী প্রতিষ্ঠিত একাধিক শিব মন্দির সহ একটি দুর্গা মন্দির। বিভিন্ন ইতিহাসবিদদের লেখা থেকে জানা যায়- বাংলাদেশের নাটোরের রানী ভবাণী, বড়নগর বা বরানাগর গ্রামটি তৈরি করেন । রানী ভবাণী ধর্মপ্রাণ মহিলা ছিলেন । তাঁর স্বামী রাজা রামকান্ত রায়ের মৃত্যুর পর তিনি চলে আসেন বরানগরে। এখানেই তিনি প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাশী।

 
অনেক ঐতিহাসিক দাবি করেন,  রানী ভবাণী ,নবাব সিরাজ-উদ-দৌল্লাকে হত্যার ষড়যন্ত্রেও সামিল ছিলেন। কালের গর্ভে রানী ভবাণীর তৈরি একাধিক মন্দির, প্রাসাদ হারিয়ে গিয়েছে। তবে বর্তমানে বেশ কিছু মন্দির রয়েছে বরানগরে। মন্দিরগুলোতে অপূর্ব সুন্দর টেরাকোটা শিল্প নির্দেশন পাওয়া যায়।

 
তৃণমূল কংগ্রেস পরিচালিত জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন," পুরসভা এবং মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের সীমানায় অবস্থিত এই মন্দিরগুলি দেখতে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে।"


তিনি আরও বলেন," ছ'মাস আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা পুরসভা এলাকায় অবস্থিত জৈন মন্দিরগুলোকে থেকে শুরু করে বরানগরের প্রাচীর মন্দিরগুলোকে নিয়ে একটি 'ডকুমেন্টারি' করে পাঠিয়েছিলাম । আজ আমরা জানতে পেরেছি একটি বিভাগে বরানগর শ্রেষ্ঠ গ্রামের  পুরস্কার পেয়েছে। "


পুরসভার চেয়ারম্যান বলেন ,"পর্যটকদের আকর্ষণ করার জন্য ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ভাগীরথীর ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়েছে । এর পাশাপাশি জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরে এলে পর্যটকরা বেশ কিছু সুন্দর  জৈন মন্দির দেখতে পাবেন। সাধারণ মানুষের চিরকালীন আকর্ষণের কেন্দ্রে রয়েছে বরানগরের চার বাংলা মন্দির । আমরা আশাবাদী কেন্দ্র সরকারের এই পুরস্কার পাওয়ার পর এখানে পর্যটকদের ভিড় আরও বাড়বে।"


#Murshidabad#best tourist village#mamata banerjee



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



09 24