শনিবার ১২ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের

AM | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ৫৩Arijit Mondal


আজকাল ওয়েবডেস্কঃ উপলক্ষ্য পঞ্চম বার্ষিক শ্রীশ্রীসিদ্ধিদাতা গনেশের বিধিমাফিক পুজোর অনুষ্ঠান। কিন্তু সেই পুজোকে কেন্দ্র করে শুরু হল, টানা ৮ দিনের এক বিনোদনের প্যাকেজ। বাংলা তথা বাঙালির সাবেকি আর সহজাত চরিত্রের অনুপ্রেরণায়, গত পয়লা সেপ্টেম্বর, কলকাতা শহরতলীর লাগোয়া বিধাননগর পুরনিগমের বাগুইআটির নারায়ণতলায়, প্রথমে খুঁটিপুজো, এবং তারপর রক্তদান শিবির দিয়ে শুরু হল, টানা আটদিনের পঞ্চমবর্ষ শ্রীশ্রী গনেশবন্দনা এবং সামাজিক তথা সাংস্কৃতিক উৎসব। আয়োজক বাগুইআটি নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দ।

 


গত পয়লা সেপ্টেম্বর খুঁটিপুজো দিয়ে, চলতি বছরের যে সিদ্ধিদাতা বন্দনা তথা উৎসবে শুরু হয়েছিল, তার সঙ্গেই আয়োজিত হল, একটু বড়মাপের রক্তদান শিবির। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির আয়োজিত হলেও, সেই শিবিরের পাশাপাশি চোখ দাঁত সহ একাধিক শারীরিক সমস্যার সমাধানে, বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। আর এই গোটা পর্বে হাজির থেকে উৎসাহ দিলেন, বাংলায় রক্তদান আন্দোলনের অন্যতম প্রধান তথা প্রবীণ প্রবক্তা--- ডাক্তার ডি আশিস। একটি প্রথামাফিক ধর্মীয় উৎসবের পরিসরে, এ ধরনের সামাজিক উদ্যোগে, স্থানীয় বাসিন্দা তথা উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই উৎসাহকে আরও প্রাণ দিতে হাজির ছিলেন, বিধাননগর পুরনিগমের অন্যতম গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন নিগমের কার্যনির্বাহী বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায়, স্থানীয় তথা বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী সহ, এলাকার বাসিন্দা তথা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাহ্যিকভাবে ধর্মীয় উপলক্ষ্য হলেও, বাগুইআটি নারায়নতলা পশ্চিম অধিবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই পঞ্চমবার্ষিক গণেশবন্দনার মঞ্চ থেকেই, গত ৪ঠা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হল, আরও নানা অনুষ্ঠান। যার অন্যতম হল--- এলাকার শিশু-কিশোরদের বসে আঁকো এবং কিশোরীদের জন্য নৃত্য প্রতিযোগিতা। 

পুজোকে ঘিরে এই নানাবিধ অনুষ্ঠান উপলক্ষ্যে, এলাকার সমস্ত বাসিন্দারা যেন বৎসরান্তের মিলনমেলায় মেতে উঠলেন। আর তারই ফাঁকে ৫ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হওয়া শিক্ষক দিবসের অঙ্গ হিসেবে, এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিস্তৃত এই অঞ্চলের প্রবীণ ও প্রিয় শিক্ষকদের হাতে তুলে দেয়া হল, মানপত্র ও সংবর্ধনা। একইসঙ্গে তিন দিন ধরে চলা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও তুলে দেওয়া হল পুরস্কার।

 

সবশেষে শুরু হল মূল উপলক্ষ্য, অর্থাৎ শ্রীশ্রী সিদ্ধিদাতা গণেশের শাস্ত্রভিত্তিক পুজোর প্রাকপর্ব। আর সেই গুরুত্বপূর্ণ পর্বে হাজির রইলেন, বিধান নগর পুরো নিগমের মাননীয় মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

 




বিশেষ খবর

নানান খবর

AD

নানান খবর

দুই বছর পর বাড়ির দুর্গাপুজোয় মাতলেন অনুব্রত, সঙ্গী মেয়ে সুকন্যা ...

ন'জন কুমারী দুর্গার নয় রূপে পূজিত হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ...

উৎসবের মাঝেই ছেলের হাতে খুন মা, আহত আরও চারজন, চাঞ্চল্য ছড়াল নবগ্রামে ...

অষ্টমীতেও তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা, জারি হল সতর্কতা ...

ডুয়ার্সে শারদোৎসবের মাঝে 'ফুলপাতি' ও 'তিহারে'র প্রস্তুতি তুঙ্গে, এই উৎসবের রীতি জানেন? ...

পূর্ব পুরুষদের এই অদ্ভুত রীতির জন্য এই গ্রামে হয় না দুর্গোৎসব ...

নারী নিরাপত্তায় পিঙ্ক মোবাইল ভ্যান চালু পুরুলিয়ায়, টহল দেবে পুজো প্যান্ডেলেও! ...

ঘুরে বেড়াচ্ছে বুনো হাতি ও অন্যান্য হিংস্র প্রাণী, গা ছমছমে পরিবেশে চলছে দুর্গার আহ্বান ...

সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শিশু চিকিৎসক, হারালেন স্ত্রী ও কন্যাকে ...

আগামী কয়েকঘণ্টায় প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! বড় আপডেট হাওয়া অফিসের...

তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের ফের জাতীয় সড়ক অবরোধ, পুজোর মুখে ভোগান্তির শিকার সাধারণ মানুষ...

আচমকাই 'অসুর'রূপী ঝড়ের তাণ্ডব, ভেঙে পড়ল পুজো মণ্ডপ, দুর্গা প্রতিমা, লন্ডভন্ড নবগ্রাম ...

দেখা যাচ্ছে গর্ভস্থ সন্তানের হাত-পা, মাতৃ আরাধনার মাঝেই গর্ভবতী মায়ের হত্যা...

ষষ্ঠীর সকালে বাতিল ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ ...

পুজো জুড়ে বৃষ্টি ভাসাবে কলকাতাকে, দক্ষিণবঙ্গে ঝড়-জল থামবে কবে?...

চিকিৎসার গাফিলতিতে মহিলার মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর পরিবারের ...

পঞ্চমীতেও রক্ষে নেই, ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, তাণ্ডব চলবে রাজ্যের এই জেলাগুলিতে...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24