সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

Sumit | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫ : ৩৪Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। সুপারভাইজার পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার তিন। মঙ্গলবার ভোর রাতে তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনার টিটাগর থেকে শ্যামসুন্দর সাউ এবং হুগলির মোল্লাপোতা থেকে বান্টি দাস ও সবর্ণ কুমার দাসকে গ্রেপ্তার করে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন শ্যামসুন্দর সাউ সাব কনট্রাকটর। আর বাকি দুই জন শ্রমিক। সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে যুক্তদের সনাক্ত করে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। সিসি টিভির ছবিতে দেখা গেছে ঘটনার ধৃত বান্টি খুবই মদ্যপ অবস্থায় ছিল।  ঠিক করে হাঁটতে পারছিল না। 

 

উল্লেখ্য সোমবার সন্ধ্যায় ঘটনা ঘটে। বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সুপারভাইজার পাপ্পু দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পরে সাহেগঞ্জের জুপিটার কারখানার কয়েকজন শ্রমিক। এদিকে কারখানায় চলছিল পুজোর প্রস্তুতি। এমন সময় কারখানা গেটের বাইরে খাওয়া দাওয়ার টাকা চাওয়া নিয়ে বচসা তীব্র আকার ধারণ করে।

 

সুপারভাইজারের উপর চড়াও হয় উন্মত্ত কয়েকজন শ্রমিক। রাস্তায় ফেলে বেদম প্রহর করা হয় সুপারভাইজারকে। চলে এলোপাথাড়ি মারধোর।  শ্রমিকদের গণপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপারভাইজার পাপ্পু দাসের। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কারখানার আরও দুই শ্রমিক। তিন জনকে ব্যান্ডেল ই এস আই হাসপাতালে নিয়ে আসা হয়।

 

পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালের চিকিৎসক পাপ্পু দাসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইসি রামেশ্বর ওঝার নেতৃত্ত্বে চুঁচুড়া থানার পুলিশ। পৌঁছন চন্দননগর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, গোয়েন্দা বিভাগের ডিসি ইসরত জাহান রহমান সহ স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা।

 

ঘটনার তদন্তে নামে চন্দননগর পুলিশ। কারখানার শ্রমিক স্থানীয় বাসিন্দা দোকানদার প্রত্যক্ষদর্শী সকলের সঙ্গে কথা বলে তদন্তকারী পুলিশ। দ্রুত সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সনাক্ত করে ফেলা হয়। তার পরেই সর রাত ধরে চলে তল্লাশি। ভোর রাতে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। এদিন ধৃতদের চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানায় চুঁচুড়া থানা। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 


#Hoogly case#Sahagunj case#Police arrest



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...

নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা       ...

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক'  দুই সন্দেহভাজন...

নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...

রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...

৯৪ বছরে পদার্পণ বালি ব্রিজের, কেক কেটে বেলুন দিয়ে সাজিয়ে পালিত হল জন্মদিন...

শুভেন্দু গড়ে ভাঙন! নন্দীগ্রামে সদলবলে বিজেপি-ত্যাগ দুই নেতার...

ব্যবসার আড়ালে অন্য কারবার! পুলিশকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

বাঘিনী জিনাতকে ফাঁদে পড়ল ডোরাকাটা হায়না, রঘুনাথপুরে চাঞ্চল্য  ...

অনুপ্রবেশ রুখতে জোর দেওয়া হোক পাসপোর্ট ভেরিফিকেশনে, সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির...

পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...

শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...

বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24