আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে যশস্বী জয়সওয়ালের নতুন রেকর্ড। ৮৯ বছরের রেকর্ড ভেঙে দিল তাঁর চওড়া ব্যাট। আরও কত যে রেকর্ড তিনি ভাঙবেন তার ইয়ত্তা নেই।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে অভিষেক হয় জয়সওয়ালের। তার পর থেকে তিনি রেকর্ড ভাঙছেন, রেকর্ড গড়ছেন।
এদিন বাংলাদেশের বিরুদ্ধে চিপক টেস্টের প্রথম দিনের শুরুতেই ভারতের টপ অর্ডারের রাতের ঘুম কেড়ে নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁর দাপটে যখন একের পর এক উইকেট হারাচ্ছে টিম ইন্ডিয়া, সেই সময়ে যশস্বী জয়সওয়াল রুখে দাঁড়ান। ১১৮ বলে ৫৬ রান করেন তিনি। আর এই পঞ্চাশ রান করার পথে যশস্বী জয়সওয়াল গড়লেন নতুন রেকর্ড।
ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ১০টি ইনিংসে ৭৫০-র বেশি রান করেন যশস্বী। জয়সওয়ালের বর্তমান রান সংখ্যা ৭৬৮। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিয়ান জর্জ হেডলির ঝুলিতে। ১৯৩৫ সালে হেডলি ৭৪৭ রান করে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ৮৯ বছর পর্যন্ত অক্ষত ছিল। এদিনের পর তা ভেঙে গেল। নতুন রেকর্ডের মালিক যশস্বী জয়সওয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ৯টি ইনিংস থেকে ৭১২ রান করেছিলেন যশস্বী। এদিন ব্যক্তিগত ৩৭ রান করেই হেডলির রেকর্ড ভাঙেন তিনি।
