আজকাল ওয়েবডেস্ক: আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বুধবার এ বিষয়ে জানিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডা:সুদীপ্ত রায়। তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল। তার কারণ দর্শানোর জন্য তিনদিন সময় দেওয়া হয়েছিল। কেটে গিয়েছে এগারো দিন। মেলেনি কোনও উত্তর। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।

 

 

গত ৯ আগস্ট সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় আরজিকরকাণ্ডে। গ্রেফতারির পরেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সঙ্গে সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফেও শোকজ নোটিশ দেওয়া হয় সন্দীপ ঘোষকে। সময়সীমা বেঁধে দেওয়া হয় তিনদিন। সন্দীপ ঘোষের সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয় বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দেকেও। জানিয়ে দেওয়া হয় আপাতত কাউন্সিলের কোনও মিটিংয়ে তাঁরা থাকতে তো পারবেনই না, তিন দিনের মধ্যে কারণ দেখাতে না পারলে তাঁদের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে। সেই তিন দিন পেরিয়ে গিয়েছে অনেক আগেই। অবশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বুধবার বাতিল করে দেওয়া হল রেজিস্ট্রেশন। ফলত প্রাক্তন অধ্যক্ষ আর ডাক্তার রইলেন না। পারবেন না রোগী দেখতে।