রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক

Pallabi Ghosh | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৪২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: গত দু'দিন ধরে মুর্শিদাবাদ জেলাতে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হলেও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়তে শুরু করায় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে প্রবাহিত দ্বারকা, ময়ূরাক্ষী এবং কুঁয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার একাধিক ব্লক। প্রশাসনের তরফ থেকে বন্যাদুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। 

 

মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে বন্যার জলে ডুবে মৃত্যু হয় এক নাবালিকার। সেই ঘটনার রেশ কাটার আগেই মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকায় বন্যার জমা জলে ডুবে যান পেয়ারা শেখ নামে বছর ষাটেকের এক ব্যক্তি। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ মেলেনি। 

 

অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধির ফলে মুর্শিদাবাদের বড়ঞা এবং ভরতপুর-১ ব্লকের বিস্তীর্ণ অংশে কুঁয়ে নদীর জলস্তর নামার গতি অনেকটাই ধীর হয়ে গেছে। তার ফলে মঙ্গলবার গভীর রাত থেকে বড়ঞাতে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বড়ঞার বিডিও গোবিন্দ দাস বলেন, 'কুঁয়ে ব্রিজ পার হয়ে মজলিশপুরের কাছে রাস্তার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় নিরাপত্তা স্বার্থে আমরা ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দিয়েছি।' ফুঁটিসাঁকোর কাছ থেকে সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

 

তবে বিডিও জানিয়েছেন, বুধবার দুপুরের পর থেকে ধীরে ধীরে রাস্তা দিয়ে প্রবাহিত জলের পরিমাণ কমছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রাম ছাড়াও মজলিশপুর, তারাপুর, আনন্দনগর সোনাভারুই, কৈথা সহ আরও কিছু গ্রামে জল ঢুকেছে। ফলে ওই সমস্ত গ্রামের বহু মানুষ নিরাপদে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছেন। 

বিডিও জানিয়েছেন, 'বন্যা দুর্গত মানুষদের জন্য গ্রামে গিয়ে চাল, ত্রিপল, চিড়ে, গুড় প্রভৃতি ত্রাণ হিসেবে বিতরণ করা শুরু হয়েছে।' 

 

অন্যদিকে দ্বারকা নদীতে জল বাড়ার ফলে খরগ্রাম ব্লকের সর্বমঙ্গলাপুর সহ মোট তিনটি গ্রাম জলে নিমগ্ন হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে- এই গ্রামগুলোতে যাওয়ার প্রধান রাস্তা নদীর জলে ডুবে গেছে। প্রশাসনের তরফ থেকে নৌকা এবং স্পিডবোট নিয়ে গ্রামের ভিতরে ঢুকে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে। 

 

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর -১ ব্লকেও। প্রশাসন সূত্রে জানা গেছে আঙ্গারপুর এবং পার্শ্ববর্তী কিছু গ্রাম কুঁয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন-কান্দি মহকুমাতে তিনটি নদীর জল বাড়ার ফলে বিস্তীর্ণ এলাকায় চাষের জমির প্লাবিত হয়েছে। বহু এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা শুরু হয়েছে।


#Murshidabad #West Bengal #Flood Situation #Flood Update



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...

হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...

আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া এবার জলের মত সহজ, তৈরি হচ্ছে অত্যাধুনিক রাস্তা, জানুন বিস্তারিত...

হামরো পার্টি ভেঙে নতুন দল! ভোটের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24