রবিবার ০৬ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গত দু'দিন ধরে মুর্শিদাবাদ জেলাতে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হলেও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়তে শুরু করায় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে প্রবাহিত দ্বারকা, ময়ূরাক্ষী এবং কুঁয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার একাধিক ব্লক। প্রশাসনের তরফ থেকে বন্যাদুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে বন্যার জলে ডুবে মৃত্যু হয় এক নাবালিকার। সেই ঘটনার রেশ কাটার আগেই মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকায় বন্যার জমা জলে ডুবে যান পেয়ারা শেখ নামে বছর ষাটেকের এক ব্যক্তি। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ মেলেনি।
অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধির ফলে মুর্শিদাবাদের বড়ঞা এবং ভরতপুর-১ ব্লকের বিস্তীর্ণ অংশে কুঁয়ে নদীর জলস্তর নামার গতি অনেকটাই ধীর হয়ে গেছে। তার ফলে মঙ্গলবার গভীর রাত থেকে বড়ঞাতে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বড়ঞার বিডিও গোবিন্দ দাস বলেন, 'কুঁয়ে ব্রিজ পার হয়ে মজলিশপুরের কাছে রাস্তার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় নিরাপত্তা স্বার্থে আমরা ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দিয়েছি।' ফুঁটিসাঁকোর কাছ থেকে সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
তবে বিডিও জানিয়েছেন, বুধবার দুপুরের পর থেকে ধীরে ধীরে রাস্তা দিয়ে প্রবাহিত জলের পরিমাণ কমছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রাম ছাড়াও মজলিশপুর, তারাপুর, আনন্দনগর সোনাভারুই, কৈথা সহ আরও কিছু গ্রামে জল ঢুকেছে। ফলে ওই সমস্ত গ্রামের বহু মানুষ নিরাপদে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছেন।
বিডিও জানিয়েছেন, 'বন্যা দুর্গত মানুষদের জন্য গ্রামে গিয়ে চাল, ত্রিপল, চিড়ে, গুড় প্রভৃতি ত্রাণ হিসেবে বিতরণ করা শুরু হয়েছে।'
অন্যদিকে দ্বারকা নদীতে জল বাড়ার ফলে খরগ্রাম ব্লকের সর্বমঙ্গলাপুর সহ মোট তিনটি গ্রাম জলে নিমগ্ন হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে- এই গ্রামগুলোতে যাওয়ার প্রধান রাস্তা নদীর জলে ডুবে গেছে। প্রশাসনের তরফ থেকে নৌকা এবং স্পিডবোট নিয়ে গ্রামের ভিতরে ঢুকে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে।
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর -১ ব্লকেও। প্রশাসন সূত্রে জানা গেছে আঙ্গারপুর এবং পার্শ্ববর্তী কিছু গ্রাম কুঁয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন-কান্দি মহকুমাতে তিনটি নদীর জল বাড়ার ফলে বিস্তীর্ণ এলাকায় চাষের জমির প্লাবিত হয়েছে। বহু এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা শুরু হয়েছে।
#Murshidabad #West Bengal #Flood Situation #Flood Update
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক, পাশে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা ...
নিম্নচাপের চোখ রাঙানি, তৃতীয়ায় জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সতর্কতা কোন কোন জেলায়? ...
কারবালা চা বাগান থেকে হস্তিশাবকের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ...
'প্রাচীন সভ্যতার ইতিকথা'য় দশভুজা নয়, দেবীদুর্গা অষ্টদশ ভুজা ...
কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত স্বামীর ...
গরুপাচার মামলায় জামিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের, শনি রাতেই জেলমুক্তির সম্ভাবনা...
নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জয়নগরে লাঠি-ঝাঁটা নিয়ে থানা ভাঙচুর স্থানীয়দের...
দলছুট ইলিশ ধরা পড়ল দামোদরে, বিক্রি হল চড়া দামে ...
মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ এই তৃণমূল বিধায়কের...
আমার দ্বারা এই অপারেশন হবে না, অপারেশন শুরু করে বাইরে বেরিয়ে দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার ...
সোনাঝুরি হাট নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মন খারাপ হতে পারে পর্যটকদের ...
তলিয়ে গেল ১০টি বাড়ি, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা ...
এবার থেকে আরও বেশি করে গর্বিত হবেন বাঙালিরা, কেন্দ্রের বিশেষ এই স্বীকৃতিতে বাংলার মুকুটে নয়া পালক...
চলছে দুয়ারে ত্রাণ কর্মসূচি, বন্যা দুর্গতদের কাছে পৌঁছল পুজোর জামা...
হাসপাতালে আসেন না সুপার, বদলি করতে স্বাস্থ্য ভবনে চিঠি কর্তৃপক্ষের ...
শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীত খুব প্রয়োজন, আর কী বললেন শিল্পী? ...
ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, পথে নামল অতিরিক্ত পুলিশ ...