শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক

Pallabi Ghosh | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৪২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: গত দু'দিন ধরে মুর্শিদাবাদ জেলাতে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হলেও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়তে শুরু করায় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে প্রবাহিত দ্বারকা, ময়ূরাক্ষী এবং কুঁয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার একাধিক ব্লক। প্রশাসনের তরফ থেকে বন্যাদুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। 

 

মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে বন্যার জলে ডুবে মৃত্যু হয় এক নাবালিকার। সেই ঘটনার রেশ কাটার আগেই মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকায় বন্যার জমা জলে ডুবে যান পেয়ারা শেখ নামে বছর ষাটেকের এক ব্যক্তি। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ মেলেনি। 

 

অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধির ফলে মুর্শিদাবাদের বড়ঞা এবং ভরতপুর-১ ব্লকের বিস্তীর্ণ অংশে কুঁয়ে নদীর জলস্তর নামার গতি অনেকটাই ধীর হয়ে গেছে। তার ফলে মঙ্গলবার গভীর রাত থেকে বড়ঞাতে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বড়ঞার বিডিও গোবিন্দ দাস বলেন, 'কুঁয়ে ব্রিজ পার হয়ে মজলিশপুরের কাছে রাস্তার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় নিরাপত্তা স্বার্থে আমরা ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দিয়েছি।' ফুঁটিসাঁকোর কাছ থেকে সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

 

তবে বিডিও জানিয়েছেন, বুধবার দুপুরের পর থেকে ধীরে ধীরে রাস্তা দিয়ে প্রবাহিত জলের পরিমাণ কমছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রাম ছাড়াও মজলিশপুর, তারাপুর, আনন্দনগর সোনাভারুই, কৈথা সহ আরও কিছু গ্রামে জল ঢুকেছে। ফলে ওই সমস্ত গ্রামের বহু মানুষ নিরাপদে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছেন। 

বিডিও জানিয়েছেন, 'বন্যা দুর্গত মানুষদের জন্য গ্রামে গিয়ে চাল, ত্রিপল, চিড়ে, গুড় প্রভৃতি ত্রাণ হিসেবে বিতরণ করা শুরু হয়েছে।' 

 

অন্যদিকে দ্বারকা নদীতে জল বাড়ার ফলে খরগ্রাম ব্লকের সর্বমঙ্গলাপুর সহ মোট তিনটি গ্রাম জলে নিমগ্ন হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে- এই গ্রামগুলোতে যাওয়ার প্রধান রাস্তা নদীর জলে ডুবে গেছে। প্রশাসনের তরফ থেকে নৌকা এবং স্পিডবোট নিয়ে গ্রামের ভিতরে ঢুকে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে। 

 

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর -১ ব্লকেও। প্রশাসন সূত্রে জানা গেছে আঙ্গারপুর এবং পার্শ্ববর্তী কিছু গ্রাম কুঁয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন-কান্দি মহকুমাতে তিনটি নদীর জল বাড়ার ফলে বিস্তীর্ণ এলাকায় চাষের জমির প্লাবিত হয়েছে। বহু এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা শুরু হয়েছে।


#Murshidabad #West Bengal #Flood Situation #Flood Update



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...

Exclusive: ১৩ বছর বয়সে বাল্য বিবাহ, মা-ই  নামিয়েছিল দেহ ব্যবসায়, উদ্ধার হয়ে সমাজে ফিরে এল ' তিলোত্তমা'...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



09 24