বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ০০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চেয়ার থেকে উঠতে গেলেই কোমরে এমন ব্যথা হল যে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। কারণ হতে পারে ভিটামিন ডি-এর অভাব। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। এটি হাড়ের স্বাস্থ্যরক্ষা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে। শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এর লক্ষণগুলি সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ভিটামিন ডি-এর অভাবের লক্ষণগুলি কী কী?
১) ক্লান্তি ও দুর্বলতা: ভিটামিন ডি-এর অভাবে প্রায়শই ক্লান্ত বোধ হয় এবং শরীর দুর্বল লাগে। সকালে ঘুম থেকে ওঠার দীর্ঘক্ষণ পরেও যদি ক্লান্তি না কাটে, তাহলে তার কারণ হতে পারে ভিটামিন ডি-এর অভাব।
২) হাড়ের ব্যথা: ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন। এর অভাবে হাড়ে ব্যথা হতে পারে, এমনকি সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে। ভিটামিন ডি কমে গেলে তাই পিঠ ও কোমরে প্রবল ব্যথা হতে পারে।
৩) পেশীর দুর্বলতা: ভিটামিন ডি পেশীর কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। এর অভাবে পেশীতে দুর্বলতা অনুভব হতে পারে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।
৪) ঘন ঘন অসুস্থ হওয়া: ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অভাবে প্রায়শই ঠান্ডা লাগা, জ্বর হওয়া বা অন্যান্য সংক্রমণ হতে পারে।
৫) চুল পড়া: ভিটামিন ডি চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি। এর অভাবে চুল বেশি পরিমাণে পড়তে পারে।
৬) ক্ষত নিরাময়ে দেরি হওয়া: ভিটামিন ডি শরীরের ক্ষত নিরাময়ের প্রক্রিয়ায় সাহায্য করে। শরীরে ক্ষত নিরাময় প্রক্রিয়ার জন্য ক্যালসিয়াম খুব জরুরি। ভিটামিন ডি কম থাকলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণও কমে যেতে পারে। ফলে ক্ষত শুকাতে বেশি সময় লাগতে পারে। এই ধরনের লক্ষণগুলি দেখলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।