সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Arnob Dam: হুগলি থেকে বর্ধমানে মাওবাদী অর্ণব, কুণাল-ব্রাত্য-অখিল যোগে পিএইচডি সমাধান

Riya Patra | ১১ জুলাই ২০২৪ ১৫ : ০৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সমস্যা মুক্ত হলেন অর্ণব দাম। ইতিহাস নিয়ে গবেষণা করতে আর বাধা রইল না তাঁর। পড়াশোনার সুবিধার জন্য রাজ্য কারাদপ্তর তাঁকে হুগলি জেলার সংশোধনাগার থেকে বর্ধমান জেলার সংশোধনাগারে পাঠিয়ে দিচ্ছে। যেখান থেকেই সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাবেন। এবিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, 'বর্ধমান বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অর্ণব সম্পর্কে তিনটি বিষয় জানতে চেয়েছিল। প্রথমটি হল, তাঁর পিএইচডি করা নিয়ে আমাদের কোনও আপত্তি আছে কিনা।

দ্বিতীয়টি হল তাঁকে সশরীরে উপস্থিত হয়ে যে 'কোর্স ওয়ার্ক' করতে হবে সেই সময় তাঁর নিরাপত্তার ব্যবস্থা কী হবে সেটা এবং তৃতীয়টি হল অর্ণবের যাবজ্জীবন সাজা নিয়ে আদালতের যে নির্দেশ আছে সেই অর্ডারটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে চেয়েছিলেন। আমরা সব কিছুই তাঁদের লিখিতভাবে জানিয়ে দিয়েছি এবং তাঁর যাতে পিএইচডি করতে কোনও অসুবিধা না হয় সেজন্য অর্ণবকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হচ্ছে।' 
ইতিমধ্যেই নিজের ফেসবুক সাইটে অর্ণবের পিএইচডি করার স্বপক্ষে সওয়াল করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন অর্ণব যেহেতু নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তাই তাঁকে পিএইচডি করতে দিতে হবে। এবিষয়ে শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন কুণাল।

 মেধাবী ছাত্র অর্ণব মাওবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। দলে তাঁর নাম 'বিক্রম'। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে হানার ঘটনায় তিনি ছিলেন মূল অভিযুক্ত। পুলিশের হাতে ধরা পড়ার পর আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। কিন্তু জেলে থেকেই সে লেখাপড়া চালিয়ে যায় এবং ইতিহাস নিয়ে গবেষণার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিক্ষাও দেয়। কিন্তু পরীক্ষায় প্রথম হলেও তাঁর ভর্তি হওয়া হয়নি। গত সোমবার কর্তৃপক্ষ হঠাৎ করে জানিয়ে দেয় ভর্তি প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন ওঠে, 'মাওবাদী' তকমা থাকাটাই কি তাঁর গবেষণার পথে বাধা? শেষ পর্যন্ত বের হল সমাধান সূত্র।




নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া