আজকাল ওয়েবডেস্ক: ইংরেজ ব্যাটার বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে তাঁর কাঁধে হাত রেখেছিলেন আকাশদীপসেই বঙ্গপেসার ব্যাট হাতে পর্বতসমান হয়ে উঠলেন ওভালেখেললেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংসওভাল অভিভূত হলকিন্তু ইংল্যান্ডের প্রাক্তনরা পড়ে রইলেন সেই কাঁধে হাত রাখা অধ্যায়েই। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে আকাশ ও বেন ডাকেট ফের একে অপরকে জড়িয়ে ধরেন। সেই জড়িয়ে ধরায় রয়েছে বন্ধুত্ব। নেই কোনও অশুভ অভিসন্ধি। আথারটনও সেই কথা জানিয়েছেন ধারাভাষ্য দেওয়ার সময়। 

ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক একহাত নিয়েছেন আকাশকে। বলেছেন, ''বেন ডাকেট কিছু বলেনি। কিন্তু অন্য কোনও প্লেয়ার হলে আকাশদীপের মুখে কনুই চালিয়ে দিত। কাউকে আউট করার পরে কোনও বোলার এমন আচরণ আগে করেছে কি না মনে পড়ছে না।''

আরও পড়ুন: একবছর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই, অথচ বর্ষসেরা ঘোষণা করা হল সাড়ে ৬ কোটির নাইট তারকাকে...

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ধারাভাষ্য দেওয়ার সময়ে বলেছেন, ''ভিভ রিচার্ডসের সঙ্গে এটা করতে পারত আকাশদীপ?''আকাশদীপের কাণ্ড দেখে প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং বলেছেন, তাঁর সঙ্গে এহেন আচরণ করা হলে তিনি ঘুসি মেরে দিতেন। এখানেই থেমে থাকেননি পন্টিং। তিনি বলেছেন, ''ঘটনাটা যখন আমি প্রথম দেখলাম, তখন মনে হয়েছিল ওরা বুঝি বন্ধু। একে অপরের বিরুদ্ধে খেলছে বহুদিন ধরে। প্রতিদিন এমন ঘটনা দেখা যায় না। স্থানীয় খেলার মাঠে বা পার্কে এগুলো হয়তো দেখা যায় কিন্তু টেস্ট ক্রিকেটের মতো আসরে এমন দৃশ্য দেখা যায় না। বেন ডাকেট যে ভাবে ক্রিকেট খেলেছে তাতে আমি খুশি। এখন থেকে আমি ওকে আরও বেশি করে পছন্দ করব কারণ ডাকেট কোনও প্রতিক্রিয়াই দেখায়নি।'' 

আকাশদীপ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে থেকেই বিতর্কিত। কিন্তু সেই ব্যাটসম্যানই ওভালে আকাশ ছুঁলেন। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল না বাংলার কোচ-খেলোয়াড়দের মধ্যে। ওভালের আগে গাব্বায় ৩১ রানের ইনিংস ছিল আকাশদীপের সর্বোচ্চ টেস্ট স্কোর। শনিবারের ওভালে আকাশদীপ টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন। ধ্বনি উঠলেন, এবার থেকে আকাশদীপকে তিন নম্বরে পাঠানো হোক। করুণ নায়ারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান সুযোগ কাজে লাগাতে পারলেন না। কিন্তু আকাশদীপের মতো অলরাউন্ডার দলের প্রয়োজনের সময়ে রুখে দাঁড়ালেন। ইংল্যান্ডের বোলারদের বিষ শুষে নিলেন। প্রথমে কাঁধে হাত রেখে পরে ব্যাটিংয়ের মাধ্যমে ইংল্যান্ডকে জোর ঝাঁকুনি দিয়ে গেলেন আকাশদীপ। সেই কারণেই হয়তো বঙ্গপেসারের উপরে রাগ কমছে না ইংরেজদের। নাগাড়ে তাঁরা আক্রমণ করে চলেছেন। 

?ref_src=twsrc%5Etfw">August 1, 2025

আরও পড়ুন: ৪১-এও দৈত্য হওয়া যায়! দেখিয়ে দিলেন ডিভিলিয়ার্স, প্রোটিয়া তারকার ছক্কায় উড়ে গেল পাকিস্তান