রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Spain-France: মিউনিখে থামল ফরাসি বিপ্লব! দুরন্ত জামাল, ১২ বছর পর ইউরো ফাইনালে স্পেন

Sampurna Chakraborty | ১০ জুলাই ২০২৪ ০২ : ৪৬Sampurna Chakraborty


স্পেন - (জামাল, ওলমো)

ফ্রান্স - (কোলো মুয়ানি)

আজকাল ওয়েবডেস্ক: মিউনিখে থামল ফরাসি বিপ্লব। দিদিয়ের দেশঁ ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও, একই নজির গড়া হল না ইউরোয়।‌মঙ্গলবার রাতে মিউনিখে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে স্পেন। এক গোলে পিছিয়ে পড়েও জোড়া গোলে দুরন্ত প্রত্যাবর্তন। এক যুগ পরে ইউরো কাপের ফাইনালে স্পেন। ২০১২ সালের পর প্রথম ইউরো ফাইনাল। সেবার ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। যে ছন্দে আছে জামাল, ওলমোরা আবার সেই স্বপ্ন দেখা অন্যায় নয়। টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে স্পেন। বিশ্বকাপে চেনা ছন্দে না পাওয়া গেলেও ইউরোতে আবার বাজিমাত তিকিতাকার। তবে লুইস ডি লা ফুয়েন্তের কোচিংয়ে ধরন কিছুটা বদলেছে। নাক ভাঙার পর এদিন প্রথম মাস্ক ছাড়া খেলেন কিলিয়ান এমবাপে। শুরুটা দারুণ করেছিলেন। তাঁর অ্যাসিস্ট থেকেই এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু গোটা ম্যাচে সেই ছন্দ অব্যাহত রাখতে পারেননি। বেশ কয়েকটা গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপে।

চলতি ইউরোয় সেরা ছন্দে স্পেন। সেমিফাইনালের প্রথমার্ধে সেই ধারাবাহিকতা অব্যাহত। এক গোলে পিছিয়ে পড়েও বিরতিতে ২-১। চার মিনিটের ঝড়ে তছনছ ফরাসি বিপ্লব। দুরন্ত লামিনে জামাল। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের নজির গড়লেন। যদিও শুরুতে পিছিয়ে পড়ে স্পেন। ম্যাচের ৯ মিনিটে এমবাপের ক্রস থেকে হেডে গোল করেন কোলো মুয়ানি। এই গোলই তাঁদের 'ওয়েক আপ কল' ছিল। ১২ মিনিটের মধ্যে সমতা ফেরায় স্পেন। ম্যাচের ২১ মিনিটে ১-১। দুর্দান্ত গোল লামিনে জামালের। কনিষ্ঠতম ফুটবলার হিসেবে পেলের রেকর্ড ভেঙে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার নজির গড়ে ফেলেছেন। এবার গোল করে রেকর্ডবুকে নাম তুললেন। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম গোলদাতা। বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার কোনাকুনি শট পোস্টে লেগে গোলে ঢুকে যায়। কিছু করার ছিল না ফরাসি কিপার মাইগনানের। তার আগেও অবশ্য গোলের সুযোগ ছিল। ম্যাচের ৩ মিনিটে প্রথম সুযোগ স্পেনের। জামালের পাস থেকে ফ্যাবিয়ান রুইজের হেড ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। এই পর্যায়ে এরকম গোল মিস ক্ষমাহীন অপরাধ। অবশ্য তার খেসারত দিতে হয়নি স্পেনকে। ৪ মিনিটে জোড়া গোল। সমতা ফেরানোর চার মিনিটের মধ্যে ২-১।

নাভাসের ক্রস হেড করে নামান সালিবা। ওলমো বাঁ পায়ে রিসিভ করে ডান পায়ে বল নিয়ে চৌয়ামেনিকে কাটিয়ে গোল লক্ষ্য করে গড়ানো শট নেয়। কুন্ডের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। প্রথমে আত্মঘাতী গোল দেওয়া হয়। পরে সেটা বদলে দানি ওলমোকে দেওয়া হয়। কারণ তাঁর শট গোলমুখী ছিল। কুন্ডের পায়ে না লাগলেও বল গোলেই যেত। ম্যাচের শুরু থেকেই বল ধরে পজেশনাল ফুটবল খেলে স্পেন। যেমন তাঁরা গোটা ইউরোয় খেলে এসেছে। ফ্রান্সের গোলটা ছাড়া প্রথমার্ধে কোনও উল্লেখযোগ্য সুযোগ নেই। একবার গতি বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন এমবাপে। কিন্তু তাঁর শট বিপক্ষের পায়ের জঙ্গলে আটকে যায়। বরং সুযোগ ছিল স্পেনের সামনে। ম্যাচের ৩৫ মিনিটে রুইজের শট বিপক্ষের ফুটবলারের গায়ে লেগে প্রতিহত হয়। তার ছয় মিনিটের মধ্যে আবার সুযোগ। ম্যাচের ৪১ মিনিটে জামালের শট হার্নান্দেজের গায়ে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে গতিশীল ফুটবল। আদর্শ ইউরো ফাইনাল। 

ফ্রান্স দলে তিনটে পরিবর্তন হয়। দলে ফেরেন কন্তে, ডেম্বেলে এবং ব়্যাবিও। কার্ড এবং চোটের জন্য স্পেনেও তিনটে বদল হয়। তারমধ্যে রক্ষণে দুটো। চোটের জন্য ৫৭ মিনিটে নাভাসকে তুলে নিতে বাধ্য হন স্পেনের কোচ। ৬২ মিনিটে কোলো মুয়ানি, ব়্যাবিয়ো এবং কন্তের বদলে গ্রিজম্যান, বারকোলা এবং কামাভিগনাকে নামান দেশঁ‌। তবে বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বল ধরে খেলার চেষ্টা করে ফ্রান্স। কিন্তু খুব বেশি পজিটিভ সুযোগ তৈরি হয়নি। এমবাপে বক্সের ভেতর বল পেলেই তাঁকে তিন-চারজন ঘিরে ধরছিল। ম্যাচের ৭৬ মিনিটে গোলের সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। কিন্তু বক্সের ওপর দিয়ে ভাসিয়ে দেন হার্নান্দেজ। ৭৯ মিনিটে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরুকে নামান মরিয়া দেশঁ। কিন্তু স্কোরলাইন বদলায়নি। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে বিপজ্জনক ফুটবল খেলে স্পেন। ফ্রান্সকে আক্রমণে উঠে আসার সুযোগ করে দেয়। তবে ফাইনাল থার্ডে ব্যর্থতা এদিনও ডোবাল। বয়সভিত্তিক দলকে সাফল্য দেওয়ার পর, এবার স্পেনের জাতীয় দলকে ইউরো কাপের ফাইনালে তোলেন ফুয়েন্তে।

ম্যাচের ৮৬ মিনিটে এমবাপের মিস। স্প্যানিশ ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু গোলে রাখতে পারেননি। ফ্রান্সের অধিনায়কের শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ মিনিটে গ্রিজম্যানের হেড বাইরে যায়। চোখের জলে মাঠ ছাড়েন ফ্রান্সের সমর্থকরা। ন্যায্য দল হিসেবেই ফাইনালে স্পেন। 





বিশেষ খবর

নানান খবর

নানান খবর

Durand Final: আমাদের ছোট করে দেখার খেসারত দিতে হল, হুঙ্কার বেনালির...

Mohun Bagan: 'খেলায় মোটেই খুশি নই, গোটা টিমের উন্নতির দরকার', ফাইনালে হারের পর ক্ষোভ উগরে দিলেন মলিনা...

Durand Final: তিন মিনিটের ঝড়ে বাগানে নৌকাডুবি, ডুরান্ড জিতে ইতিহাসে নর্থ ইস্ট...

Sayani Das: সায়নীর বিশ্বজয়, প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল পার সায়নী ...

World Cricket: আজ থেকে ১০ বছর আগে জন্ম হয়েছিল ‘ফ্যাব ফোরের’, বর্তমানে কে কোন ব়্যাঙ্কিংয়ে?...

Hijaji Maher: জর্ডনের জাতীয় দলের হয়ে খেললেন হিজাজি, উচ্ছ্বসিত কর্তা থেকে সমর্থক...

Shilton Paul: প্লেয়ারদের 'গার্ড অফ অনার', ফুটবলকে বিদায় শিল্টনের...

Durand Final: খাতায় কলমে আমরাই সেরা ত্রয়ী, বললেন স্টুয়ার্ট...

Paris Para Olympics: শুটিংয়ে ফের পদক, অবনীর পর প্যারা অলিম্পিকে রূপো আনলেন মণীশ...

Durand Final: নিজেদের ফেভারিট মানছেন না মোলিনা, ইতিহাস বদলাতে চান বেনালি...

Rashid Khan: টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ খান...

Mohammedan Sporting: সৌরভের হস্তক্ষেপে মিটল মহমেডানের ইনভেস্টর সমস্যা...

Sheetal Devi: দু'হাত নেই, পা দিয়েই তিরন্দাজিতে বিশ্বরেকর্ড ভাঙলেন প্যারা অ্যাথলিট শীতল দেবী...

Durand Cup: ডার্বির অফলাইন টিকিটের টাকা কীভাবে পাবেন, জানাল ডুরান্ড...

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ায় টেস্ট জেতার মন্ত্র কী? সাফ জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন কোচ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24