আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিতেন তিনি। ব্যাট হাতে তিনি নামা মানেই প্রতিপক্ষের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত।

সেই ম্যাথু হেডেন বলছেন, তিনি সাক্ষাৎ মৃত্যুর ছোঁয়া পেয়েছিলেন। এবং তা আইপিএলের সময়ে। এক পডকাস্টে প্রাক্তন অজি তারকা তাঁর সেই ভয়ভীতি, অনুভূতির কথা শুনিয়েছেন

ভারত-পাক সংঘাতের আবহে মে মাসে আইপিএল সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে খেলা ছিল। ১০.১ ওভার হওয়ার পরে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছিলম্যাচটি আর শুরু হয়নি। ভারতের সীমান্ত অঞ্চলে পাকিস্তান থেকে উড়ে এসেছিল ড্রোন। তার পরই আইপিএল স্থগিত হয়ে যায়। সেই ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করে হেডেন তাঁর ভয়ের কথা শুনিয়েছেন

আরও পড়ুন: ওভালেও বিতর্ক, যশস্বীর সঙ্গে ঝামেলায় জড়ালেন ইংল্যান্ডের দুই তারকা

এবারের আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন হেডেন। এক পডকাস্টে বাঁ হাতি ওপেনার সেই ভীতিপ্রদ অভিজ্ঞতার কথা বলেছেন।হেডেন বলেন, ''বারের আইপিএল একেবারেই অন্যরকমের ছিল। একদিকে বিপজ্জনক এবং য়ঙ্কও বটে। মৃত্যুর ছোঁয়া যেন পেয়েছিলাম!''

ধর্মশালার সেই ম্যাচ প্রসঙ্গে হেডেন আরও বলেন, ''রাতে মুম্বই থেকে বিমানে দিল্লি যাই। ধর্মশালা যাওয়ার মতো কোনও কানেক্টিং বিমান ছিল না। দিল্লিতে নামার পর দেখি বিমানবন্দর বন্ধ। তখন ভারতের উপরে আক্রমণ করেছে পাকিস্তান। আকাশে ড্রোন উড়ছে, তা নিয়ে কথা বলছিলাম। সেগুলো আকাশে উড়ছিল এবং ভুতুড়ে মনে হচ্ছিল। গাড়িতে করে আমাদের ণ্ডীগড় থেকে ধর্মশালায় যেতে হয়। সেটা ছিল সাড়ে ১১ থেকে ১২ ঘণ্টার রাস্তা। মাঠে পৌঁছনোর পর জানলাম খেলা শুরু হবে''

অথচ ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকারদের জানানো হয়েছিল স্টেডিয়ামের আলো নিভে যাবে না। হেডেন বলে চলেন, ''ম্যাচ শুরুর আধঘণ্টা আগে আমরা ধারাভাষ্য শুরু করেছিলাম। সে সময় আমাদের যে বার্তা দেওয়া হয়, তার অর্থ স্টেডিয়ামেও হামলার শঙ্কা রয়েছে। এমার্জেন্সি পরিস্থিতিতে খালি করে দিতে হবে স্টেডিয়াম। আমাদেরও স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে হবে''

ভয়ঙ্কর সেই রাতের অভিজ্ঞতা শেয়ার করেন হেডেন। প্রাক্তন অজি তারকা বলেন, ''আমার ধারাভাষ্য চলাকালীন প্রথম টাওয়ারের আলো নিভে যায়। দর্শকদের সেই কথা জানাই। দ্বিতীয় টাওয়ারের আলোও নিভে যায়। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি টিম চলে আসে। আমি কথা বলছিলাম। ওরা এসে পৌঁছতেই আমি মাইক ফেলে বেরিয়ে পড়ি'' 

আরও পড়ুন: সিরাজের মাথায় সাদা হেডব্যান্ড কেন? কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে

ধর্মশালার সেই ম্যাচের পরের দিনই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দেয়, আইপিএল স্থগিত করা হচ্ছে এক সপ্তাহের জন্য। পরে অবশ্য আইপিএল শুরু হয়। সূচি বদলানো হয়ফাইনালে পা়ঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার খেতাব জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু