আজকাল ওয়েবডেস্ক: এবি ডিভিলিয়ার্স এখনও সেঞ্চুরি হাঁকাতে পারেন। মারতে পারেন বিশাল সব ছক্কা। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও তিনি অসাধ্যসাধন করতে পারেন।

এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং এখনও রোমাঞ্চিত করে ক্রিকেটভক্তদেরওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে ডি ভিলিয়ার্স একার হাতে ম্যাচ জিতিয়ে দেন দক্ষিণ আফ্রিকাকে।

অথচ তাঁর দক্ষিণ আফ্রিকা তাড়া করছিল ১৯৬ রান। সেই রান কত সহজেই তুলে ফেলে প্রোটিয়া ব্রিগেডএবি ডিভিলিয়ার্স থাকলে কোনও টার্গেটই টার্গেট নয়। তিনি গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।

আরও পড়ুন: একবছর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই, অথচ বর্ষসেরা ঘোষণা করা হল সাড়ে ৬ কোটির নাইট তারকাকে

৪১ বছর বয়সী ডিভিলিয়ার্স ৬০ বলে ১২০ রান করে অপরাজিত থেকে যান। সেঞ্চুরি করেন ৪৭ বলে। ১২টি চার মারেন। খুব সহজেই সাতটা ছক্কা হাঁকান এবিডি। এখনও খুব সহজেই তিনি গ্যালারিতে বল ফেলতে পারেন। তাই তো লেখা হচ্ছে, কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য সুপারম্যান

ডিভিলিয়ার্স সুপারম্যানই বটে। এখনও তাঁর টাইমিং চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস দল।

তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। পাকিস্তানের রান তাড়া করায় সময়ে সারাক্ষণ যন্ত্রণায় তাঁর মুখ কুঁচকে ছিল। ফিজিও এসে তাঁর চিকিৎসা করলেন। চোটের জন্য ফুটওয়ার্ক সাবলীল নয়। তবুও ডিভিলিয়ার্স ছড়িয়ে দিলেন অতীত দিনের সোনালী রোদ্দুর। কথায় বলে, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সেটাই বারংবার প্রমাণ করেন ডিভিলিয়ার্সের মতো তারকারা

ডিভিলিয়ার্সের কাজ সহজ করে দেন তাঁর সতীর্থ জেপি ডুমিনি। ২৮ বলে ঝোড়ো ৫০ রান করেন। অপরাজিত থেকে যান তিনি। এই দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এতটা প্রাধান্য নিয়ে ম্যাচ আগে কি জিতেছে দক্ষিণ আফ্রিকা? চল্লিশ অতিক্রম করেও ডিভিলিয়ার্স দেখিয়ে দিলেন ক্রিকেট খুব সহজ লেখা। 

ডিভিলিয়ার্সের দুর্ধর্ষ ইনিংস তাঁকে ম্যাচের সেরা ও টুর্নামন্টের সেরা করে। প্রবল চাপের মুখে বারবার গর্জে উঠেছে ডিভিলিয়ার্সের ব্যাট। খেলোয়াড় জীবনেও তিনি ম্যাচ বের করেছেন। অবসর গ্রহণের পর লিজেন্ডস ম্যাচেও এবিডি অবিশ্বাস্য ব্যাটিং করছেন। সুরেশ রায়নার মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও এবি ডিভিলিয়ার্সের প্রশংসা করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''ফাইনালে দুর্দান্ত ব্যাটিং এবি ডিভিলিয়ার্সেরউড়িয়ে দিয়েছে ওদের। আমরা যদি খেলতাম, তাহলেও ওদের হারিয়ে দিতাম''

পাকিস্তান লিজেন্ড দলের বিরুদ্ধে খেলেনি ভারত। তা নিয়ে কম কালি খরচ হয়নি। তীব্র বিতর্কও তৈরি হয়। সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতের লিজেন্ড দল। ফাইনালে ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে রোমাঞ্চিত প্রাক্তন ভারতীয় তারকারাও। তিনি এমনই এক ক্রিকেটার যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যান। 

?ref_src=twsrc%5Etfw">August 2, 2025

আরও পড়ুন: যশস্বী-আকাশের পরে ওয়াশিংটনের 'সুন্দর' ঝড়, বড় টার্গেট ইংল্যান্ডকে, কী হবে ওভালে?