বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Arnab dam : প্যারোল মঞ্জুর মাওবাদী অর্ণব দামের, সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর কাউন্সেলিং

Sumit | ১৪ জুলাই ২০২৪ ১৪ : ৫০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সমস্যার সমাধান। সোমবারই ভর্তির জন্য মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে যাওয়া হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এর জন্য অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন রাজ্য কারা দপ্তরের এডিজি। একইসঙ্গে পিএইচডি করার জন্য অর্ণবকে স্থানান্তরিত করা করা হল বর্ধমান সংশোধনাগারে। 

রবিবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন এখবর। 
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পিএইচডি করার জন্য এর আগে যখন অর্ণবের ভর্তি নিয়ে সমস্যা হচ্ছিল তখন কুণাল নিজে উদ্যোগী হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য আবেদন করেন। সিদ্ধান্ত হয় অর্ণবকে পাঠানো হবে বর্ধমান সংশোধনাগারে। যেহেতু পিএইডি কোর্সের কিছু বিষয় অফলাইনে করতে হয় সেজন্যই তাঁকে বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নেয় কারা দপ্তর। সেখানকার সংশোধনাগার থেকেই অর্ণবকে নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। 

পিএইচডি'র প্রবেশিকা পরীক্ষার জন্য গত ২৬ জুন অর্ণবকে হুগলি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিল রাজ্য কারা দপ্তর। পরীক্ষার অর্ণব প্রথম হন। ৯ জুলাই ছিল কাউন্সেলিং-এর নির্ধারিত দিন। কিন্তু ৮ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন অনিবার্য কারণে এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। রাজ্য কারা দপ্তরের কাছে বিশ্ববিদ্যালয় পিএইচডি করার সময় অর্ণবের নিরাপত্তাসহ আরও কয়েকটি বিষয় জানতে চান। 

কিন্তু ইতিমধ্যেই অর্ণবের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার জন্য রাজ্য জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মানবাধিকার সংগঠন এপিডিআর-সহ বিভিন্ন ছাত্র সংগঠন অর্ণবের পাশে দাঁড়িয়ে তাঁর ভর্তির স্বপক্ষে জোরদার আওয়াজ তোলেন। নিজে অর্ণব সংশোধনাগারে পরপর দু'দিন অনশনে বসেন। নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। তাঁরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেন অর্ণবের পিএইচডি করা নিয়ে তাঁদের দিক থেকে কোনও আপত্তি নেই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অর্ণবের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলিও জানিয়ে দেন।‌ 

ফলে খুলে যায় জট। জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ অর্ণবের কাউন্সেলিং হবে।


#Hoogly



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



07 24