বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Mental Health: ‘বোকা' হতে চেয়ে ভাইরাল ঋক বাগদি! কোন ভাবনা থেকে এমন কথা একরত্তির? আলোচনায় মনস্তত্ত্ববিশ্লেষক পায়েল ঘোষ

নিজস্ব সংবাদদাতা | ০৫ এপ্রিল ২০২৪ ২০ : ১০Angana Ghosh


উপালি মুখোপাধ্যায়: ‘চন্দ্রবিন্দু’র জনপ্রিয় গান ‘আমাকে বোকা বোলো না’... কি মিথ্যে হতে চলেছে? তৃতীয় শ্রেণির ঋক বাগদি অকপটে, ‘‘বড় হয়ে বোকা হব’’ বক্তব্য রাখার পরেই এমন প্রশ্ন উঠছে। স্কুলের বাকি বন্ধুরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা এমনই অনেক কিছু হতে চায় তখনই একরত্তি ছেলেটি ভিন্ন পথের পথিক। তার মন্তব্য ভাইরাল। ভাইরাল দিনমজুরের সন্তান। বহু মা-বাবা, বিশিষ্টদের কাছে তার বক্তব্য উদাহরণ! কারণ তার যুক্তি, যে বোকা সে কাউকে ঠকায় না।
বোকার আবার সংজ্ঞা কী?
ঋক যে পরিবেশে বড় হয়েছে সেখানে সে দেখেছে, সমাজের তথাকথিত উপর তলার মানুষ তুলনায় যাঁরা পিছিয়ে তাঁদের ছলেবলেকৌশলে ঠকায়। সে একথা জেনেছে তার বাবার মুখ থেকে। এবং বাবার কথা অনুযায়ী সে বুঝেছে, তার বাবা বোকা বলেই সবাই তাঁকে ঠকায়। কিন্তু তিনি কাউকে ঠকান না। এই ভাবনা কতটা সঠিক? জানতে যোগাযোগ করা হয়েছিল পেরেন্টিং কনসালট্যান্ট পায়েল ঘোষের সঙ্গে। তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘বোকার সংজ্ঞা কী? আত্মসম্মানবোধ, মূল্যবোধ, প্রতিবাদের মতো অনুভূতি কি বোকামির পর্যায়ে পড়ে? একেবারেই তা নয়। এটা সবার আগে বুঝতে হবে। এবার আসি মনীষীদের কথায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বের জীবনকথা, ‘আমি ঠকাবো না কিন্তু ঠকালে প্রতিবাদ করব’। তাঁদের এই মূল্যবোধ, জীবনবোধ শিশুবয়স থেকেই শিখতে হবে। মা-বাবাকেও শিশুবয়স থেকে সন্তানকে ‘কোনটা করব’ ‘কোনটা করব না’ সেটা শেখাতে হবে। 
বোকারা শুধুই ঠকে?
উদাহরণ হিসেবে পায়েলের যুক্তি, ‘বোকা’ শব্দের ব্যাপ্তি অনেকটা। কারও পড়াশোনার বদলে আঁকতে ভাল লাগে। সে সেটা করলে তাকেও কিন্তু বোকার দলেই ফেলে দেওয়া হবে। তাঁর এও মনে হয়েছে, হয়তো ঋকের মা-বাবা ছেলের আচরণকে নির্বুদ্ধিতার তকমা দিয়েছেন। তাতেও শিশুমনে ‘বোকা’ শব্দটা দাগ কেটে বসেছে। মা-বাবার এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এও দাবি, অনেক নেতিবাচক মানুষের ধারণা, বোকারাই কেবল ঠকে। বা বোকারা ঠকায় না। এটাও সঠিক নয়। তাই সন্তানকে এটা বোঝাতে হবে, পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছেন তাঁরা কাউকে না ঠকিয়ে সুন্দর জীবন যাপন করেন। তাঁরা কিন্তু বোকা নন। 
ঋকের এই বক্তব্য নিয়ে কেন এত মাতামাতি? এই প্রশ্নের জবাবে পায়েল বলেছেন, ‘‘মানুষের এত তলিয়ে ভাবার সময় কোথায়? চটজলদি যা শুনছে তাতেই মাতামাতি! এই কারণেই রিলস, ভিডিও, ছবি এত ভাইরাল।’’ পায়েলের পরামর্শ, এভাবে আগামী প্রজন্মকে ভুল পথে ঠেলে না দেওয়াই বাঞ্ছনীয়। মূল্যবোধ, প্রতিবাদ হারিয়ে গেলে প্রকৃত মানুষ কী করে তৈরি হবে?
বোকা বোলো না...
শুধু গানের কথা হিসেবে এটি ভাববেন বা। বাস্তবেও একথা বলতে জানতে হবে, বলছেন পায়েল। তাঁর কথায়, ‘‘বোকা’, ‘স্টুপিড’, ‘ডাম্ব’ শব্দগুলো চট করে মনে ছাপ ফেলে। তাই কেউ এই ধরনের শব্দ ব্যবহার করলে পাল্টা প্রশ্ন রাখতে হবে, ‘বোকা’ শব্দের প্রকৃত সংজ্ঞা কী? সেটা কেউ পরিষ্কার করে বলতে পারলে পরের জবাব আসবে।’’ নইলে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেই সঙ্গে মা-বাবাদের অনুরোধ, ‘‘বকুনি দেওয়ার সময় এই শব্দগুলো না ব্যবহার করে দুটো বাড়তি কথা বলে বুঝিয়ে দিন, এটা করা তোমার ঠিক হয়নি। তুমি এটা করতে পারতে। তা হলে শিশুমনে কোনও ভ্রান্তি বা নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগার সুযোগ তৈরি হয় না।’’ 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

চুল থেকে চুলকুনি হবে নিমেষে ভাল! রোজ এই 'টক' ফল খেলে কী কী বাড়তি উপকার পাবেন...

নখে সাদা দাগ? এড়িয়ে গেলেই বিপদ! কখন সতর্ক হবেন?...

পুজোর আগে ৩ সপ্তাহে চটজলদি কমাতে চান ভুঁড়ি? উপায় জানালেন শন ...

সর্দি কাশিতে প্রায়ই ভোগেন? সুস্থ থাকতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম...

এক চুমুকেই চমৎকার, গলবে স্টোন, দূরে পালাবে ক্যান্সার, কীভাবে জানুন...

রক্তাল্পতায় ভুগছেন? ব্রেকফাস্টের এই পানীয় মেটাবে আয়রনের ঘাটতি, কীভাবে বানাবেন...

কালচে ঠোঁটের জন্য মুখ ঢাকবেন না, ঠোঁটের রঙ বদলে দেবে এই ফুলের পাপড়ি...

ভাজাভুজি খেয়েও কমবে ওজন? বাইরের এই ৫ খাবার নিশ্চিন্তে খেতে পারেন...

বাড়িতে নেগেটিভ এনার্জি? লক্ষণ বুঝলেই এই ৫টি উপায়ে করুন প্রতিকার...

সহবাসে আয়ু বাড়ে! সপ্তাহে কত বার যৌন মিলনে কমবে মৃত্যুর ঝুঁকি?...

ফ্যাটি লিভার জব্দ এই এক পানীয়তে,জানুন কখন খাবেন...

পুজোর সাজে নতুন রূপে

ম্যাচিং এখন পুরনো, পুজোয় কোন রঙের শাড়ির সঙ্গে কেমন কনট্রাস্ট ব্লাউজ পরবেন? রইল টিপস...

রোজ চুলে তেল মাখছেন? আদৌ লাভ হচ্ছে তো! জানুন আসল সত্যি...

ফেসওয়াশ লাগবে না, ত্বক পরিষ্কার করতে ভরসা রাখুন এই ডালে...



সোশ্যাল মিডিয়া



04 24