আজকাল ওয়েব ডেস্ক : কথায় বলে 'গোলাপের পাপড়ির মতো ঠোঁট'।এমন প্রশংসা শুনে কার না ভাল লাগে। মনে খুশির জোয়ার বয়ে যায়। কিন্তু পরমুহুর্তেই নিজের ঠোঁটের রঙ দেখে আবার বাস্তবে ফিরে আসেন।এমনকি পছন্দের রঙের লিপস্টিক পড়লেও কালো দাগ ঢাকা না গেলে হতাশ হতে হয়।

মুখের ত্বকের যত্ন নিয়ে সবাই চিন্তিত, কিন্তু ঠোঁট সবসময়ই অবহেলিত থাকে। অতিরিক্ত ধূমপানের অভ্যেসের থেকে সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে। অতিরিক্ত চা-কফি পানের অভ্যাসও ঠোঁটে হতে পারে কালচে দাগ।অনেক কসমেটিক্স ঠোঁটের কালো রঙকে গায়েব করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মনে রাখবেন, ওই সব কসমেটিক্সে থাকে নানাবিধ কেমিক্যাল। বরং, একেবারে সহজ প্রাকৃতিক উপাদানে ফিরিয়ে আনুন ঠোঁটের হারিয়ে যাওয়া গোলাপি আভা

প্রতিনিয়ত অযত্নে ঠোঁট ফেটে যাওয়া,কালো ও শুষ্ক হয়ে আপনার ঠোঁট নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে। ঠোঁট কালো হলে সুন্দর মুখশ্রীও বেমানান মনে হয়। একে যত্ন করার ব্যাপারে এবার গুরুত্ব দিন। বাড়িতে বানিয়ে ফেলুন আসল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লিপ বাম।

পাঁচটি গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার হয়ে গেলে দেড় কাপ জল দিয়ে প্যানে পাঁপড়িগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটান। ঠান্ডা হলে জল ছেঁকে নিন।এই জলে এক চামচ মধু ও নারকেল তেল দিন। সঙ্গে এক চামচ ভেসলিন দিতে হবে। খুব ভাল করে মিশিয়ে নিন। একটি ছোট কাঁচের কন্টেনারে স্টোর করুন এই লিপ বামকে।

অনেক সময় ঠোঁটের উপর নানান ঘরোয়া উপায় প্রয়োগ করেও কিছুতেই কোনও কাজের কাজ হয় না। সে ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মেখে নিন। রুক্ষ ও শুষ্ক ঠোঁট হবে মসৃণ।কালো ভাব দূর হয়ে ঠোঁটের গোলাপী আভা ফিরে আসবেই।এবার স্বাচ্ছন্দ্যে পছন্দের হালকা রঙের লিপস্টিকও পড়তে পারেন ।