বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Sreerampur: হুড়মুড় করে ভেঙে পড়ল প্রাচীন হান্না হাউস

Rajat Bose | ১৩ আগস্ট ২০২৪ ১৬ : ২১Rajat Bose


মিল্টন সেন: সংস্কার শুরুর আগেই বিপত্তি। ভেঙে পড়ল ডেনিস স্থাপত্য। হুড়মুড় করে ভেঙে পড়ল শ্রীরামপুরের ঐতিহ্যের হান্না হাউস। অল্পের জন্য রক্ষা পেয়েছে সংলগ্ন মাঠে অনুশীলনরত শ্রীরামপুর মিশন গার্লস হাইস্কুলের পড়ুয়ারা। ‌‌প্রসঙ্গত, হান্না মার্শম্যান ছিলেন ভারতে আসা প্রথম মিশনারি মহিলা। মহিলাদের শিক্ষা প্রসারে তিনি উদ্যোগী হয়েছিলেন ১৮০০ সালে। ১৮১৮ সালে তাঁর হাত ধরেই হান্না হাউসে তৈরি হয় শ্রীরামপুর মিশন বালিকা বিদ্যালয়। ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন বালিকা বিদ্যালয় এটি। মহিলা শিক্ষা প্রসারে হান্নার ভূমিকা অনস্বীকার্য। হান্নার স্বামী ছিলেন শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জেশুয়া মার্শম্যান। প্রাচীন সেই বিদ্যালয়ের পুরাতন ভবন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অনেকদিন আগেই। এরপরেই দাবি উঠেছিল শ্রীরামপুরে ডেনিসদের অন্যান্য স্থাপত্য অবিকল রেখে সংস্কার করার।







শ্রীরামপুর পুরসভার তরফে ডিপিআর তৈরি করে পূর্ত দপ্তরকে পাঠানো হবে বলে জানিয়েছিলেন শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং। কিন্তু তার আগেই সোমবার সন্ধেয় সেই হেরিটেজ হান্না হাউসের অবশিষ্টাংশ ভেঙে পড়ে। ঘটনার সময় স্কুল সংলগ্ন মাঠে অনুশীলন চলছিল স্বাধীনতা দিবসের। হান্না হাউসের পাশেই রয়েছে প্রাথমিক বিভাগ। ঘটনার পর মঙ্গলবার তিনটে নাগাদ স্কুল ছুটি হয়ে যায়। স্কুল চালকালীন এই দুর্ঘটনা হলে বড় বিপদ হতে পারত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সোনালী চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ঘটনার সময় মেয়েদের নৃত্য অনুশীলন চলছিল। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে হান্না হাউসের একাংশ। ধুলো, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করেন। একজনের শ্বাসকষ্ট শুরু হয়। স্কুলের তরফ থেকে অনেকবার প্রশাসনকে জানানো হয়েছে, যে কোনওদিন বড় বিপদ হতে পারে বাড়িটি ভেঙে পড়লে। সন্তোষ সিং বলেছেন, হান্না হাউজ একটা হেরিটেজ বিল্ডিং। সেটি রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আপাতত টিন দিয়ে ওই এলাকা ঘিরে দেওয়া হবে। যাতে পড়ুয়ারদের কোনও অসুবিধা না হয়।


ছবি: পার্থ রাহা





##Aajkaalonline##Hannahouse##Collapsed



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24