বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Special Swiming Pools For Children: অলিম্পিকের জন্য নয়, শিশুদের জলে 'সেল্ফ ডিফেন্স' তৈরি করতে পুকুরেই বাঁশের তৈরি সুইমিং পুল

Riya Patra | ০১ আগস্ট ২০২৪ ১৯ : ১১Riya Patra


বিভাস ভট্টাচার্য: অলিম্পিকে পাঠানো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, শিশুদের জলে ডোবা থেকে রক্ষা করা। আর সেই লক্ষ্যেই গ্রামীণ এলাকার পুকুরগুলিতে বিশেষ ধরনের সুইমিং পুল তৈরি করল শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি। গ্রামের পুকুরে তারা বাঁশের সাহায্যে তৈরি করেছে এক বিশেষ সুইমিং পুল বা সাঁতার শেখার জায়গা। 

আরও পড়ুন: এবার কি টোটো থেকে মুক্তি পেতে চলেছে বহরমপুর শহর? বড় সিদ্ধান্ত প্রশাসনের






এই পুলের জন্য পুকুরে বেছে নেওয়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে সারাবছরই মোটামুটি জল থাকে। ওই জলের চারপাশ বাঁশের মাচা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এরপর যেখানে সাঁতার শেখানো হবে সেই জায়গাটার নিচে ফের বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে আরও একটি মাচা। যাতে সাঁতার শিখতে গিয়ে শিশুরা ডুবে না যায়। জলের ওপরের স্তর থেকে মাচা পর্যন্ত গভীরতা তিন ফুট। যেখানে সাঁতার শিখতে পারবে শিশুরা। 

সিনি'র ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সুজয় রায় এবিষয়ে বলেন, 'বর্ষায় পুকুরে জল বেড়ে যায় আবার শীত বা গরমের সময় জল কমে যায়। ফলে জলের নিচে মাচাটা এমনভাবে করা হয়েছে যাতে সেটা ওঠানো বা নামানো যায়। জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। প্রথমদিকে যে জায়গায় সাঁতার শেখানো হয় সেখানকার গভীরতা তিন ফুট।' 

তাঁর কথায়, সাত বছরের নিচে বাচ্চাদেরই শেখানো হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'র রেকমেন্ডেশন অনুযায়ী শিশুদের জলে ডোবা আটকাতে তাদের সাত বছর পূর্ণ হওয়ার আগেই সাঁতার শেখানো দরকার।' 

কেন এই উদ্যোগ? উত্তরে সুজয় জানান, অনুসন্ধানে উঠে এসেছে শহর ও গ্রাম মিলিয়ে গড়ে প্রতিদিন তিনজন করে শিশু জলে ডুবে মারা যায়। শহরাঞ্চলে শিশুদের সুইমিং পুলে সাঁতার শেখার সুযোগ থাকলেও গ্রামে সেটা নেই। সেজন্যই এই উদ্যোগ। সাধারণ সুইমিং পুলের জন্য জলের নিচে জায়গাটা সিমেন্ট করে দিতে হয়। কিন্তু এই ব্যবস্থায় সাঁতার যেমন শেখানো যাবে তেমনি পুকুরও ব্যবহার করা যাবে।' এই মুহূর্তে সুন্দরবন এলাকায় কুলতলিতে এই সুইমিং পুল গড়ে তোলা হয়েছে। 

প্রাথমিকভাবে তিন ফুট গভীরতায় সাঁতার শেখার পর প্রশিক্ষণ নিতে আসা শিশুদের নিয়ে যাওয়া হবে পাশেই চার ফুট গভীর আর একটি জায়গায়। যেখানে দেওয়া হবে তাদের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ। কতটা লম্বা দূরত্বে সাঁতার কাটার জন্য তৈরি করা হবে শিশুদের? সুজয় জানান, ২০ ফুট। একজন প্রশিক্ষণপ্রাপ্ত এলাকাবাসী এই প্রশিক্ষণ দেবেন। 

গত ২২ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ও হু'র প্রতিনিধিরা এসে গোটা বিষয়টি দেখে সন্তোষ প্রকাশ করেন। সুজয় জানান, প্রতিনিধি দল জানিয়েছেন তাঁরা দেশের বাকি রাজ্যগুলিতেও এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেবেন। হু তাদের অফিসিয়াল পেজে এই সুইমিং পুলের একটি ছবিও পোস্ট করেছে।


#Special Swiming Pools For Children#Olympic Games#Paris 2024#Paris Olympic 2024



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24