বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Jalpaiguri: নিয়মিত বেতন না পাওয়ায় বিক্ষোভ চা শ্রমিকদের, ভোট বয়কটের ডাক

Pallabi Ghosh | ১৬ মার্চ ২০২৪ ২১ : ৪৭Pallabi Ghosh


অতীশ সেন: নিয়মিত বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকেরা। কেন্দ্র সরকারের অধিগৃহিত সংস্থা "অ্যান্ড্রু ইউল" পরিচালিত বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকেরা জানালেন আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের বকেয়া বেতন না পেলে তাঁরা ভারত-ভুটান সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের পাশাপাশি ভোট বয়কটও করবেন। শনিবার সকালে চা বাগানের এক হাজারের বেশি শ্রমিক ফ্যাক্টরির গেটে ধর্নায় বসে পড়েন। শ্রমিকেরা জানালেন প্রায় এক মাস ধরে সাপ্তাহিক মজুরি তাঁরা পাচ্ছেন না, বাগানে কাজ বন্ধ থাকাকালীন সময় অর্থাৎ "সাল ছুটি"র সময়কার টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা হলেও - সেই টাকাও তাঁরা পাননি। আধপেটা খেয়ে তাঁরা কাজ করে চলছিলেন, বেতন কবে পাবেন সে বিষয়ে কোনও আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে এদিন তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হয়েছিলেন। প্রসঙ্গত, বানারহাট ব্লকের কারবালা, চুনাভাটি ও বানারহাট চা বাগানও এই সংস্থার দ্বারা পরিচালিত। বানারহাট চা বাগানের শ্রমিকদের বেতনও কিছুদিন আগে অনিয়মিত হয়ে পড়েছিল। গত বছর নভেম্বর মাসে চুনাভাটি চা বাগানের শ্রমিকেরা বেতন না পেয়ে রাস্তা অবরোধ করেছিলেন।
চা বাগানের শ্রমিক অমিত হেমব্রম, গৌতম লামা, মানতি গোপেরা জানান- তাঁরা প্রায় এক মাস ধরে সাপ্তাহিক মজুরি পাচ্ছিলেন না। কয়েকবার আশ্বাস পেলেও এখনও বেতন সংক্রান্ত সমস্যার সুরাহা হয়নি। যে সমস্ত শ্রমিক অবসর নিয়েছেন, তাঁদের পরিবর্তে নতুন লোক নেওয়ার প্রক্রিয়াও শুরু করেনি বাগান কর্তৃপক্ষ। তাঁরা বাগানে নিয়মিত কাজ করেও পারিশ্রমিক না পেলে পরিবারের পেট কীভাবে চালাবেন? তাই বাধ্য হয়ে তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হয়েছেন। চা শ্রমিকেরা জানান আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের বকেয়া মজুরি না মেটালে তাঁরা ভারত-ভুটান সড়ক অবরোধ করবেন, পাশাপাশি আসন্ন লোকসভা ভোট বয়কট করার হুমকিও শ্রমিকেরা দেন। এদিন প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলে। ঘটনাস্থলে পৌঁছন চামুর্চী আউট পোস্টের পুলিশ কর্মীরা। বিক্ষোভ চলাকালীন চা শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্ব শ্রমিকদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি চা বাগানের ম্যানেজার মঙ্গলবারের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ তুলে নেন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



03 24