শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ মার্চ ২০২৪ ২১ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সুর নরম করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাঁর সাথে কোনও আলোচনা না করে "বহিরাগত" ইউসুফ পাঠানকে প্রার্থী করে দেওয়াতে ক্ষুব্ধ হয়েছিলেন হুমায়ুন।
সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের কথা বলতে গিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। এমনকি দলের শীর্ষ নেতৃত্বকে "হুমকি" দিয়ে তিনি জানিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রেই তিনি নির্দল প্রার্থী হিসেবে "টেবিল" চিহ্ন নিয়ে লড়াই করবেন। এমনকি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান যাতে পরাজিত হয় তার চেষ্টাও তিনি করবেন। যদিও সেই সময়ই হুমায়ুন জানিয়ে দিয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে লড়াই করলেও তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন না।
সাংবাদিকদের হুমায়ুন এও জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশজুড়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই তিনি নিজের চূড়ান্ত রাজনৈতিক পরিকল্পনা বিস্তারিতভাবে জানাবেন।
যদিও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর শনিবার বিকেলে হুমায়ুন কবীরের সুর ছিল অনেকটাই নরম। ইতিমধ্যেই কলকাতা থেকে নিজের জেলা মুর্শিদাবাদে ফিরেছেন ভরতপুরের বিধায়ক।
আজ আজকাল ডট ইন-এর সাথে ফোনে কথা বলতে গিয়ে হুমায়ূন বলেন, "মুর্শিদাবাদে ভোটের এখনও অনেক দিন বাকি আছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে ১৩ মে ভোটের দিন। গোটা রাজ্যে সাত দফাতে নির্বাচন। নির্বাচনের প্রার্থী হওয়া, মনোনয়নপত্র জমা দেওয়া এইসব নিয়ে চিন্তা করার জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে। তাই লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ার বিষয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আমি জানাচ্ছি না।"
অন্যদিকে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা আজ নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন- হুমায়ুন কবীরের "ক্ষোভের" কথা জানার পর জেলা এবং রাজ্যের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যেই তাঁর সাথে কথা বলেছেন। তবে দলের অন্য একটি অংশ জানিয়েছে -হুমায়ুনের বারবার বিভ্রান্তিমূলক এবং দলবিরোধী কথাকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব আর গুরুত্ব দিচ্ছে না। সূত্রের খবর দলের মনোভাব আঁচ করেই -হুমায়ুন কবীর শীর্ষ নেতৃত্বকে প্রতিশ্রুতি দিয়েছেন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তির ক্ষতি হয় এমন কোনও কাজ তিনি করবেন না। জেলা তৃণমূল নেতৃত্ব আশাবাদী হুমায়ুন কবীর আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়েই প্রচারের ময়দানে নামবেন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...
পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...
জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...
বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...
খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...
যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...
কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...
ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...
৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...
রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...
ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...
জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...
পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...
পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...
'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...