শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ অক্টোবর ২০২৩ ১২ : ৩৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটা তখন দুপুর দুটো ছুঁইছুঁই। ইডেনের বাইরে জটলা। পাকিস্তানের টিম বাস এসে দাঁড়াতেই নড়েচড়ে বসল সকলে। শুরু চিৎকার-চেঁচামেচি। বাবর আজমের নামে জয়ধ্বনি। বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ককে ঘিরে চর্চার শেষ নেই। কিন্তু তাতে কিছু এসে যায় না কলকাতার। বাবরকে ঘিরে উৎসাহের খামতি নেই শহরবাসীর। তাঁকে মোবাইলবন্দী করার হিড়িক পড়ে যায়। টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে পাকিস্তান। নিজেদের বাকি তিনটে ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর রেজাল্টের দিকে। কিন্তু রিজওয়ান, শাহিনদের শরীরীভাষা যথেষ্ট ইতিবাচক।
দুটো থেকে প্র্যাকটিসে নামার কথা ছিল পাকিস্তানের। দুপুর আড়াইটে নাগাদ নামে তাঁরা। একটু পরের দিকে নামেন বাবর। চোখে রোদচশমা। মাঠে নেমেই এগিয়ে যান শাহিন আফ্রিদির দিকে। স্ট্রেচিং করছিলেন দলের একনম্বর বোলার। সেটা থামিয়ে অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। দু'জনের অঙ্ক নিয়ে মাঠের বাইরে নানান গুঞ্জন চলছে। কিন্তু মাঠে দলের দুই তারকার হাবভাব দেখে সেটা বোঝা দায়।
আফ্রিদির সঙ্গে কথা বলার পর সটান পিচ দেখতে যান বাবর। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে উইকেট পর্যবেক্ষণ করেন। তারপর পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে আলোচনা করতেও দেখা যায় পাক অধিনায়ককে। শেষে চলে ব্যাটিং প্র্যাকটিস। বেশ খানিকক্ষণ নেটে সময় কাটান পাক নেতা। ইডেনে প্রাক ম্যাচ প্রস্তুতিতে বেশ খোশমেজাজে পাওয়া যায় পাকিস্তানের ক্রিকেটারদের। তবে পাক দল অনুশীলন শুরু করার মিনিট দশেকের মধ্যে গমগম করে বেজে ওঠে ডিজে মিউজিক। আগামীকালের জন্য ট্রায়াল চলছিল। তাতে মনোসংযোগে ব্যাঘাত ঘটে বাবরদের। পাকিস্তান শিবির থেকে গান-বাজনা বন্ধ করার অনুরোধ যায়। তারপর অবশ্য নির্বিঘ্নেই প্রাক ম্যাচ প্রস্তুতি সাড়ে পাকিস্তান।
চোট সারিয়ে দলে ফিরতে পারেন হাসান আলি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাঁর বদলে মহম্মদ ওয়াসিমকে খেলানো হয়েছিল। সোমবার দুপুরে দীর্ঘক্ষণ নেটে গা ঘামান। দেখে মনে হল সম্পূর্ণ ফিট। ফকর জামানও পুরোদমে অনুশীলন করেন। ইডেনে স্ত্রীকে নিয়ে এসেছিলেন হাসান। কিন্তু তাঁকে ড্রেসিংরুমে ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়ে কিছু বচসা বাঁধে। বাকিটা শান্তিপূর্ণ। প্রাকটিসের ফাঁকেই চলে সেলফি সেশন। মাঠের যেদিকে অনুশীলন করছিল পাকিস্তান, সেদিকের গ্যালারিতে প্র্যাকটিস দেখার জন্য কিছু সমর্থককে অনুমতি দেওয়া হয়। পালায় পালায় এসে তাঁদের সঙ্গে সেলফি তোলেন শাহিন, রিজওয়ান, হ্যারিস, ফকর। সবাই মাঠ ছাড়ার পর স্টেডিয়াম ছাড়ার আগে আরও একদফা সেলফিতে মজেন রিজওয়ান। অনুশীলন শেষে বেরোনোর আগে মাঠের ধারেই অটোগ্রাফ শিকারিদের মন রাখেন বাবর। প্র্যাকটিসের পর ইডেন ছাড়ার সময় সমর্থকদের আবেগের অত্যাচারে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। কলকাতার এত ভালবাসা কি প্রত্যাশা করেছিলেন বাবররা?
ছবি: অভিষেক চক্রবর্তী
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাবর আজম-মহম্মদ রিজওয়ানের খেলাতেই ম্যাচ হারতে হচ্ছে, ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানেরই ক্রিকেটার...
রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল শিবির, বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন মাদি তালাল ...
ইতিহাস তৈরি করে বিশ্বচ্যাম্পিয়ন, কত টাকা পেলেন গুকেশ? ...
বাদ প্রাক্তন নাইট তারকা, নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারই অধিনায়ক, বিজয় হাজারের দল ঘোষণা করল এই দল ...
সবে ফিরেছিলেন চেনা ছন্দে, ফের চোটের কারণে ফের মাঠের বাইরে এমবাপ্পে...
২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, তিন মহাদেশের ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, বিরাট ঘোষণা ফিফার...
যত কাণ্ড অ্যাডিলেডে, সিরাজকে রাগাতে দেড় লক্ষ টাকা খরচ, বিষয়টা কী? ...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে, সাত মাস আগেই শেষ টিকিট বিক্রি ...
বিসিসিআইয়ের আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা উচিত, বিস্ফোরক দাবি প্রাক্তন পাক অধিনায়কের...
মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেল, বছরের শুরুতেই হবে এজিএম...
সিরাজ-হেড বচসায় ফিরল 'মাঙ্কিগেট' বিতর্ক, অশনি সংকেত দেখছেন ভাজ্জি...
অ্যাডিলেডের নেটে হঠাৎ চমক, অন্য ভূমিকায় ধরা দিলেন কোহলি...
বর্ডার-গাভাসকর ট্রফির পর রো-কোর ভাগ্য নির্ধারণ? নেওয়া হতে পারে কড়া সিদ্ধান্ত...