আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার একবছর পর দোষীর ফাঁসির সাজা শোনাল শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল দার্জিলিংয়ের মাটিগাড়ায়। শনিবার অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের (পকসো) বিচারক অনিতা মেহেত্রা মাথুর।
মঙ্গলবার রায় শোনার জন্য শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তাঁরা। আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন মৃত নির্যাতিতার পরিবার।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ আগস্ট মাটিগাড়া থানা অন্তর্গত একটি ফাঁকা জায়গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই পুলিশ মহম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে। এরপর থেকে আদালতে মামলা চলছিল। একাধিকবার বিভিন্ন কারণে পিছিয়েও গিয়েছিল রায় ঘোষণা। অবশেষে গত বুধবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে।
