শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-England: ছয়ে ছয়! বুমরা-শামির দাপটে ইংল্যান্ডকে হারিয়ে ফের একনম্বরে ভারত

Sampurna Chakraborty | ২৯ অক্টোবর ২০২৩ ১৬ : ১২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ছয়ে ছয়। লখনউয়ে ব্রিটিশ বধ ভারতের। টানা ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে আবার টেবিল শীর্ষে রোহিত শর্মারা।‌ নবাবের শহরে চূর্ণ ব্রিটিশ দর্প। ১০০ রানে জিতল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত। জবাবে ৩৮ ওভারে ১২৯ রানে অলআউট ইংল্যান্ড। ব্যাটে প্রথমে রোহিত-সূর্যকুমার। তারপর বল হাতে বিধ্বংসী বুমরা-শামি।‌ আরও একটি জঘন্য পারফরম্যান্স বিশ্বচ্যাম্পিয়নদের। ছয় ম্যাচের পাঁচটিতে হার। এবারের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় সবার ওপরে ইংল্যান্ডকে রেখেছিল অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু পুরো বুমেরাং। টেবিলের শেষে ইংল্যান্ড। সম্মানের লড়াইও জিততে ব্যর্থ বাটলাররা।‌ প্রথম চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনেই পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও হন। এদিনও দুর্ধর্ষ বাংলার পেসার। ৭ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন। নিখুঁত লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বল করলেন। আরও একটি ম্যাচ জেতানো পারফরম্যান্স শামির। দুই ম্যাচে মোট ৯ উইকেট। তাও আবার বিশ্বক্রিকেটের দুই অন্যতম সেরা শক্তি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। একেই বলে কামব্যাক। 


টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই সাফল্য পায় ইংল্যান্ড। রোহিত শর্মা ছাড়া ভারতের টপ অর্ডার রান পায়নি। ৯ রানে আউট হন শুভমন গিল। বিশ্বকাপে প্রথম শূন্য বিরাট কোহলির। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও। বাজে শট খেলে মাত্র ৪ রানে আউট হন। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন রোহিত। অনবদ্য ব্যাটিং ভারতের নেতার। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু উইকেটের চরিত্র বুঝে সতর্কতায় মোড়া ইনিংস রোহিতের। তবে নিজের ভুলেই শতরান হাতছাড়া করেন। ১০১ বলে ৮৭ রানে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১০টি চার। তবে একশো না পেলেও নতুন রেকর্ড রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করেন ভারতের তারকা ক্রিকেটার। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন। ১৮ হাজারের ক্লাবে রয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। ৩৯ রান করে ফেরেন রাহুল। হার্দিকের জায়গায় নেমে সফল সূর্যকুমার যাদব। তবে মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৪৯ রানে আউট হন সূর্য। ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান তোলে ভারত। 

জবাবে জঘন্য ব্যাটিং ইংল্যান্ডের। ৫০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নেই থ্রি লায়ন্সদের। এবারের বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাটলাররা। এদিনও ৩৪.৫ ওভারে শেষ ইংল্যান্ডের ইনিংস। বুমরা, শামির আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ব্রিটিশরা।

ইংল্যান্ডের কোনও ব্যাটারই রান পায়নি। সর্বোচ্চ রান লিয়াম লিভিংস্টোনের। সাত নম্বরে নেমে ২৭ রান করেন। বাকিরা এলেন এবং গেলেন। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের। ১০ রানে আউট হন। ভারতীয় পেসারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরে ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন শামি। ৩ উইকেট শিকার বুমরার। জোড়া উইকেট কুলদীপের। লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে ৮৭ রান করার জন্য ম্যাচের সেরা রোহিত শর্মা। 




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...

ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...

কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...

ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...

একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...



সোশ্যাল মিডিয়া



10 23