আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে শুভমান গিলের ঝুলিতে রয়েছে ৭৫৪ রান। সুনীল গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড ভাঙতে পারেনি ভারতের নব্য অধিনায়ক

লিটল মাস্টারের রেকর্ডের থেকে ২১ রান দূরে থমকে গিয়েছেন গিল। ভারত অধিনায়ক কিংবদন্তিকে ছাপিয়ে যেতে না পারলেও সুনীল মনোহর গাভাসকর তাঁর হাতে তুলে দিয়েছেন অমূল্য সম্পদ। সচরাচর এমন পুরস্কার সানি কাউকে দেন না। কিন্তু গিল সেই অল্প কয়েকজনের মধ্যেই পড়েন যাঁর হাতে লিটল মাস্টার তুলে দিয়েছেন মহার্ঘ্য উপহার। গিলকে তাঁর সই সম্বলিত শার্ট এবং একটি টুপি উপহার দিয়েছেন গাভাসকর

অগ্রজ সানি অনুজ অধিনায়ককে বলেন, ''এটা ছোট্ট একটা উপহার তোমার জন্য। শার্টে রয়েছে আমার সই। এটা কেউ আমার জন্য বানিয়েছিল। আমি সেটাই তোমাকে দিলাম। তোমার গায়ে লাগবে কিনা জানা নেই। এর সঙ্গে একটা টুপিও দিলাম। যেটা আমি খুব কম লোককেই দিয়ে থাকি। এই টুপিতেও রয়েছে আমার সই''

আরও পড়ুন: আগামী আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন নিশ্চিত করলেন ধোনি, কার হাতে উঠছে অধিনায়কের আর্মব্যান্ড?

তৃতীয় দিনের শেষ বেলায় মহম্মদ সিরাজ জমিয়ে দেন ম্যাচ। ১৩ ওভারের পঞ্চম বলে সিরাজের ইয়র্কারে বোল্ড হন ক্রলিগাভাসকর ভারত অধিনায়ক গিলের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজানোর প্রশংসা করেন। ক্রলি ভেবেছিলেন বাউন্সার দেওয়া হবে তাঁকে। সেই মতোই ফিল্ডিং সাজানো হয়েছিল ইংল্যান্ড ওপেনারের জন্য। কিন্তু ইয়র্কার দিয়ে উইকেট উপড়ে দেন সিরাজগাভাসকর বলেন, ''ওই ফিল্ডিং সাজানো দুর্দান্ত ছিল। ফিল্ডারকে অন্যত্র পাঠিয়ে ইয়র্কার দিয়ে উইকেট তুলে নেওয়ার কৌশল আমার দারুণ লেগেছে।''

?ref_src=twsrc%5Etfw">August 2, 2025

১০ ইনিংসে গিল ৭৫৪ রান করেন। চারটি সেঞ্চুরি রয়েছে তাঁর। বার্মিংহ্যামে ২৬৯ রান করেছিলেন শুভমান গিল। ওই মহাকাব্যিক ইনিংস ভারতকে জয় এনে দেয়। শুভমান গিল ওভালে ব্যর্থ হন। ১১ রানে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক। সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। কোনও টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড সানির। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন লিটল মাস্টার। সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েও গিল থেমে যান। পঞ্চম টেস্টে লড়ছে গিলের ভারত। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৯৬ রানে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান এক উইকেটে ৫০। জিততে হলে ইংরেজবাহিনীকে করতে হবে আরও ৩২৪ রান। হাতে রয়েছে আরও দু'দিন। তবে তৃতীয় দিনের শেষ বেলায় সিরাজ উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিয়েছেন ইংল্যান্ডের সাজঘরে। ইংল্যান্ড কিছুতেই উইকেট হারাতে চায়নি। অন্যদিকে ভারতীয়রা চেয়েছিল উইকেট তুলে দিনটা শেষ করবে। মহম্মদ সিরাজ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের সাজঘরে ছড়িয়ে দেন স্বস্তির বাতাস। অন্যদিকে ইংল্যান্ডের সাজঘরে অস্বস্তি। রবিবার চতুর্থ দিন ভারতীয় বোলারদের কীভাবে সামলান ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সেটাই দেখার। 

আরও পড়ুন: 'আমার সময় হলে কনুই চালিয়ে দিতাম', আকাশদীপের উপর রাগ কমছেই না ইংল্যান্ডের...