শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Shantiniketan: বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শুরু হল পৌষমেলা

Pallabi Ghosh | ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯ : ২৫Pallabi Ghosh


চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোলপুর: শুরু হল ১৮০ তম পৌষ উৎসব ও পৌষমেলা৷ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শান্তিনিকেতনি ঘরানায় বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা রাখতে হবে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করে টেলিফোনে তিনি উদ্বোধনী ভাষণ দেন। বিশ্বভারতীর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য সরকার এই পৌষমেলা করার উদ্যোগ নিয়েছে। বিশ্বভারতী যেভাবে সহযোগিতা করেছে সেজন্য তিনি বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্বাগত জানান। পাশাপাশি জেলা প্রশাসনকেও অভিনন্দন জানান এত সুন্দর পোস্টম্যানের আয়োজন করার জন্য। সকাল থেকে বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বভারতীতে শুরু হল পৌষ উৎসব। ২০১৯ সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। যদিও, এই মেলার আয়োজক রাজ্য সরকার, বিশ্বভারতী নয়৷
৭ পৌষ ব্রহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর৷ সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পৌষ উৎসব হয়। প্রথা অনুযায়ী এবারও শুরু হল ১৮০ তম পৌষ উৎসব। সকাল থেকে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, ছাতিম তলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু পৌষ উৎসব। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীরা। ৩ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশের মধ্যদিয়ে চলবে পৌষ উৎসব। মেলা চলবে ৫ দিন।
অন্যদিকে, পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। ২০১৯ সালে এই মাঠে শেষবার হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। যদিও এবার পৌষমেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট করছে না৷ পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে রাজ্য সরকার মেলা করছে৷ সেই মেলার সূচনা হল এদিন৷ ৫ দিন ধরে চলবে এই মেলা৷
ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, "এই পৌষমেলার একটি বিশেষ ঐতিহ্য আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ, তাঁর গানকে স্মরণ করি৷ অমর্ত্য সেন আমাদের শ্রদ্ধার মানুষ। তিনি ভারতে থাকলে হয় তো আসতেন। দুবার বিতর্কের জন্য পৌষমেলা হয়নি৷ এবার ধন্যবাদ জানাই জেলার সকল আধিকারিক, বিশ্বভারতীকে মেলার আয়োজন করায়৷ বিশ্বভারতীর সবাইকে নিয়ে চলত বলবে৷ পড়ুয়া, সম্মানীয় ব্যাক্তি, আশ্রমিকদের সম্মান করে, তাঁদের নিয়ে চলতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ, বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুই সাংসদ অসিত মাল এবং সামিরুল ইসলাম। বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক সুনীতি পাঠক এবং কল্পিকা মুখোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাউল মঞ্চের উদ্বোধন করেন। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেনের কন্ঠে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সূচিত হয় পৌষ মেলার।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সকাল থেকেই শীতের শিরশিরানি, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা জানুন ক্লিক করে ...

ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...

Exclusive: ১৩ বছর বয়সে বাল্য বিবাহ, মা-ই  নামিয়েছিল দেহ ব্যবসায়, উদ্ধার হয়ে সমাজে ফিরে এল ' তিলোত্তমা'...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



12 23