শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রধানমন্ত্রীর 'বিকশিত ভারত'-এর অংশীদার হয়ে উন্নয়ন করতে হবে রাজ্যেরও, সরকারি অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী মানিক

AD | | Editor: অভিজিৎ দাস ১২ মার্চ ২০২৫ ০৯ : ১৪Abhijit Das


নিতাই দে, আগরতলা: রাজ্যের উন্নয়নে চালিকাশক্তি হলেন সরকারি আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'বিকশিত ভারত' গড়ে তোলার জন্য কাজ করছেন। 'বিকশিত ভারত' গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর টিম ইন্ডিয়ার মতো রাজ্যের বিকাশে টিম ত্রিপুরা গঠন করতে হবে। রাজ্যের সার্বিক উন্নয়নে টিম ত্রিপুরাকে একত্রে কাজ করতে হবে। মঙ্গলবার উদয়পুরের রাজর্ষি হলে পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা এবং গোমতী জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জেলাভিত্তিক এক কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী  অধ্যাপক (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, ''শুধুমাত্র পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমেই উন্নয়ন কর্মসূচি সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সুফল যাতে সাধারণ মানুষ পান তার জন্য মানুষের কাছে সরকারের সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে।'' মুখ্যমন্ত্রী আরও বলেন, ''বিভিন্ন গ্রামপঞ্চায়েতে ই-অফিস চালু করা হয়েছে। এর উপকারিতা সাধারণ মানুষ পাচ্ছেন। ত্রিপুরা এখন পারফর্মিং স্টেট থেকে ফ্রন্ট রানার্স স্টেটে রূপান্তরিত হয়েছে। ত্রিপুরাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে।'' তাঁর সংযোজন, ''টিবি-মুক্ত ভারত গড়ে তোলার জন্য ত্রিপুরা খুব ভাল জায়গায় রয়েছে।'' 

মঙ্গলবারেরর কর্মশালার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী এই ধরণের কর্মসূচিকে মহকুমা থেকে ব্লকস্তরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য 'বিকশিত ভারত'-এর রূপরেখা ও পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়ে গত বছরের ডিসেম্বর মাসে নয়াদিল্লিতে রাজ্যগুলির মুখ্যসচিবদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে আয়োজিত সম্মেলনে আলোচিত বিষয়গুলি সম্পর্কে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের অবগত করার জন্য রাজ্যেও কর্মশালা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি হলে চারটি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ড. কে শশী কুমার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল সহ প্রতিটি জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, চার জেলার প্রতিটি ব্লকের বিডিও থেকে শুরু করে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

এদিনের কর্মশালায় মুখ্যসচিবদের সম্মেলনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল এবং পরবর্তী সময়ে কি রূপরেখা তৈরি করা যায় সে বিষয়ে প্রত্যেককে অবগত করা হয়। বিকশিত ভারত গঠনের জন্য কী কী কর্মসূচি নেওয়া উচিত সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।


Viksit BharatTripuraBJPManik Saha

নানান খবর

নানান খবর

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

মাদক সঙ্কটে জেরবার কেরল, স্কুল থেকে কলেজ ক্যাম্পাস, নেশার কুহেলিকায় 'ইশ্বরের আপন দেশ'

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া