বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

elephant in dooars area

রাজ্য | হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক

Rajat Bose | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Rajat Bose


অতীশ সেন, ডুয়ার্স:‌ জলপাইগুড়ি জেলার ডামডিমে আহত হাতিকে তাড়াতে জেসিবি ব্যবহারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই জেসিবি’‌টিকে আটক করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে। জানা গিয়েছে গ্রেপ্তার জেসিবি চালক অমন এক্কা’‌র বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারঘেরা এলাকায়। রবিবার রাতে মাল থানার পুলিশ জেসিবি’‌টিকে আটক করে থানায় নিয়ে আসে। চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।


শনিবার ভোরে আপালচাঁদ জঙ্গল থেকে বেড়িয়ে একটি আহত দাঁতাল হাতি বেতগুঁড়ি চা বাগান হয়ে কুমলাইগ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় চলে আসে। সেখান থেকে মানুষের তাড়া খেয়ে সেটি পশ্চিম ডামডিম এলাকার চা বাগানে আশ্রয় নেয়। হাতিটির পিছনের পা ও চোখে আঘাত থাকায় সেটি ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। হাতিটি তারঘেরা রেঞ্জ সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ানোর সময় একটি জেসিবি মেশিন দিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় জেসিবি চালক ‘‌লোডার বাকেট’‌ দিয়ে হাতিটির সঙ্গে লড়াই করছে, হাতিটির দিকে তেড়ে যাচ্ছে। ফলস্বরূপ হাতিটিও জেসিবিকে আক্রমণ করে এবং আরও খানিকটা আহত হয়। এছাড়াও প্রচুর মানুষ হাতিটিকে উত্যক্ত করছে, পাথর ছুঁড়ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পরিবেশপ্রেমী সংগঠন ‘‌মাল মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন’‌ এর পক্ষ থেকে জেসিবি চালক এবং হাতিটিকে যাঁরা উত্যক্ত করছিল তাঁদের বিরুদ্ধে মাল থানায় এবং বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এর পরই রবিবার রাতে জেসিবি’‌টিকে আটক করার পাশাপাশি সেটির চালক’‌কে গ্রেপ্তার করে মাল থানার পুলিশ। জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত হাতিটি তারঘেরা বনাঞ্চলে রয়েছে। তবে সেটির চিকিৎসার কোনও রকম আয়োজন দেখা যায়নি।

 ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে নফসর আলি বলেন ‘‌উত্তরবঙ্গে বন্য পশুদের চিকিৎসার তেমন কোনও পরিকাঠামো নেই। হাসপাতাল নেই। কোনও পশু আহত হলে ‘‌দেখছি–দেখব’‌ করতে করতেই অনেক সময় পেরিয়ে যায়। বেশিরভাগ সময়েই অসুস্থ কিংবা আহত বন্য পশুর বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে। এই হাতিটিরও কোনও চিকিৎসা শুরু হয়নি। হাতিটিকে তাড়িয়ে তারঘেরা জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে আদৌ চিকিৎসা সম্ভব কি না সন্দেহ রয়েছে। এইভাবে চলতে থাকলে কিছুদিন আগে আপালচাঁদ জঙ্গলে যেভাবে একটি অসুস্থ হাতি বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, এই হাতিটিরও তেমনই পরিণতি হবে।’‌ 


Aajkaalonlineelephantdooarsarea

নানান খবর

নানান খবর

ভদ্রেশ্বরে সবজির ক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ২ টি ইঞ্জিন

শিশুপাচারে অভিযোগ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার উত্তরপাড়ার মহিলা চিকিৎসক, উদ্ধার করা হল শিশুদেরও

খাবার না পেয়ে কাঁদছিল ছোট বোন, খিচুড়ি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

চলতে চলতেই হাতের কাছে পাওয়া যাবে বই, ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস তৈরিতে অভিনব উদ্যোগ

রাজ্যে নতুন উৎপাদন কেন্দ্র তৈরির ভাবনা বিড়লা-নু-র

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড 

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া