বুধবার ০৯ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ নভেম্বর ২০২৩ ১৪ : ৩৬Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ১ (আয়ুশ-আত্মঘাতী)
চেন্নাইন এফসি - ১ (নিনথোই)
আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক ভুলে ফেরা হল না জয়ের সরণিতে। এগিয়ে থেকেও ড্র ইস্টবেঙ্গলের। শনিবার চেন্নাইয়ের মারিনা এরিনায় চেন্নাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল হলুদ। ২৯ মিনিটে আয়ুশের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোলের নীচে অনবদ্য প্রভসুখন গিল। কিন্তু শেষপর্যন্ত গোল ধরে রাখতে ব্যর্থ। ডিফেন্সের ভুলে ম্যাচের ৮৬ মিনিটে ১-১ করে চেন্নাইন। সমতা ফেরান নিনথোই দর্জি। তবে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। চেন্নাই একাধিক সুযোগ নষ্ট না করলে এদিন গোলের মালা পরাতে পারত ইস্টবেঙ্গলকে। আগাগোড়াই আধিপত্য ছিল হোম টিমের। কিন্তু একের পর এক সুযোগ মিস। যার ফলে অন্তত এক পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছে লাল হলুদ। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ন"নম্বরে ইস্টবেঙ্গল।
চোটের জন্য এদিন প্রথম একাদশে ছিলেন না নন্দকুমার। তাঁর অনুপস্থিতিতে আইএসএলে অভিষেক হয় বিষ্ণুর। কলকাতা লিগে খেলা ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে সরাসরি সিনিয়র টিমে সুযোগ পান। গোলও পেয়ে যেতে পারতেন। কিন্তু গোল লক্ষ্য করে তাঁর শট বিপক্ষের ফুটবলারের পায়ে লেগে প্রতিহত হয়। তবে প্রথমার্ধে দাপট ছিল চেন্নাইয়ের। এগিয়ে যাওয়া উচিত ছিল। জোড়া সুযোগ নষ্ট করেন জর্ডন মারে। সামনে একা প্রভসুখন গিলকে পেয়েও পা ছোঁয়াতে পারেননি মারে। সিটার নষ্ট। উইং দিয়ে আক্রমণ শানাচ্ছিলেন ভিন্সি ব্যারেটো। চোটের জন্য রহিম আলি না থাকায় সামনে একা পড়ে যাচ্ছিলেন মারে। দ্বিতীয়ার্ধে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেও চেন্নাইয়ের আক্রমণ ভোঁতা হয়নি। অন্যদিকে ক্লেইটন সিলভাকে সামনে একা রেখে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান কার্লেস কুয়াদ্রাত। চোটের জন্য প্রথম একাদশে ছিলেন না সিভেরিও। ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ছিল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের ডেরায় তাঁদের আক্রমণের ঝাপটা সামলাতে হিমসিম খায় লাল হলুদের রক্ষণ। আয়ুশ অধিকারীর আত্মঘাতী গোলে ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে এগিয়ে যায় লাল হলুদ। বাঁ দিক থেকে মাইনাস করেন বিষ্ণু। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঠেলে দেন আয়ুশ।
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নন্দকুমার, সিভেরিওকে নামান কুয়াদ্রাত। আধিপত্য না থাকলেও বিরতির পর গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৭২ মিনিটে মহেশের পাস থেকে মন্দারের শট বাঁচান চেন্নাই কিপার দেবজিৎ ঘোষ। সুযোগ ছিল চেন্নাইয়ের সামনেও। ম্যাচের ৭৫ মিনিটে সুযোগ নষ্ট করেন ইরফান। এদিন আগাগোড়াই বলের দখল বেশি ছিল চেন্নাইয়ের। আক্রমণও। কিন্তু বল তেকাঠিতে রাখতে হিমশিম খায়। শেষদিকে পার্দোর ভুলে ম্যাচে সমতা ফেরায় চেন্নাই। ৮৬ মিনিটে বক্সের ঠিক মুখে ক্রিভেলারোর পায়ে বল ঠেলে দেন। তাঁর পাস থেকে বল জালে রাখেন নিনথোই। ম্যাচের অতিরিক্ত সময় জয়সূচক গোল পেতে পারত চেন্নাই। কিন্তু আবার সিটার নষ্ট ইরফানের। সামনে একা ইস্টবেঙ্গল কিপারকে পেয়েও পা ছোঁয়াতে পারেননি। শেষমিনিটে দুটো হলুদ কার্ড (লালকার্ড) দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়ের রায়ান এডওয়ার্ডস।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অভিনব উদ্যোগ, স্ত্রীর অনুরোধে বাড়িতে দুর্গাপুজো করছেন মেহতাব ...
ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন, মরশুম শেষ পর্যন্ত চুক্তি ...
বড় চমক, প্যারিস অলিম্পিকের পদকজয়ীকে হারালেন বাংলার ঐহিকা...
সাত বছর খেলছেন নাইটদের হয়ে, নেতৃত্বও দিয়েছেন, কিন্তু কেকেআর-এ নিজের ভবিষ্যৎ জানেন না এই তারকা ...
মহারাষ্ট্র সরকারের ওপর ক্ষুব্ধ প্যারিস অলিম্পিকে পদক জয়ী শুটারের বাবা...
এই টুর্নামেন্ট মাত্র একবার জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সাত বছর পর ফের নামছে লড়াইয়ের ময়দানে...
অবসরের আগে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ পেতে পারেন শাকিব...
হংকং ক্রিকেট সিক্সেসে ফিরছে ভারত, আট বছর পর ফের শুরু হারিয়ে যাওয়া টুর্নামেন্ট...
নবরাত্রির ভোজ নিয়ে নেটমাধ্যমে খুনসুঁটি বিরুষ্কার, মন জিতলেন ভক্তদের...
নবরাত্রির ভোজ নিয়ে নেটমাধ্যমে খুনসুঁটি বিরুষ্কার, মন জিতলেন ভক্তদের...
এভাবেও শট মারা যায়! পাণ্ডিয়ার 'নো লুক আপার কাট' নিয়ে চর্চা গোয়ালিয়রে, রইল ভিডিও ...
গোয়ালিয়রে টাইগারদের আত্মসমর্পণ, প্রথম টি-টোয়েন্টিতে ভারতের দুরন্ত জয় ...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাক বধ, প্রথম জয় এল কিন্তু কাঁটা সেই রান রেট...
সুটকেস ভেঙে প্রায় দু' টুকরো, ছবি পোস্ট করে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রানি...
ইংল্যান্ড সিরিজের আগে পাক ব্যাটারদের ধমকালেন জিলেসপি, সাজঘরের কথা প্রকাশ্যে আনলেন প্রাক্তন পাক তারকা ...