রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: সুপারি বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৩ : ২৮Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে সুপারি বাগানে মৃত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল। গ্রামে হাতি ঢোকা রুখতে বে-আইনি ভাবে লাগানো বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার থেকে শক লেগে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায়। রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। হাতির মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ সেখানে জমা হন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চাষের জমি পেরিয়ে একটি সুপারি ও কলা বাগানে ঢোকার সময়েই সেখানে হাতিটি মুখথুবড়ে পড়ে যায় এবং সেটির মৃত্যু হয়। সুপারি ও কলা বাগানটির চারপাশে জি.আই তারের বেড়া লাগানো ছিল। সকালে তাতে বিদ্যুতের সংযোগ না থাকলেও রাতে গ্রামে হাতি ঢোকা রুখতে এবং হাতির হানা থেকে ফসল বাঁচাতে ওই তারে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে থাকত বলে মনে করা হচ্ছে। ওই তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হতে পারে। এর আগে এই এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আরোও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি শনিবার রাতে ওই এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছিল। বাজ পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে কি না সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন বনকর্মীরা। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়, মাদারিহাট পঞ্চায়েত সমিতির সদস্য রসিদুল আলম, বন-ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ন সিনহাও ঘটনাস্থলে আসেন। হাতির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান ইলেকট্রিক শক খেয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে, তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24