বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: সুপারি বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৩ : ২৮Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে সুপারি বাগানে মৃত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল। গ্রামে হাতি ঢোকা রুখতে বে-আইনি ভাবে লাগানো বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার থেকে শক লেগে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায়। রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। হাতির মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ সেখানে জমা হন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চাষের জমি পেরিয়ে একটি সুপারি ও কলা বাগানে ঢোকার সময়েই সেখানে হাতিটি মুখথুবড়ে পড়ে যায় এবং সেটির মৃত্যু হয়। সুপারি ও কলা বাগানটির চারপাশে জি.আই তারের বেড়া লাগানো ছিল। সকালে তাতে বিদ্যুতের সংযোগ না থাকলেও রাতে গ্রামে হাতি ঢোকা রুখতে এবং হাতির হানা থেকে ফসল বাঁচাতে ওই তারে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে থাকত বলে মনে করা হচ্ছে। ওই তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হতে পারে। এর আগে এই এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আরোও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি শনিবার রাতে ওই এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছিল। বাজ পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে কি না সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন বনকর্মীরা। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়, মাদারিহাট পঞ্চায়েত সমিতির সদস্য রসিদুল আলম, বন-ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ন সিনহাও ঘটনাস্থলে আসেন। হাতির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান ইলেকট্রিক শক খেয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে, তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

ট্যাবের টাকার পরে হাওয়া হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকাও, সতর্ক করে জেলায়-জেলায় চিঠি রাজ্য প্রশাসনের...

আগে নিজের প্রয়োজন মিটবে, তারপর আলু-পেঁয়াজ রপ্তানি, মূল্যবৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ মমতার...

জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা ...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



05 24