মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: সুপারি বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৩ : ২৮Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে সুপারি বাগানে মৃত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল। গ্রামে হাতি ঢোকা রুখতে বে-আইনি ভাবে লাগানো বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার থেকে শক লেগে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায়। রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। হাতির মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ সেখানে জমা হন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চাষের জমি পেরিয়ে একটি সুপারি ও কলা বাগানে ঢোকার সময়েই সেখানে হাতিটি মুখথুবড়ে পড়ে যায় এবং সেটির মৃত্যু হয়। সুপারি ও কলা বাগানটির চারপাশে জি.আই তারের বেড়া লাগানো ছিল। সকালে তাতে বিদ্যুতের সংযোগ না থাকলেও রাতে গ্রামে হাতি ঢোকা রুখতে এবং হাতির হানা থেকে ফসল বাঁচাতে ওই তারে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে থাকত বলে মনে করা হচ্ছে। ওই তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হতে পারে। এর আগে এই এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আরোও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি শনিবার রাতে ওই এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছিল। বাজ পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে কি না সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন বনকর্মীরা। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়, মাদারিহাট পঞ্চায়েত সমিতির সদস্য রসিদুল আলম, বন-ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ন সিনহাও ঘটনাস্থলে আসেন। হাতির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান ইলেকট্রিক শক খেয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে, তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অটো করে যাচ্ছিলেন যাত্রীরা, হঠাৎ সজোরে ধাক্কা লরির, মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা...

চন্দননগরে জগদ্ধাত্রী শোভাযাত্রা, সরাসরি সম্প্রচারিত হল অত্যাধুনিক আলোর খেলা...

রাখে হরি মারে কে, দুরন্ত গতিতে আসা ট্রেনের সামনে পড়েও অদ্ভুতভাবে রক্ষা বৃদ্ধের, কে বাঁচালেন জানেন?  ...

সুফল বাংলার স্টলে হানা দিয়ে পচা শাকসবজি সরিয়ে দিলেন মহকুমা শাসক...

ব্যাঙ্ক থেকে আপাতত আর টাকা তুলতে পারবেন না মুর্শিদাবাদের কয়েক হাজার পড়ুয়া, কী এমন ঘটল?...

পোষ্য নিয়ে পুজো মন্ডপে, কটুক্তি সামাজিক মাধ্যমে! অবসাদে আত্মঘাতী যুবতী! ...

বকখালিতে ভাঙন, ঐতিহাসিক ফ্রেজার সাহেবের বাংলো রক্ষার জন্য শুরু বাঁধ মেরামতের কাজ...

কালীমন্দিরে পরপর চুরির কিনারা পুলিশের, অপরাধের পিছনে বানজারা দলের হাত ...

জগদ্ধাত্রী পুজোয় কুমারীকে মাতৃজ্ঞানে বন্দনা বেচারাম মান্নার, তারপরই এক হাত নিলেন বিরোধীদের...

ঝক্কির দিন শেষ, মাধ্যমিকের ফর্ম ফিল আপ নিয়ে বিরাট ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের...

তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট ...

পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের ...

ধর্ষণের চেষ্টা করতে গিয়েই উস্তির বিজেপি নেতা খুন, দাবি কুণাল ঘোষের ...

মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, বেপরোয়া গতির বলি এক মহিলা ...



সোশ্যাল মিডিয়া



05 24