বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: ‌সুতিতে ঘুগনি–মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

Rajat Bose | ০৭ মে ২০২৪ ১১ : ০০Rajat Bose


‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি আর ঘুগনি। এমনই অভিযোগ ঘিরে মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল–২ গ্রাম পঞ্চায়েত এলাকার পারুলিয়া গ্রামে। 
অভিযোগ উঠেছে, ওই গ্রামের ১৭ নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথ থেকে ভোট দিয়ে বার হলেই বিজেপির ক্যাম্প অফিস থেকে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি মুড়ি এবং ঘুগনি। ভোটাররা ‘‌নির্দিষ্ট প্রতীকে’‌ ভোট দান করার পর বিজেপির ক্যাম্প অফিস থেকে মুড়ি এবং ঘুগনি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই ঘটনা নজরে আসার পর বিজেপির বিরুদ্ধে ঘুগনি এবং মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 
তৃণমূল কংগ্রেসের মহিষাইল–২ অঞ্চল সভাপতি নবিরুল ইসলাম বলেন, ‘‌ভোটদান কেন্দ্র থেকে কিছুটা দূরে বিজেপির একটি ক্যাম্প অফিস করা হয়েছে। সেখান থেকেই ভোটারদের মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজেপি মুড়ি এবং ঘুগনি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।’‌ তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ক্যাম্প অফিস থেকে কেবলমাত্র বিজেপি কর্মীদেরই মুড়ি এবং ঘুগনি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে না।
 অন্যদিকে রঘুনাথগঞ্জের গিরিয়া–সেকেন্দ্রা অঞ্চলে দুটি বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তিনি অভিযোগ করেন বিজেপি এজেন্টদের কাছ থেকে তৃণমূলের গুন্ডারা প্রয়োজনীয় নথি কেড়ে নিয়েছে। পরে তিনি একজন এজেন্টকে বুথে বসাতে সক্ষম হন। 





বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



05 24