বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৪ ১৮ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কুলদীপ যাদবের দাপটে পঞ্চম টেস্টেও চালকের আসনে ভারত। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১৩৫। এখনও ৮৩ রানে পিছিয়ে, হাতে ৯ উইকেট। ইংল্যান্ডের রান টপকে বড় লিড নেওয়াই লক্ষ্য রোহিতদের। এদিন ইংলিশ কন্ডিশনে স্পিনারদের দাপট। বৃহস্পতিবার ধর্মশালায় ১০ উইকেটই স্পিনারদের দখলে। ৯ উইকেট ভাগ করে নেন কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ৫ উইকেট নেন চায়নাম্যান। নিজের ১০০তম টেস্টে ৪ উইকেট শিকার অশ্বিনের। বাকি উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। ভারতের দুই স্পিনারের ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড। ৫৭.৪ ওভারে ২১৮ রানে শেষ হয়ে যায় বেন স্টোকসদের ইনিংস। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ধর্মশালায় টেস্ট অভিষেক হয়েছিল কুলদীপের। সেদিন চার উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপর বিভিন্ন কারণে টেস্ট দলে বিশেষ সুযোগ পাননি। কিন্তু এবার সুযোগের সদ্ব্যবহার করেন ভারতীয় স্পিনার। ১৫ ওভার বল করে ৭২ রানে নেন ৫ উইকেট। যদিও শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। প্রথম উইকেটে ৬৪ রান যোগ করেন জাক ক্রলি এবং বেন ডাকেট। পার্টনারশিপ ভাঙেন কুলদীপ। ২৭ রানে ফেরেন ডাকেট। মধ্যাহ্নভোজের ঠিক আগেই আউট হন অলি পোপ। জোড়া উইকেট নেন কুলদীপ। লাঞ্চে ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১০০। কিন্তু বাকি ১১৮ রানের মধ্যে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। তার নেপথ্যে কুলদীপ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙেন তিনি। ছন্দে থাকা ক্রলিকেও ফিরিয়ে দেন কুলদীপ। ১০৮ বলে ৭৯ রান করে আউট হন ইংল্যান্ডের ওপেনার। ইনিংসে ছিল ১টি ছয়, ১১টি চার। একমাত্র ক্রলি ছাড়া কেউ রান পায়নি। ২৬ এবং ২৯ রান করে যথাক্রমে আউট হন জো রুট এবং জনি বেয়ারস্টো। শততম টেস্টে শুরুটা ভাল করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ বেয়ারস্টো। বেন ফোকস গুরুত্বপূর্ণ ২৪ রান যোগ করেন।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারতের ওপেনিং জুটি। শতরানের পার্টনারশিপ রোহিত শর্মা এবং যশস্বী জয়েসওয়ালের মধ্যে। ধর্মশালায় মারমুখী মেজাজেই পাওয়া যায় বাঁ হাতি তরুণ ব্যাটারকে। ৩টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ৫৮ বলে ৫৭ রান করে আউট হন যশস্বী। বিরাট কোহলিকে টপকে গেলেন ভারতীয় ওপেনার। চার টেস্টে ৬৫৫ রান করে ফেলেছিলেন। এদিন ১ রান করতেই ছাপিয়ে গেলেন কোহলিকে। এক সিরিজে ৭১২ রান করে ফেললেন যশস্বী। সামনে একমাত্র সুনীল গাভাসকর। দ্বিতীয় ইনিংসে কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে। দিনের শেষে ৮৩ বলে ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে ব্যাট করছেন শুভমন গিল।
নানান খবর

নানান খবর

টস ভাগ্য ফেরাতে প্রার্থনায় আরসিবি অধিনায়ক পাতিদার, ভাইরাল মুহূর্তের জন্ম দিল আইপিএল

বিশ্বকাপে রোনাল্ডো-মোরিনহো যুগলবন্দি! সিআর সেভেনকে বিশ্বকাপ দিতেই এই পদক্ষেপ পর্তুগিজ ফুটবল সংস্থার

ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা অনুদান, সিএবিকে ক্রিকেট স্টেডিয়াম করার প্রস্তাব মমতা ব্যানার্জির

‘আমি নিতুকে বলছিলাম, তোমরা টিমটা ভাল করে করো’, পর্যুদস্ত ইস্টবেঙ্গলকে পরামর্শ মমতার

দুষ্কৃতীদের ভয়ে বিছানার নীচে লুকিয়ে ফুটবলার, অপহরণ স্ত্রী-সন্তানকে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার