বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Kalyan Banerjee: মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে তোপ কল্যাণের, নিশানায় বিচারপতিও

Pallabi Ghosh | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৫৬Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা যে কোনওরকমের দুর্নীতি ঠেকাতে বিল পাস হয়ে গেল লোকসভায়। এরপর বিলটি রাজ্যসভায় পাস করানো হবে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর স্বাক্ষর পেলেই আইনে পরিণত হবে বিলটি। গতকাল সোমবার বিলটি পেশ করা হয় লোকসভায়। আজ শুরু হয় বিস্তারিত আলোচনা। এদিনের আলোচনায় তৃণমূলের তরফে বক্তব্য রাখেন মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জি। তিনি জানান, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে হবে। রাজ্য বা কেন্দ্র, যে কোনও সরকারই মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হচ্ছে এবং তার ভিত্তিতেই আইনি দিক খতিয়ে না দেখে রায় দিচ্ছেন বিচারপতি।
কল্যাণ ব্যানার্জি জানান, যে সমস্ত ধারার কথা বিলে উল্লেখ করা হয়েছে, তার সবগুলিরই উল্লেখ রয়েছে আগের ভারতীয় দণ্ডবিধি এবং সম্প্রতি পাস হওয়া ভারতীয় ন্যায় সংহিতায়। তাঁর কথায়, "আমাদের দেশে আইনের কোনও ঘাটতি নেই। তবে সেগুলি কার্যকর করার মধ্যে ঘাটতি রয়েছে। সংসদ আইন তৈরি করে। তবে যাদের দায়িত্ব, তাদের সেই আইনের ধারা কার্যকর করতে হবে। সেখানেই রয়ে যাচ্ছে ঘাটতি।" কেন্দ্রীয় সরকারকে তিনি প্রশ্ন করেন, গত ৫ বছরে এই ক্ষেত্রের কতগুলি অপরাধের ঘটনায় এই আইন কার্যকর করা হয়েছে, তাদের বিচার করে শাস্তি দেওয়া হয়েছে? কল্যাণ বলেন, "আজ আমাদের দেশে সবকিছুতেই মিডিয়া ট্রায়াল হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী হোন বা রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সবাইকেই আজ মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হতে হচ্ছে যে কোনও স্পর্শকাতর ঘটনায়।" কেন্দ্রীয় সরকারকে তাঁর পরামর্শ, "যে কোওরকম অপরাধ মূলত ঘটনা, যা আদালতে বিচারাধীন, সেখানে মিডিয়া ট্রায়াল বন্ধ করতে হবে। ন্যায় বিচার দিতে হবে, সেটা হচ্ছে না।"
মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গের মধ্যেই বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তোলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, "অসফল ব্যক্তিরা সফল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। এটাই প্রকৃত চিত্র। ৪,৫,৬ বছর পর তাঁরা আসছেন মামলা করতে। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি একটি রায়ের মাধ্যমে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছেন। সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছে। এগুলো হচ্ছে শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের কারণে।" আরও একটি উদাহরণ তুলে তিনি বলেন, "একই বিচারপতি ১৫ হাজার জনের চাকরি বাতিল করেছেন। পরে সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছে। কারণ, সেখানে আইনের মূল নীতি অনুসরণ করা হয়নি।" তিনি বলেন, "আমি বলছি না যে অপরাধ করলে সাজা দেওয়া যাবে না, তবে সেটা হতে হবে, তবে আইন মেনে। কারও মন্তব্য দিয়ে হবে না, পোক্ত প্রমাণ থাকতে হবে। তাঁর কথায়, "যে কোনও নিয়োগের পরীক্ষায় এক বা দুই শতাংশের দ্বারা কোনও অন্যায় হতে পারে, সেক্ষেত্রে সবাইকে অপরাধী বলে চিহ্নিত করা চলবে না। আমাদের তরুণ সম্প্রদায় বুদ্ধিমান এবং তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। ফলে এক বা দুই জনের জন্য সকলকে দোষী বলা চলবে না। কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে যেন, একজন বা দুজনের জন্য সবাইকে যেন ফল ভোগ করতে না হয় এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তা না হয়।" তাঁর আরও মন্তব্য, "আমাদের দেশের কয়েকজন বিচারপতি রয়েছেন যাঁরা সন্ধ্যায় টেলিভিশন বিতর্ক, সকালের কাগজ দেখেন এবং তার ভিত্তিতে মন্তব্য করেন, রায় দেন।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দূষণের মাত্রা ভয়াবহ দিল্লিতে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল উত্তর ভারত, উড়ানে বিঘ্ন...

সম্পর্কে থাকলে চুমু খাওয়া অপরাধ নয়, আদালতে ওঠা মামলা নিয়ে মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের...

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট গ্রহণ শেষ, ভাগ্য পরীক্ষা ৪৩ আসনে, কত ভোট পড়ল পড়শি রাজ্যে...

হরিয়ানার এই মহিষের দাম ২৩ কোটি টাকা, কারণ জানলে অবাক হবেন...

মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে পাত্র, মন্ত্র উচ্চারণের বদলে গালিগালাজ! পাত্রীর কীর্তিতে গ্রামে শোরগোল ...

দীর্ঘসময় ধরে টয়লেটে বসে থাকেন, মারাত্বক ক্ষতির বার্তা দিলেন চিকিৎসকরা...

জুড়ে গেল এয়ার ইন্ডিয়া - ভিস্তারা, নতুন যুগের সূচনা ...

"আমাকে নিয়ন্ত্রণ করছে কম্পিউটার", এই আজব দাবি শুনে কী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত! ...

ভোটের প্রচারে মাথায় হাত মিঠুন চক্রবর্তীর, খোয়ালেন মানিব্যাগ ...

রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৬ পড়ুয়ার ...

সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও ভাল খবর, পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ...

কোনও ধর্ম বা জাতি দূষণকে সমর্থন করে না, কড়া শীর্ষ আদালত ...

হরিয়ানার এই মহিষটির মূল্য দুটি রোলস-রয়েস, দশটি মার্সিডিজের সমান, খাদ্যতালিকা শুনলে চোখ কপালে উঠবে...

হোটেলের ঘরে যাওয়া মানেই যৌন মিলনে সম্মতি নয়, জানিয়ে দিল আদালত...

সিআরপিএফের উপর হামলা, গুলির লড়াইয়ে মণিপুরে খতম ১১ জঙ্গি...

ভারতীয় সেনা এবং অসম রাইফেলস-এর যৌথ অভিযানে মণিপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক...



সোশ্যাল মিডিয়া



02 24