আজকাল ওয়েবডেস্ক: বাংলার পেসার আকাশদীপ যদি একই কাজ রিকি পন্টিংয়ের সঙ্গে করতেন, তাহলে সজোরে ঘুসি খেতেনঅস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং স্বয়ং এই কথা জানিয়েছেন

ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই বেন ডাকেটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আকাশদীপডাকেট অবশ্য আউট হন সেই আকাশদীপের বলেই। আউটের পর দেখা যায় আকাশদীপ ডাকেটের পিঠে হাত দিয়ে হাঁটছেনবঙ্গপেসার হাসছিলেন। কিন্তু মুখে কিছু বলেননিধারাভাষ্যকাররা অনুমান করার চেষ্টা করছেন আকাশদীপ কি ডাকেটকে বিদ্রুপ করলেন?

একই আচরণ যদি আকাশদীপ পন্টিংয়ের সঙ্গে করতেন তাহলে কী হত? স্কাই স্পোর্টসের সঞ্চালক আয়ান ওয়ার্ড এই প্রশ্ন করেছিলেন পন্টিংকেওয়ার্ড জিজ্ঞাসা করেন, ''এটা যদি তোমার সঙ্গে করা হতো তাহলে তো ডান হাত দিয়ে হুক করতে একটা?''

আরও পড়ুন: কেন রেগে গেলেন রুট!‌ এমন কি বলেছিলেন প্রসিধ জেনে নিন 

জবাবে পন্টিং বলেন, ''হয়তো তাই'' কিন্তু বেন ডাকেট কোনও প্রতিক্রিয়া দেখাননি আকাশদীপকে। এটা মনে ধরেছে পন্টিংয়েরপ্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ''ঘটনাটা যখন আমি প্রথম দেখলাম, তখন মনে হয়েছিল ওরা বুঝি বন্ধু। একে অপরের বিরুদ্ধে খেলছে বহুদিন ধরে। প্রতিদিন এমন ঘটনা দেখা যায় না। স্থানীয় খেলার মাঠে বা পার্কে এগুলো হয়তো দেখা যায় কিন্তু টেস্ট ক্রিকেটের মতো আসরে এমন দৃশ্য দেখা যায় না। বেন ডাকেট যে ভাবে ক্রিকেট খেলেছে তাতে আমি খুশি। এখন থেকে আমি ওকে আরও বেশি করে পছন্দ করব কারণ ডাকেট কোনও প্রতিক্রিয়াই দেখায়নি''

 

পন্টিং তাঁর ক্রিকেটজীবনে আগ্রাসী ছিলেন। শারজায় ত্রিদেশীয় টুর্নামেন্টে ১৭ বছরের হরভজন সিং তাঁকে ফেরানোর পরে উদযাপন করছিলেন। পন্টিং তেড়ে যান ভাজ্জির দিকে। ভারতের বাকি সতীর্থরা এগিয়ে আসায় সেই যাত্রায় কিছু হয়নি আর। বঙ্গপেসার আকাশদীপ যদি পন্টিংয়ের কাঁধে হাত রাখতেন আউটের পরে, তাহলে প্রাক্তন অজি ক্রিকেটার তাঁকে উচিত শিক্ষা দিয়ে দিতেন।

জাক ক্রলির সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ গড়েন ডাকেট। পিচ বোলারদের সহায়ক। সেই রকম পিচে ডাকেট ৩৮ বলে ৪৩ রান করেন।

?ref_src=twsrc%5Etfw">August 1, 2025

আকাশদীপকে রিভার্স সুইপ মারতে গিয়ে ফেরেন ডাকেট। তার পরই আকাশদীপ তাঁর পিঠে হাত রাখেন। ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক সাংবাদিক বৈঠকে বলেন, ''ও কোনও কথাই বলেনি। এটাই অবাক করার মতো ব্যাপার। আমার মনে হয় কারও পিঠে হাত রাখার প্রয়োজনই নেই। মুখে কিছু বলেনি। সেটা দেখাও যায়নি। আমরাও ব্যালকনিতে বসে এই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। আমি জানি কাউন্টিতে অনেক ভাল মানুষ খেলেন, তাঁরা কিছু না কিছু বলতেন অথবা কনুই দিয়ে মারতেন''

ওভাল টেস্ট সরগরম। আকাশদীপ না আবার শাস্তি পান ডাকেটের পিঠে হাত রাখার জন্য। 

আরও পড়ুন: বাথরুমে কাঁদতে দেখেন তারকা ক্রিকেটারকে, ২০১৯ বিশ্বকাপের অজানা গল্প শোনালেন চাহাল