আজকাল ওয়েবডেস্ক: ভারতকে বিরক্ত করার কাজ চলছেই। সিরিজের প্রথম থেকে শুরু। শেষ টেস্টে এসেও একই কাজ চলছে। সুযোগ পেলেই ভারতীয়দের বিরক্ত করে চলেছেন তাঁরা।
ম্যানচেস্টারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দ্রুত খেলা শেষ করে দিতে চেয়েছিলেন হ্যান্ডশেক করে। শেষ টেস্টে স্টোকস নেই। ওভালেও আগুন ঝরল। দ্বিতীয় দিন বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে আকাশদীপ তাঁর কাঁধে হাত রেখেছিলেন। তা নিয়ে কম চর্চা হয়নি।
তৃতীয় দিন লাঞ্চের সময়ে যশস্বী জয়সওয়াল ও ভারত অধিনায়ক শুভমান গিল যখন ড্রেসিং রুমে ফিরছেন, তখনও ইংরেজ ক্রিকেটাররা যশস্বীর পিছনে লাগছিলেন। ব্যাট করার সময়ে তাঁর পায়ে ক্র্যাম্প করেছিল। তা নিয়েই কটাক্ষ করেন ইংল্যান্ডের অধিনায়ক অলি পোপ। তাঁকে সঙ্গত করেন বেন ডাকেট। প্রথমটায় যশস্বী কিছু বলেননি। তার পরে দেখা গেল ইংল্যান্ড অধিনায়কের কথায় তিনি উত্তেজিত হয়ে গিয়েছেন। পোপকে আঙুল তুলে কিছু একটা বললেন যশস্বী। তাঁর পাশেই ছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনি শান্ত করেন যশস্বীকে। সাজঘরে বসে গৌতম গম্ভীর সবটাই খেয়াল করেন। বেন স্টোকসকে ক্যামেরা ধরে। তিনি হাততালি দিয়ে তাঁর দলকে উৎসাহিত করছিলেন। লাঞ্চের সময়ে ভারতের রান ৩ উইকেটে ১৮৯। ক্রিজে রয়েছেন যশস্বী ৮৫ রানে। তাঁর সঙ্গী গিল (১১)।

তৃতীয় দিন আকাশদীপ ওভালের মন জিতে নিলেন। ৬৬ রানে তিনি ফিরে গেলেন। ততক্ষণে ভারতকে ভাল মঞ্চে বসিয়ে দিয়েছেন তিনি ও যশস্বী।
ওভালের আকাশে মেঘের আনাগোনা। আকাশদীপ ব্যাট হাতে ভারতের ভাগ্যাকাশ থেকে মেঘে সরিয়ে দিলেন। পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো তিনি ইংল্যান্ড বোলারদের বিষ শুষে নিলেন। পঞ্চাশ করলেন। এটাই তাঁর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান। টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশতরানও বটে আকাশদীপের।
অ্যাটকিনসনকে বাউন্ডারি মেরে যখন অর্ধশতরান করলেন, তখন ওভালের ব্যালকনিতে দাঁড়িয়ে উঠে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন রবীন্দ্র জাদেজা, অধিনায়ক শুভমান গিল-সহ অনেকে। ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের মুখে কে যেন ছড়িয়ে দিয়েছেন আলোর রেখা! তিনি সন্তুষ্ট। রবীন্দ্র জাদেজা দূর থেকে দেখাচ্ছেন, হেলমেটটা খুলে পঞ্চাশ উদযাপন করো। আকাশদীপের সেই সব দিকে নজর নেই। তাঁর জার্সিতে লেখা ৩১৩ নম্বর। সেটাই তিনি দেখাচ্ছেন। তাঁর মুখেও খেলা করছে হাসি।

তাঁকে নিয়ে চলছিল সমালোচনা। চলছিল চর্চা। ব্যাট হাতে আকাশদীপ যাবতীয় সমালোচনা-চর্চাকে গ্যালারিতে ফেললেন। ঠিক যেমন গাব্বায় প্যাট কামিন্সকে ছক্কা হাঁকিয়েছিলেন। বিরাট কোহলি শিশুদের মতো উৎফুল্ল হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় খেলা ৩১ রান ছিল এতদিন তাঁর সর্বোচ্চ। এদিন আকাশদীপ কিন্তু সত্যিই আকাশ ছুঁলেন। ২৫ বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান।
এর আগে অমিত মিশ্র ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। আকাশদীপ রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি থামলেন ৬৬ রানে। আকাশদীপ পঞ্চাশ করে সাজঘরে ছড়িয়ে ছিলেন বিশুদ্ধ অক্সিজেন। ছড়িয়ে দিলেন আত্মবিশ্বাসের হাওয়া। যশস্বী জয়সওয়াল ও আকাশদীপ মিলে ১০৭ রানের পার্টনারশিপ গড়লেন। এই ১০৭ রানের মধ্যে সিংহভাগই আকাশের। লাঞ্চের সময় ভারত ১৬৬ রানে এগিয়ে ইংল্যান্ডের থেকে।
আরও পড়ুন: বীরুর সঙ্গে তুলনা, ভারতীয় ওপেনারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন তারকার
