আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়েসওয়ালের প্রশংসায় পঞ্চমুখ নভজোৎ সিং সিধু। টপ অর্ডারে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে তুলনা করেন বাঁ হাতি তরুণ ওপেনারের। ওভালে শেষ টেস্টের দ্বিতীয় দিন যশস্বীর অর্ধশতরানের পর নিজের ইউ টিউব চ্যানেলে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। সিধু বলেন, 'যেভাবে ও কাট, কভার ড্রাইভ, মিড অন এবং মিড উইকেটের ওপর দিয়ে শটগুলো খেলল, বোঝা গেল ও কত দ্রুত পজিশন নিতে পারে। ওর হাতে প্রচুর সময় ছিল।' যশস্বীকে বিরাট সার্টিফিকেট দিলেন ভারতের প্রাক্তনী। তাঁর সঙ্গে বীরেন্দ্র শেহবাগের তুলনা করে বসেন। সিধু বলেন, 'সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহবাগের পর কোনও ওপেনার যদি ইমপ্যাক্ট ফেলতে পারে, সেটা যশস্বী জয়েসওয়াল। ও দ্বিশতরান এবং শতরান করেছে। খুব দ্রুততার সঙ্গে রান তোলে। বোলারদের থিতু হওয়ার সময় দেয় না। দলকে জয়সূচক জায়গায় পৌঁছে দেয়।'
ওভালে দু'বার প্রাণ ফিরে পাওয়ার পর ৪৪ বলে অর্ধশতরানে পৌঁছে যান। বোলার সহায়ক উইকেট নিজের জাত চেনান। তাঁর ক্যাচ ফেলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চান না সিধু। দাবি করেন, পেস সহায়ক উইকেটে দাপট দেখান বাঁ হাতি। তাঁর টেকনিক্যাল শক্তির বিশেষ প্রশংসা করেন। সিধু বলেন, 'অনেকেই হয়ত বলবে, ক্যাচ ড্রপ হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু বল বুলেটের মতো যাচ্ছিল। স্ল্যাশে পাওয়ার ছিল। ওর বিশেষ কোয়ালিটি আছে। ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট ওর বিশেষ শক্তি। যার ফলে ও কিছুটা বাড়তি সময় পেয়ে যায়। তারপর ও নিজের ছন্দে খেলে। এমন পরিস্থিতিতে যেকোনও সময় আউট হয়ে যেতে পারে মাথায় রেখেই খেলে। ২০ থেকে ৩০ টেস্টের পর গড় যদি ৫০ বা তার বেশি থাকে, তাহলে অবশ্যই সে বড় প্লেয়ার।' সিধু মনে করেন, যশস্বীর আগ্রাসনের সঙ্গে সংগঠিত মনোভাবের মিশ্রণ তাঁকে ওপেনার হিসেবে সাফল্য এনে দিচ্ছে। আরও একটি শতরানের মুখে যশস্বী। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ৮৫ রানে অপরাজিত বাঁ হাতি ওপেনার। ইনিংসে রয়েছে ১০টি চার এবং ২টি ছয়।
প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে পা রেখেই রেকর্ডবুকে নিজের নাম তোলেন যশস্বী জয়েসওয়াল। প্রবেশ করেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের এলিট ক্লাবে। দুই কিংবদন্তির সঙ্গে যুগ্ম দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান পেরিয়ে যান যশস্বী। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই নজির গড়েন তরুণ বাঁ হাতি ওপেনার। ৪০তম টেস্ট ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। ছাপিয়ে যান শচীন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, বিজয় হাজারেদের। ম্যাচের ভিত্তিতে সবার আগে যশস্বী। ভারতীয় হিসেবে দ্রুততম ২০০০ রানে পৌঁছনোর রেকর্ড তাঁর নামে। মাত্র ২১তম টেস্টে এই নজির গড়েন। ছাপিয়ে যান সুনীল গাভাসকরকে। ২৩ টেস্টে এই রেকর্ড ছিল কিংবদন্তির।
