রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২০ জানুয়ারী ২০২৪ ০৮ : ০৭Sumit Chakraborty
তীর্থঙ্কর দাস: সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তব জীবনের এই গল্প। ১৩ বছর বয়সে বিহারে পাচার হয়ে গিয়েছিলেন লক্ষীকান্তপুরের মধুবনী জতুয়া(নাম পরিবর্তিত)। মধুবনীর বয়স এখন ১৭। সকল বাধা অতিক্রম করে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে এই যুবতী। বাংলার ছেলে মেয়েদের ভিন রাজ্যের পাচার হয়ে যাওয়ার খবর প্রতিনিয়ত আমাদের কানে আসে। নাবালক - নাবলিকদের কিভাবে পাচার করা হয় এবং পাচার করার সময় ঠিক তাদের মনে কি চলে সেই খোঁজ নিতেই আজকাল ডট ইন পৌঁছে গেল লক্ষীকান্তপুরে।
মধুবনী জতুয়ার বাবা দিনমজুর । আর্থিক অনটনের শিকার পরিবার। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মধুবনী বিভিন্ন জায়গায় নাচ এবং আঁকা প্রতিযোগিতায় নাম দিত ছোট থেকেই এই ভেবে যে একদিন সে নামকরা শিল্পী হয়ে উঠবে। এরই মধ্যে তাঁরই পূর্ব পরিচিত এক দিদি মধুবনীকে বলেন যে তাঁর কাছে সুযোগ আছে কিন্তু তাঁর জন্য কলকাতা যেতে হবে মধুবনীকে। ১৩ বছরের নাবালিকা মধুবনী টের পায়নি যে সবটাই তাঁকে পাচার করার পরিকল্পনা। পরিবারের পাশে দাঁড়াবে ভেবে মধুবনি কলকাতা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বাড়ির লোককে না জানিয়েই সে পাড়ি দিয়ে দেয় বাসে। সঙ্গে ছিল সেই দিদি। রাতের অন্ধকারে কলকাতার নাম করে মধুবনিকে নিয়ে যাওয়া হয় বিহারের এক গ্রামে। আজকাল ডট ইনকে, মধুবনী জানালেন যে তাঁকে বাস থেকে নামিয়ে কালো কাচের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করলেই তাকে উত্তর দেওয়া হয় যে কলকাতায় যাওয়া হচ্ছে। পরের দিন সকালে চোখ খুলতেই মধুবনী নিজেকে একটি বদ্ধ ঘরের মধ্যে দেখতে পায়। তারই মতন একাধিক নাবালিকা ছিল সেখানে, এমনটাই জানায় মধুবনী। বিহারের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ১৮ ঘন্টা এই নাবালিকাদের নাচ করানো হত। এদেরই মধ্যে কিছু জনকে যৌনকর্মী হওয়ার কথা বলা হত। রাজি না হলে নেপালে পাচার করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত।
বেধড়ক মারধর করা হতো প্রত্যেককে, সময় মতন খাবার মিলত না, দেওয়া হতো একাধিক ইনজেকশনের মাধ্যমে ড্রাগস। মধুবনীর মতন এক নাবালিকা তাঁর ফোন থেকে এক বন্ধুকে ফোন করে। বিষয়টি বন্ধুকে জানানোর পর পুলিশ এবং সিআইডির কাছে খবর পৌঁছয়। ২৫ ডিসেম্বর ২০২০ সালে মধ্যরাতে পুলিশ এবং সিআইডির যৌথ অভিযানে সকলকে উদ্ধার করা হয়।
পেরিয়েছে চার বছর। সমাজ এদেরকে মেনে নেয়নি এখনও। পাচা্রের শিকার হয়ে সমাজে ফিরে আসা প্রত্যেকের হাত ধরে তৈরি দিল্লির সংস্থা "ইলফত"। ভারতের প্রথম প্যান-ন্যাশনাল সারভাইভার ফোরাম "ইলফত"। বর্তমানে ৭ টি রাজ্যে ১২ টি শাখা আছে এই সংস্থার। ৪০০০-এর বেশি সদস্য রয়েছে যারা পাচার হয়ে আবার সমাজে ফিরে এসেছে।১৭ বছর বয়সী মধুবনী একাধিক বাধা অতিক্রম করে মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সে চাইছে যে আগামীতে পাচার হয়ে যাওয়া নারীদের এবং পুরুষদের পাশে দাঁড়াবে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?