বুধবার ২৯ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ২৭ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৫Rahul Majumder
পাঁচ দশক পর এবার ফের একবার বড়পর্দায় পা রাখতে চলেছেন ‘অরণ্যের দিনরাত্রি’! ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘প্রিয়া’তে ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে। আগামী ৭ নভেম্বর ফের মুক্তি পাবে সত্যজিৎ রায় পরিচালিত এই বিখ্যাত ছবি। প্রদর্শিত হবে চলতি বছর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও। তার পরের এক সপ্তাহ জুড়ে সারা বাংলা সহ গোটা দেশজুড়ে প্রদর্শিত হবে ‘নায়ক’। অবশ্যই নির্বাচিত সব প্রেক্ষাগৃহে। বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল এবং শর্মিলা ঠাকুর। ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। দশকে মুক্তি পাওয়ার পর এই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জনতামহলে। সমালোচকরাও অকুন্ঠ প্রশংসায় কানায় কানায় ভরিয়ে দিয়েছিল এই ছবির সমালোচনার পাত্র। পাঁচ দশক পেরিয়ে এবার ফের একবার বড়পর্দায় পা রাখতে চলেছেন নায়ক! ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি রাজ্যের প্রেক্ষাগৃহে ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে।

প্রায় ৫৫ বছর আগে সত্যজিতের তৈরি এই ছবির ৪কে রিস্টোরড সংস্করণ এ বছর মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব-এ প্রথমবার প্রদর্শিত হয়েছিল। আর এবার, ভারতীয় দর্শকদের জন্য আসছে সেই সংস্করণ। আগামী ৭ নভেম্বর থেকে দেশজুড়ে নির্বাচিত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। এই খবর নিশ্চিত করেছেন দক্ষিণ কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘প্রিয়া’-র কর্ণধার অরিজিৎ দত্ত। জানিয়ে রাখা ভাল, তাঁর বাবা-মা যৌথভাবে ছিলেন অরণ্যের দিনরাত্রি ছবির প্রযোজক।

অরিজিৎ দত্ত নিজের ফেসবুক পোস্টে লেখেন, “অবশ্যই বড়পর্দায় ফের দেখা উচিত এই ছবি... ৭ নভেম্বর থেকে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি... আর হ্যাঁ, সারা দেশ জুড়েই মুক্তি পাবে এই ছবি, তবে হ্যাঁ নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে।” স্বভাবতই অরিজিৎ দত্তের এই ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। আজকাল ডট ইন-কে এ ব্যাপারে অরিজিৎ জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রদর্শিত হবে, সেইজন্য তাঁদের তরফে শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন। তার আগের দিন প্রিয়া-তে এই ছবির মুক্তি। এখানেও তাঁর আসার কথা।” কথাশেষে তাঁর সংযোজন, “দর্শক যদি এই ছবিকে ভালবাসায় ভরিয়ে দেন, তাহলে এক সপ্তাহ কেন, দু-তিন সপ্তাহ চলবে। আমি তো বলব, তার বেশি প্রয়োজন হলেও চলবে। দেখা যাক!”
সত্যজিৎ-পুত্র তথা জনপ্রিয় পরিচালক সন্দীপ রায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাবার পরিচালিত ছবির তালিকায় এই ছবিটি তাঁর সবথেকে প্রিয়। কেন? জবাবে সন্দীপ বলেছিলেন, “অনেক তারকার সমাবেশ এই ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল, রবি ঘোষ, শমিত ভঞ্জ-সহ সেই সময়ের প্রথম সারির তারকা অভিনেতারা কাজ করেছেন। ছবি জুড়ে বাবার সূক্ষ্ম মনস্তত্বের পরিচয়, যা কখনও উচ্চকিত ভাবে ছবির মূল সুরকে ছাপিয়ে যায়নি।" সন্দীপ তাই ‘অরণ্যের দিনরাত্রি’কে তাঁর বাবার অন্যতম শ্রেষ্ঠ চিত্রনাট্য বলে দাবি করেছেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পেয়েছিল ১৯৭০ সালে। ছবিটি চার শহুরে যুবকের গল্প যারা কলকাতার কোলাহল থেকে পালিয়ে এক অরণ্যে বেড়াতে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জা ও রবি ঘোষ ছিলেন সেই চার বন্ধুর ভূমিকায়। তাঁদের জীবনে আসে একাধিক নারী চরিত্র -শর্মিলা ঠাকুর, কবেরী বোস এবং সিমি গারেওয়াল। যারা এই চারজনের জীবনের গোপন দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা এবং সম্পর্কের সূক্ষ্ম স্রোতকে উন্মোচন করে।
ছবিটি শুধুমাত্র বন্ধুত্ব বা প্রেম নয়, শহুরে মানসিকতার গভীর অন্তর্দ্বন্দ্ব, একাকিত্ব এবং আত্মঅন্বেষণের গল্প। অরণ্যের দিনরাত্রি ছিল এক অর্থে সত্যজিৎ রায়ের সবচেয়ে আধুনিক মননের সিনেমাগুলির একটি, যেখানে নাগরিক জীবনের ক্লান্তি ও প্রকৃতির নীরবতার সংঘর্ষ ফুটে উঠেছিল নিপুণভাবে।
১৯৭০ সালে ছবিটি ২০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছিল। তার কয়েক দশক পর, ২০০৩ সালে পরিচালক গৌতম ঘোষ তৈরি করেন এর সিক্যুয়েল আবার অরণ্যে, যেখানে আগের চার বন্ধুদের জীবনের নতুন অধ্যায় ধরা পড়ে।
এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর বিশেষ প্রদর্শনীতে যখন ছবিটি ৪কে ফরম্যাটে পুনরায় দেখানো হয়, উপস্থিত ছিলেন ছবির দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং সিমি গারেওয়াল। তাঁদের সঙ্গে ছিলেন খ্যাতনামা হলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসন, যিনি নিজেও সত্যজিৎ রায়ের সিনেমা-শৈলীতে গভীরভাবে অনুপ্রাণিত। উপস্থিত ছিলেন পূর্ণিমা দত্ত , অরণ্যের দিনরাত্রি ছবির প্রযোজক সংস্থার প্রতিনিধি হিসেবেও।
কান-এর পর ছবিটি প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ, যেখানে উত্তর মার্কিনি দর্শকেরাও সাদরে গ্রহণ করেন রায়ের এই ক্লাসিককে।এবার ৭ নভেম্বর থেকে দেশের নির্বাচিত সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই নতুন সংস্করণ। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে-সহ একাধিক শহরে ছবিটি প্রদর্শিত হবে। চলচ্চিত্র মহলে মত, এটি শুধু একটি পুনরায় মুক্তি নয়, বরং “রায়ের এক চিরন্তন কাজের পুনর্জন্ম”।
ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞদের মতে, এই ৪কে রিস্টোরেশনে ছবির প্রতিটি ফ্রেম নতুন দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে। কালো-সাদা রঙের গভীরতা, আলোছায়ার খেলা, আর অরণ্যের নিস্তব্ধতা -এক কথায়, সব কিছু যেন আরও একবার নতুন প্রজন্মের চোখে জীবন্ত হয়ে উঠবে।
যেভাবে কান থেকে টরন্টো, আর এখন ভারতজুড়ে এই সিনেমার যাত্রা যেন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে সময় অতিক্রম করা এক শিল্পীর অমর সৃষ্টির। ‘অরণ্যের দিনরাত্রি’ শুধুমাত্র সত্যজিৎ রায়ের ছবিই নয়, এটি এক যুগের অনুভূতি, যা আজও মন ছুঁয়ে যায়, সময়কে থমকে দেয়, আর প্রকৃতির বুকে ফিরিয়ে দেয় মানুষকে নিজের কাছে।
নানান খবর
অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পিছনে শ্রুতি দাস, কোন নতুন দায়িত্বে ধরা দেবেন অভিনেত্রী?
বলিউডে অজস্র অবদান! সতীশকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদানের আবেদন জানিয়ে মোদিকে চিঠি
'আমার যৌনতা নিয়ে মজা, আর সলমন স্যার...'ঘরছাড়া হতেই 'বিগ বস' নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাসির আলি
কিডনি ফেলিওর নয়, সতীশ শাহের মৃত্যুর আসল কারণ কী? অবশেষে প্রকাশ্যে আনলেন 'সারাভাই বনাম সারাভাই'-র সহঅভিনেতা
চলতি বছরে কবে মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’? অভিনব কায়দায় ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী!
উদ্বোধনী মঞ্চে শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি, থাকতে পারেন শর্মিলাও! ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চমকে আর কী কী?
'তখন সময়টা উত্তপ্ত ছিল, তাই সমাজমাধ্যমে মন্তব্য করেছিলাম...' সাক্ষাৎকারে বলা সোহিনীর কথার কী জবাব দিলেন কুণাল ঘোষ?
হাতের মুঠোয় সুযোগ থাকলেও বলিউডে আসতে চান না অমিতাভের নাতনি! নিজের সিদ্ধান্তের আসল কারণ খোলসা করলেন নব্যা
কীভাবে সেজে উঠছে 'রূপমতী'র চরিত্ররা? রূপকথার গল্পের চমক হিসেবে কোন 'ট্রিক' ফলো করছেন ডিজাইনার ও রূপটান শিল্পীরা?
তেজাব-এ অনিল কাপুর নন, তিনি-ই ছিলেন প্রথম পছন্দ! কার 'উস্কানি'তে সরতে হল তাঁকে? মাধুরীকে সাক্ষী টেনে বিস্ফোরক আদিত্য পাঞ্চোলি!
‘শ্রীরামকৃষ্ণ’র চরিত্র জাতীয় পুরস্কার দিয়েছিল মিঠুনকে, সৃজিতের ছবিতে ‘পরমহংস’ হওয়ার সময় মিঠুন-তুলনা মাথায় এসেছিল? চাঁচাছোলা জবাব পার্থর!
মাত্র ২৫ বছরেই শেষ প্রাণ! কেন আত্মহত্যার পথ বেছে নিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা?
‘চূড়ান্ত অপমানিত’ দেবশ্রী রায়! পোষ্য কুকুরকে ঘোরানো নিয়ে সমস্যার সমাধান করতে গিয়ে কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?
‘উর্বশীর মতো মিথ্যে বলি না আমি’ ভরা অনুষ্ঠানে অভিনেত্রীকে বেনজির তোপ রাখি সাওয়ান্তের! ব্যাপারটা কী?
‘সীতা’রূপী রূপাঞ্জনাকে এইসব করতে বলা হত! ‘হেনস্থা’কারী পরিচালককে তোপ, পাশাপাশি ধারাবাহিকের শুটিং পরিবেশ নিয়েও বিস্ফোরক অভিনেত্রী
বয়স ধরে রেখেছেন হাতের মুঠোয়! ৫০-এও কীভাবে ২৫-এর মতো ফিট শিল্পা, রইল নায়িকার ‘সিক্রেট’
দেশ থেকে বহু দূরে শীতের শহরে প্রেমে ভেজা হৃতিক–সাবা! রোম্যান্টিক ছবির সঙ্গে যৌথভাবে কী ঘোষণা করলেন দু’জনে?
ঝুঁকি নাকি পুরস্কার? তেজস্বী যাদবের অ্যাসিড টেস্ট
জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন এই ভারতীয় অলরাউন্ডার, কোন পজিশনে খেলবেন তাও নাকি ঠিক করে ফেলেছেন
এক হাতে ছুরি, অন্য হাতে ফুল! মোদিকে নিয়ে এবার কী বললেন ট্রাম্প জানুন
পোড়া পোড়া গন্ধ কেন! নিমেষের মধ্যে যাত্রীদের নামালেন বাস চালক, তাঁর বুদ্ধিতেই আগুন থেকে বাঁচলেন সকলে
প্রকৃতির কাছেই হার মানল দিল্লি সরকার, কেন হল না ‘কৃত্রিম বৃষ্টি’
ফের দুর্ঘটনা জগদ্ধাত্রী পুজোয়, মণ্ডপের সামনেই দর্শনার্থীকে ধাক্কা লরির, রক্তে ভেসে গেল রাস্তা, তারপর?
নিয়ন্ত্রণরেখা নিয়ে বৈঠকে ভারত এবং চীন, ইতবাচক আলোচনার পর শান্তি বজায় রাখতে আগ্রহী দু’পক্ষই
ক্যানবেরায় বৃষ্টির ভ্রুকুটি, পুরো ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা
পাক ক্রিকেটে ফের বিতর্ক, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই তো করলেনই না, উল্টে শর্ত চাপালেন রিজওয়ান
বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই সর্বনাশ! গভীর রাতে তরুণীকে ধর্ষণ বাইক চালকের, এরপর বাড়িও পৌঁছে দেয়
পিচ নিয়ে ভাবছেন না সূর্যরা, বুমরা ফিরলেও প্রথম একাদশ নিয়ে থাকছে ধোঁয়াশা
‘মান্থা’র দাপটে ফুঁসছে দিঘা এবং মন্দারমণির সমুদ্র, উপকূল জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
'পাকা ধানে মই', ঘূর্ণিঝড় মান্থার জেরে ভারী বৃষ্টি বাংলায়, বিপুল পরিমাণ ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের
১৫ তরুণীর নগ্ন ছবি হার্ড ডিস্কে! 'আমার ছবিও ছড়িয়ে দেবে না তো?', আতঙ্কে লিভ ইন সঙ্গীকে শেষ করলেন তরুণী
১১টি সরকারি কলেজে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ পদক্ষেপ, বিরাট ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
কোথাও ধস, কোথাও গাছ উপড়ে প্রাণহানি, ১১০ কিমি বেগে ঝড়ের দাপটে তছনছ অন্ধ্রপ্রদেশ, আজও বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
রোদ উধাও, ঝমঝমিয়ে বৃষ্টি বাংলায়, আজ ৪ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, কতদিন চলবে ভোগান্তি?
প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতা খুন মধ্যপ্রদেশে, ছেলের অপরাধ জেনে নিজেকে শেষ করে দিলেন বাবা
‘পাকিস্তানে সন্ত্রাস ছড়াতে নয়াদিল্লির পুতুল হয়ে কাজ করছে কাবুল’, শান্তি বৈঠক ভেস্তে যেতেই হাওয়ায় কথা ছুঁড়ছেন খোয়াজা আসিফ
মাঠের বাইরের ঘটনায় খবরে ইয়ামাল, শাকিরা-পিকের বাড়ি কিনবেন বার্সা তারকা
হারানো সম্ভব অস্ট্রেলিয়াকেও, ভারতকে নিয়ে ভয় রয়েছে ওদেরও, অজিদের সতর্ক করলেন মিতালী
এল ক্লাসিকো জিতে রিয়াল শিবিরে অসন্তোষ, দল ছাড়ার ইঙ্গিত ভিনির