আজকাল ওয়েবডেস্ক: একদিনের সিরিজ খোয়াতে হয়েছে। এবার শুরু হচ্ছে টি–টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপ জয়ীরা কিন্তু সিরিজ জয় ছাড়া কিছু ভাবছেন না।
 
 পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে টিম ইন্ডিয়া। এই সিরিজ থেকেই বিশ্ব খেতাব ধরে রাখার জন্য পরীক্ষা–নিরীক্ষা শুরু করে দেবেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের জয় এখন অতীত। নতুন করে শুরু করতে চাইছেন তিনি। ২০২৫ সালে এই প্রথম বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট এবং একদিনের সিরিজ হারতে হয়েছে। তাই বুধবার থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজ আলাদা গুরুত্ব সূর্যদের কাছে।
আরও পড়ুন: মাঠের বাইরের ঘটনায় খবরে ইয়ামাল, শাকিরা-পিকের বাড়ি কিনবেন বার্সা তারকা
 
 ওয়ানডেতে না থাকলেও টি–টোয়েন্টি সিরিজে ফিরছেন জসপ্রীত বুমরা। ভারতীয় বোলিংয়ের অন্যতম বড় শক্তি। ক্যানবেরার পিচ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন সূর্যরা। পরিস্থিতি বুঝে প্রথম একাদশ বেছে নেওয়া হবে। তবে অস্ট্রেলিয়াকে স্পিনে ঘায়েল করতে চাইছেন গম্ভীররা। কুলদীপ না থাকলেও বরুণ থাকবেন প্রথম একাদশে। তবে প্রশ্ন অন্য জায়গায়। অর্শদীপ সিং কি খেলবেন? না প্রিয় হর্ষিত রানাকেই খেলাবেন গম্ভীর? অস্ট্রেলিয়ার পিচ তো আর দুবাইয়ের মতো নয়। এশিয়া কাপে দুবাইয়ে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াতেও কি সেটাই দেখা যাবে? না তিন পেসার খেলাবে ভারত? সূর্য জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পিচেও তো তিন স্পিনার খেলিয়েছিলেন তাঁরা। তাহলে অস্ট্রেলিয়ায় কেন পেসারদের দিকে ঝুঁকবেন?
 
 যা শোনা যাচ্ছে তাতে ভারতের প্রথম একাদশ এরকম হতে পারে: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী। অর্থাৎ তিন স্পিনারে যেতে পারে ভারত। কুলদীপকে প্রথম এগারোয় না রাখার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: হারানো সম্ভব অস্ট্রেলিয়াকেও, ভারতকে নিয়ে ভয় রয়েছে ওদেরও, অজিদের সতর্ক করলেন মিতালী...
 
 অধিনায়ক সূর্য বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ বেছে নেওয়া হয়। এটাই স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমরা একজন জোরে বোলার, একজন অলরাউন্ডার এবং তিনজন স্পিনার নিয়ে দল সাজিয়েছিলাম। কোথায় খেলা হচ্ছে, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করাই আমাদের মূল লক্ষ্য।’ 
