আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের বল গড়ানোর আগে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মিতালী রাজ মনে করেন, ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দ্বিধা দ্বন্দ্বে ছিল অস্ট্রেলিয়া। 

আয়োজক দেশ হিসেবে ভারতের উপরে চাপ রয়েছে। রয়েছে প্রত্যাশার পাহাড়। অজিদের হারিয়ে ফাইনালে যাওয়া নিয়ে তাই তৈরি হয়েছে ভারতের উপরে অত্যাবশ্যক চাপ। 

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত আধিপত্য নিয়ে খেলেছে বিশ্বকাপে। এখনও পর্যন্ত অজিরা অপরাজিত রয়েছে। মিতালী মনে করেন, ভারতকে অস্বস্তিতে ফেলতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: 'চাপে থাকবে গিল,' টি-২০ সিরিজের আগে সতর্কবার্তা প্রাক্তন তারকার

শেষ চারের লড়াইয়ের আগে মিতালী বলেন, ''নকআউট ম্যাচের ক্ষেত্রে অস্ট্রেলিয়ারও কিছু দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে। বিশেষ করে যদি তারা ভারতের মুখোমুখি হয়। এখন বিশ্বাস বাড়ছে যে অস্ট্রেলিয়ান দলকে হারানো সম্ভব। তাদের গভীর ব্যাটিং লাইনআপ, শক্তিশালী বোলিং আক্রমণ এবং প্রথম একাদশে গুণসম্পন্ন অলরাউন্ডারের সংখ্যাধিক্য। এই বছর তারা যে পরিমাণ ম্যাচ জিতেছে, তাদের খেলোয়াড়রা যে ফর্মে আছে এবং দল যেভাবে গতি তৈরি করেছে, তা দেখে ভারতীয় দল সত্যিই এটি বিশ্বাস করে বলে মনে হচ্ছে।''

অজিদের সমস্যায় ফেলতে হলে মিতালী মনে করেন, শুরুতেই উইকেট তুলতে হবে। ওপেনিং জুটির উপরে নির্ভরশীল অস্ট্রেলিয়া। ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার বলেন, ''অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ১০ ওভারে দ্রুত সাফল্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ডের শুরুর উপর অনেক বেশি নির্ভর করে। গত কয়েকটি খেলার দিকে তাকালে দেখা যায়, এলিস পেরিও রানের মধ্যে ছিল না।  যার ফলে ভারতের মনে আশা জাগায়। যদি বোলাররা মাঝের ওভারগুলিতে চাপ বজায় রাখতে পারে, তাহলে রান কমানো সম্ভব। কিন্তু অস্ট্রেলিয়া যদি জুটি তৈরি করে, তাহলে সমস্যা শুরু হবে। ধারাবাহিকভাবে জুটি ভাঙতে পারবে যারা, তাদের উপরই নির্ভর করতে হবে ভারতকে।'' 

সেমিফাইনালে ভারতের রণনীতি কি হওয়া উচিৎ? প্রাক্তন ভারত অধিনায়ক জানান, এই ধরনের চাপের ম্যাচে প্রথমে ব্যাট করে বোর্ডে রান তোলা উচিত। তার পরে চাপ বাড়ানো দরকার অস্ট্রেলিয়ার উপরে।  

এদিকে, বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন ভারতীয় দলের সহ–অধিনায়ক। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। রীতিমতো আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করছেন। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। সাতটি ম্যাচে মান্ধানা করেছেন ৩৬৫ রান। গড় ৬০.৮৩। এই পারফরম্যান্সের জোরে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন মান্ধানা। শুধু তাই নয়, তালিকায় প্রথমেই রয়েছে তাঁর নাম।

আরও পড়ুন: বাম্বোলিমে 'মান্থা' হয়ে আছড়ে পড়লেন বিপিন, সুপার কাপে টিকে রইল ইস্টবেঙ্গল ...