আজকাল ওয়েবডেস্ক:‌ ক্যানবেরায় বৃষ্টির ভ্রুকুটি। বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–অস্ট্রেলিয়া টি–২০ সিরিজ। প্রথম ম্যাচ ক্যানবেরায়। এর আগে হওয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে। 


এটা ঘটনা, পরের বছরের বিশ্বকাপের আগে ১৫টি ম্যাচ রয়েছে ভারতের হাতে। তার প্রথমটি শুরু হচ্ছে বুধবার। এরপর দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। অর্থাৎ সূর্যকুমার যাদবের দলের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।


ক্যানবেরায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাবে। যে সময়ে ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৩ থেকে ২৫ শতাংশ। আরও রাত হলে তা নেমে আসবে সাত শতাংশে। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ।

 

আরও পড়ুন:‌ পাক ক্রিকেটে ফের বিতর্ক, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই তো করলেনই না, উল্টে শর্ত চাপালেন রিজওয়ান


তবে বৃষ্টি না হলেও ভারতীয় দলকে সামলাতে হবে ঠান্ডা। দু’দিন আগেই আট ডিগ্রিতে অনুশীলন করতে হয়েছিল দলকে। বুধবার ম্যাচের দিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আট ডিগ্রি বা তারও কম থাকতে পারে তাপমাত্রা। এই তাপমাত্রায় খেলতে অভ্যস্ত নন ভারতীয় ক্রিকেটাররা। ফলে একটু হলেও কঠিন পরিবেশ থাকবে তাঁদের সামনে।


এটা ঘটনা, বৃষ্টির জন্য ম্যাচ একাধিকবার বন্ধ হলেও বাতিল হওয়ার সম্ভাবনা হয়ত নেই। কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ডিএলএসের মাধ্যমে ফয়সালা হওয়ার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 


তবে ক্যানবেরার উইকেট কিন্তু ব্যাটারদের জন্য স্বর্গ। অবশ্য পেসাররা ক্যানবেরার ২২ গজ থেকে বাউন্সও আদায় করতে পারেন। তাছাড়াও এই মাঠের আউটফিল্ডও দ্রুত। 


ক্যানবেরায় প্রথম ইনিংসের গড় রান ১৫০। দ্বিতীয় ইনিংসে গড় রান ১২৬। এখানে প্রথম ব্যাটিং করা দল ১০ বার জিতেছে। রান তাড়া করতে নেমে ৯ বার জয়ী হয়েছে দল। অর্থাৎ টস এখানে বড় ফ্যাক্টর হবে না। অন্যদিকে, দুই দলই শেষ দশটি টি–টোয়েন্টির মধ্যে আটটি জিতেছে। তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষা।