শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Pallabi Ghosh | ০৯ জানুয়ারী ২০২৪ ১১ : ৪৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিনের বেলায় জেসিবি মেশিন লাগিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলোতে।
বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়িয়ে পড়ল মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে "বেআইনিভাবে" মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল গেটের কাছ থেকে তিনটি মাটি ভর্তি ট্রাক্টর আটক করে। আটক করা হয়েছে তিন ট্রাক্টর চালকেও।
স্থানীয় সূত্রে সাথে জানা গেছে- গত বেশ কয়েকদিন ধরে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল পঞ্চায়েত অফিসের পেছনে রেল লাইনের ধার থেকে জেসিবি মেশিন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে ব্লকের বিভিন্ন ইটভাটাগুলোতে।
নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান রেজাউল হোসেন বলেন, "প্রকাশ্য দিনেরবেলাতে আমাদের দলের সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল জেসিবি মেশিন ব্যবহার করে রেললাইনের ধার থেকে বিঘের পর বিঘা জমির মাটি কেটে নিচ্ছেন। ডালিমের দলবলের ভয়ে ইতিমধ্যে বহু লোক তাঁকেই নিজেদের জমি বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর সেই জমি থেকে ডালিম অবাধে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে।"
পঞ্চায়েত প্রধান বলেন, "ডালিম শেখ নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর এলাকার বাসিন্দা। কিন্তু তিনি প্রায় দেড় কিলোমিটার দূরে এসে তাঁর দলবল নিয়ে মাটি কাটছেন। বেআইনিভাবে মাটি কাটার ফলে বিস্তীর্ণ অঞ্চলে ধস মানার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা সব জেনেও কিছু করতে পারছি না।"
প্রসঙ্গত, এ বছর নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে বিগত পাঁচ বছর ডালিম শেখ ফারাক্কা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ছিলেন। এর পাশাপাশি এই মুহূর্তে তিনি ফারাক্কা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন। দলের এক শীর্ষ নেতার নাম বেআইনিভাবে মাটি কাটার সাথে জড়িয়ে যাওয়াতে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস।
অভিযুক্ত তৃণমূল নেতা ডালিম শেখের সাথে যোগাযোগ নিয়ে তিনি বলেন, "এই বিষয়ে যা বলার আমি দলীয় নেতৃত্বকেই বলব।"
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "গোটা ঘটনার খবর আমি শুনেছি। ওই এলাকাতে ঠিক কী হয়েছে আমি খোঁজ নিয়ে দেখছি।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



01 24