রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ০২Rajit Das
অতীশ সেন: বৃহস্পতিবার সারদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে কাটিকে বিকেলে আবারও জঙ্গলে ফিরল দুই দাঁতাল হাতি। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দাঁতাল ফালাকাটা শহররের পাশাপাশি শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো। এর আগেও নানা সময়ে ফালাকাটা শহরে হাতি ঢুকেছিল, তবে তার বেশিরভাগ ঘটনাই ছিল রাতের বেলার। বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ফুটেজে রাতে শহরে হাতির ঢুকে পড়ার ছবি দেখা গিয়েছিল। তবে এবার দু'টি হাতি যেভাবে সারাদিন শহরে চষে বেড়ালো তাতে শহরবাসীর কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে।
জানা গিয়েছে বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির একটি দল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে চলে আসে। এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান এখন কাটা হয়ে গিয়েছে। ফলে সেখানে কোনও খাবার না পেয়ে হাতির দলটি মেজবিল গ্রামে ঢুকে পড়ে রণজিৎ মণ্ডল নামে এক সবজি চাষির ক্ষেতে হামলা চালায়। এর পর গুদামটারি এলাকা হয়ে ঢুকে পড়ে শহরে। ফালাকাটা গার্লস হাইস্কুলের দেওয়াল ভাঙার পাশাপাশি শহরের ভেতর দিয়ে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন জায়গার লোহার রেলিং ভেঙে ফেলে দুই হাতি। সকালে মানুষের তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লির ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়েছিল হাতি দু'টি।
ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা শহরে পৌঁছে হাতি দু'টিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা শুরু করে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কাসোয়ান ঘটনাস্থলে চলে আসেন। ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়।
বন্য হাতি দু'টিকে বাগে আনতে দু'টি কুনকি হাতিও নিয়ে আসা হয়। ১৬৩ ধারা জারি করে রাস্তা দিয়ে বাইরের লোকদের শহরে ঢোকার উপর এ দিন নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বেশিরভাগ স্কুলেই এ দিন পড়ুয়ার সংখ্যা ছিল হাতেগোনা। সুভাষপল্লী-সহ শহরের একটা বড় এলাকার মানুষ এদিন গৃহবন্দী অবস্থাতেই সারাদিন কাটালেন। বিকেল নাগাদ হাতি দু'টিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। সুভাষপল্লীর কাছেই রয়েছে রেল লাইন। কোনও রকম দূর্ঘটনা এড়াতে বনদপ্তরের অনুরোধে বিকেলে প্রায় আধ ঘন্টা ফালাকাটা-কোচবিহার রেলপথে সমস্ত রেল চলাচল বন্ধ রাখে রেল দপ্তর। বিকেলে সব ধরনের সাবধানতা অবলম্বন করে বনকর্মীরা হাতি দু'টিকে তাড়িয়ে জলদাপাড়ার জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন।
নানান খবর
নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা