শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলে নথিভুক্ত, বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলিস, প্রায় দু'সপ্তাহ মাঠের বাইরে থাপা

Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লাল হলুদ বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলিস। বৃহস্পতিবার এমনই জানান ইস্টবেঙ্গলের শীর্ষকতা দেবব্রত সরকার।সদ্য সই করা ভেনেজুয়েলান স্ট্রাইকারকে তড়িঘড়ি আইএসএলে নথিভুক্ত করানো হল। এখনও ভারতে পা রাখেননি সেলিস।‌ম্যাচের আগের দিন, অর্থাৎ শুক্রবার রাতে সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন লাল হলুদের নবাগত বিদেশি। উল্লেখ্য, এর আগে জর্ডন এলসির ক্ষেত্রে এমন হয়েছিল। তবে সেই ম্যাচ ছিল কলকাতায়। খেলার আগের রাতে শহরে পা রাখা এলসিকে পরের দিনই মাঠে নামিয়ে দেওয়া হয়। চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান অস্ট্রেলিয়ান স্টপার। লাল হলুদ জার্সিতে আর তাঁর নামাই হয়নি। চলতি আইএসএলে অ্যাওয়ে ম্যাচে সরাসরি দলের সঙ্গে যোগ দেন হেক্টর ইউস্তেও। চোটের জন্য একাধিক ফুটবলারকে পাবে না ইস্টবেঙ্গল। সল ক্রেসপো দলের অনুশীলনে যোগ দিলেও ডার্বি খেলার মতো অবস্থায় নেই। আনোয়ার অনিশ্চিত। যদিও তাঁর খেলার সম্ভাবনাই বেশি। শৌভিক চক্রবর্তী এখনও পুরো ফিট নয়। এই মরিয়া অবস্থায় নবাগত সেলিসকে ডার্বিতে নামিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সবটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং অস্কার ব্রুজোর ওপর। 

অন্যদিকে ডার্বির প্রায় ৪৮ ঘন্টা আগে খারাপ খবর সবুজ মেরুন শিবিরে। ১০-১৫ দিনের জন্য মাঠের বাইরে অনিরুদ্ধ থাপা। দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না। আগের দিন অনুশীলনে গুরুতর চোট পান বাগানের তারকা ফুটবলার। দেখে বোঝাই যায়, ডার্বিতে নেই। এদিন তাতে সিলমোহর পড়ল। তবে সবুজ মেরুন সমর্থকদের জন্য স্বস্তির খবর, চোট সারিয়ে ডার্বিতে ফিরবেন দিমিত্রি পেত্রাতোস। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার দিমি। সে যতই ফর্মে না থাকুন। চলতি আইএসএলের প্রথম ডার্বিতেও গোল আছে দিমিত্রির। শনিবার পরে নামবেন অস্ট্রেলিয়ান। ডার্বিতে প্রথম একাদশে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। হায়দরাবাদ ম্যাচে শেষ ১২ মিনিট তাঁকে নামিয়ে দেখে নেন হোসে মোলিনা। ডার্বিতে ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধবেন স্টুয়ার্ট। যা মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের খবর। প্রথম একাদশের বাকি দুই বিদেশি টম অ্যালড্রেড এবং আলবার্তো রডরিগেজ। পরে নামবেন জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। শুক্রবার সকালে যুবভারতীতে প্রাক ম্যাচ প্রস্তুতি সারবে মোহনবাগান দল। দু'দফায় গুয়াহাটি যাবে দল। ভারতীয় ফুটবলাররা দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে যাবে। কোচ সহ বিদেশিরা যাবে বিকেল ৪.১০ মিনিটের বিমানে। সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করে শুক্রবার বিকেলের বিমানে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ইস্টবেঙ্গল দল। 


#Kolkata Derby#East Bengal#Mohun Bagan#ISL Derby#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...

দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...

পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...

নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...

'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...



সোশ্যাল মিডিয়া



01 25