আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক ভাঙনের জল্পনা নিয়ে মুখ খুললেন তিনি। গত কয়েক মাস ধরেই চাহাল ও ধনশ্রীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। তাঁদের দু'জনের সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং ইঙ্গিতপূর্ণ বার্তা আরও বাড়িয়ে তুলেছিল সেই জল্পনাকে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে চাহাল তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আপনাদের সমর্থন এবং বিশ্বাস আমাকে সব সময় অনুপ্রাণিত করে। তবে ভিত্তিহীন জল্পনা ছড়াবেন না।পরিবার আমার কাছে সব সময় প্রথম। আমার লক্ষ্য আমার দেশ এবং দলের হয়ে আরও ভাল পারফরম্যান্স করা'।
কিছুদিন আগে সূত্র মারফত জানা যা যে চাহাল এবং ধনশ্রী আলাদা থাকছেন। চাহালের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে ফেলার বিষয়টি জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। সেই সময় চাহাল সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং ভক্তদের অনুরোধ করেন গুজব না ছড়ানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন তারকা দম্পতি। এর আগে শনিবার ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করেন চাহাল। সেখানে লেখেন, 'পরিশ্রমই মানুষের চরিত্রের পরিচয়। আমরা নিজেদের যাত্রা সম্বন্ধে অবগত। আমরা আমাদের যন্ত্রণা জানি।
আমরা জানি এখানে পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হয়েছে। সারা বিশ্ব জানে। আমরা বাবা, মাকে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছি। তাই সর্বদা একজন গর্বিত ছেলের মতো মাথা উঁচু করে বাঁচো।' লকডাউনের সময় চাহাল এবং ধনশ্রীর আলাপ। ২০২০ সালে গুরগাঁওতে একটি প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে সারেন। কয়েকদিন আগে চাহালের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করেন ধনশ্রী। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সম্প্রতি দু'জনেই একে অপরকে আনফলো করে বিচ্ছেদের ইঙ্গিত দেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল চাহাল-ধনশ্রী জুটি।
