আজকাল ওয়েবডেস্ক: আজকাল নারী, পুরুষ নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষই চুলের সমস্যায় ভুক্তভোগী। কেউ ভুগছেন চুল পড়ার সমস্যায়, কারওর অকালে ধরছে পাক, আবার রুক্ষ-শুষ্ক চুল সহ একাধিক সমস্যায় নাজেহাল অনেকেই। যার জন্য শুধু নামীদামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায়। আমাদের হাতের কাছের এমন অনেক জিনিস রয়েছে যা সহজেই চুলের পরিচর্যায় কাজে লাগাতে পারেন। তেমনই একটি উপাদান হল পেঁয়াজের রস।
পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই উপকরণ কোলাজেন নামের প্রোটিন উৎপাদন করতে পারে। এই কোলাজেন প্রোটিন আমাদের নতুন চুল গজাতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং চুলের গঠন সার্বিকভাবে ভাল করতে সাহায্য করে। তাহলে কীভাবে পেঁয়াজ ব্যবহার করলে মিলবে উপকার, জেনে নিন-
পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে পেস্ট করে নিন। এরপর মিশিয়ে দিন দু'চামচ অলিভ অয়েল। এই মিশ্রণ মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে ধীরে ধীরে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেই বজায় থাকবে চুলের জেল্লা। একদিকে চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে। মজবুত হবে চুলের গোড়া।
পেঁয়াজ ছোট টুকরো করে ভাল করে বেটে নিন। এবার ওই মিশ্রণ থেকে রস বের করে নিন। শ্যাম্পু করার আগে এই রস স্ক্যাল্পে, চুলের গোড়ায় অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালভাবে ঘষে শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যাও দূর হবে।
দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে দিন। এবার স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগালে হাতেনাতে ফল পাবেন।
ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা সাধারণ সরষের তেলের মধ্যে পেঁয়াজের রস মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ওই তেল দিয়ে মাথার তালু এবং চুলে ম্যাসাজ করুন। চুলের যাবতীয় সমস্যা অল্প কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে। চাইলে এই তেলের মধ্যে সামান্য মেথি, কারি পাতা, অথবা কালোজিরে দিয়েও ফুটিয়ে ব্যবহার করতে পারেন।
