বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক

RD | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের এক গরীব টোটো চালকের সততা এবং মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় এক মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না, নগদ টাকা ফিরে পেলেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে। 

মুর্শিদাবাদের সুতি থানা এলাকার শ্রীধরী গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক। সম্প্রতি শ্রেয়া পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে তাঁর মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার দুপুর নাগাদ তিনি বাসে করে সুতিতে ফিরে আসেন। এরপর পরিবারের অন্য়ান্যদেরসঙ্গে একটি টোটো ভাড়া করে ফেরেন বাড়িতে। এরপরই তাঁর মাথায় বজ্রাঘাত। 

শ্রেয়া বলেন, "আমার সঙ্গে প্রচুর ব্যাগপত্র ছিল। সেগুলোই টোটো থেকে নামাচ্ছিলাম। তখনই অসাবধানতাবশত গয়েনা ও টাকার ব্য়গটা টোটোতেই থেকে যায়।' ঘরে ঢোকার পর শ্রেয়া এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারেন টোটোতে যে ব্যাগটি থেকে গেছে সেটাতেই প্রায় ৫ ভরি সোনা ও রুপোর গয়না এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা রয়েছে। কিন্তু ততক্ষনে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো চালক এলাকা ছেড়েছেন। 

এরপরই শ্রেয়া ও তাঁর পরিবারের লোকেরা সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউস-এর অফিসারদের শরণাপন্ন হন। শ্রেয়া বলেন,"আমরা যে টোটোতে করে বাড়ি ফিরেছিলাম তার চালক ঠাণ্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিলেন। ফলে আমরা তাঁকে চিনতে পারিনি। কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে।'
 
সিসিটিভি-র সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ শ্রেয়াকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই টোটো চালকের বাড়িতে পৌঁছে যায়। শ্রেয়া জানান,' বীরভূমের ওই দরিদ্র টোটো চালক আমাদেরকে তাঁর বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সব সোনার গয়না এবং টাকা অটুট ছিল। '

টোটো চালক কুরবান শেখ বলেন , "বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই একটি ব্যাগ রয়ে গিয়েছে। আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা করে দেব ভেবেছিলাম। কিন্তু তার আর প্রয়োজন হয়নি। তার আগেই ওই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে যান। প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দিতে পেরে খুব খুশি।"


#totodriver#poortotodriverreturnsbagfullofjewelryworthlakhs#birbhum# #লক্ষাধিকটাকারগয়েনাভর্তিব্য়াগফেরালেনগরিবটোটোচালক



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

সধবা পাচ্ছেন 'বিধবা' ভাতা, পুলিশে অভিযোগ দায়ের বিডিওর ...

এলাকায় একের পর এক কুকুরের মৃত্যু, নেপথ্যে কী রহস্য?...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...



সোশ্যাল মিডিয়া



01 25