সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের এক গরীব টোটো চালকের সততা এবং মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় এক মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না, নগদ টাকা ফিরে পেলেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে।
মুর্শিদাবাদের সুতি থানা এলাকার শ্রীধরী গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক। সম্প্রতি শ্রেয়া পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে তাঁর মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার দুপুর নাগাদ তিনি বাসে করে সুতিতে ফিরে আসেন। এরপর পরিবারের অন্য়ান্যদেরসঙ্গে একটি টোটো ভাড়া করে ফেরেন বাড়িতে। এরপরই তাঁর মাথায় বজ্রাঘাত।
শ্রেয়া বলেন, "আমার সঙ্গে প্রচুর ব্যাগপত্র ছিল। সেগুলোই টোটো থেকে নামাচ্ছিলাম। তখনই অসাবধানতাবশত গয়েনা ও টাকার ব্য়গটা টোটোতেই থেকে যায়।' ঘরে ঢোকার পর শ্রেয়া এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারেন টোটোতে যে ব্যাগটি থেকে গেছে সেটাতেই প্রায় ৫ ভরি সোনা ও রুপোর গয়না এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা রয়েছে। কিন্তু ততক্ষনে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো চালক এলাকা ছেড়েছেন।
এরপরই শ্রেয়া ও তাঁর পরিবারের লোকেরা সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউস-এর অফিসারদের শরণাপন্ন হন। শ্রেয়া বলেন,"আমরা যে টোটোতে করে বাড়ি ফিরেছিলাম তার চালক ঠাণ্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিলেন। ফলে আমরা তাঁকে চিনতে পারিনি। কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে।'
সিসিটিভি-র সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ শ্রেয়াকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই টোটো চালকের বাড়িতে পৌঁছে যায়। শ্রেয়া জানান,' বীরভূমের ওই দরিদ্র টোটো চালক আমাদেরকে তাঁর বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সব সোনার গয়না এবং টাকা অটুট ছিল। '
টোটো চালক কুরবান শেখ বলেন , "বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই একটি ব্যাগ রয়ে গিয়েছে। আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা করে দেব ভেবেছিলাম। কিন্তু তার আর প্রয়োজন হয়নি। তার আগেই ওই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে যান। প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দিতে পেরে খুব খুশি।"
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা