রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক

Sumit | ০৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫২Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: এবার মানুষের অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে পৌঁছে, মানুষের বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীরা কেমন আছেন, জানলেন হুগলির জেলাশাসক। মাটির দাওয়ায় বসে দীর্ঘ সময় কথা বললেন গ্রামের মানুষের সঙ্গে। গুরুত্ব দিয়ে শুনলেন সকলের অভাব অভিযোগের কথা। জানার চেষ্টা করলেন, সেখানে সরকারি সমস্ত প্রকল্প পৌঁছয় কিনা। এখনও প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত কিনা।

 

খোদ জেলাশাসক নিজেই গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সবাই দুয়ারে রেশন পাচ্ছেন কিনা। রেশনে দেওয়া খাদ্য সামগ্রীর মান কেমন, তা যাচাই করে দেখলেন জেলাশাসক নিজেই। পাশাপাশি স্কুলে পৌঁছে খতিয়ে দেখলেন পড়ুয়াদের মিড-ডে মিলের মান কেমন? সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছাতে হবে। মানুষের অভাব অভিযোগের সমাধান করতে হবে। খোঁজ নিতে হবে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমত পাচ্ছেন কিনা।

 

 বৃহস্পতিবার সকালে সেই খোঁজ নিতে পোলবা থানার অন্তর্গত একাধিক গ্রামে ঘোরেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা। এদিন জেলাশাসক ঘুরে দেখেন পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। গ্রামের মানুষের সঙ্গে মাটিতে বসে জন শুনানিতে অংশ নেন জেলাশাসক।

 

মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে জেলাশাসক এবং জেলা প্রশাসনের কর্তারা পৌঁছন উত্তর দাদপুর গ্রামে। সেখানে মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাদের সরকারি প্রকল্পের সুবিধে পাওয়া, না পাওয়ার বিষয়ে। এদিন জেলাশাসকের কাছে পানীয় জল, রাস্তা, আবাসের ঘর সহ নানা বিষয় নিয়ে তাদের সমস্যার কথা বলেন গ্রামবাসীরা।

 

ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের। সেই কাজ কেমন চলছে তাও ঘুরে দেখেন জেলাশাসক। স্কুলে গিয়ে খোঁজ নেন বাচ্চারা স্কুলে আসছে কিনা। খতিয়ে দেখেন পড়ুয়াদের মিড-ডে মিল কেমন চলছে। মিড-ডে মিলের মান কেমন ইত্যাদি। এদিন দুয়ারে জেলাশাসক প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা গ্রামে গ্রামে যাচ্ছেন। সেখানে মানুষের অভাব অভিযোগ শুনছেন। অনেক উন্নয়নের কাজ হয়েছে। তবে আরও কিছু বাকি আছে। কি কি কাজ এখনও করতে হবে, তার খতিয়ান তৈরি করা হচ্ছে। সেগুলি করার দিকে জোর দেওয়া হচ্ছে।
পোলবা দাদপুর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিং হবে।  সেগুলি  নিয়ে আলোচনা হবে আগামী কয়েকদিনের মধ্যে।

 


District CollectorHooghly remote villages

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া