রবিবার ২৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Bengaluru wins and placed in the semifinal of ISL

খেলা | আইএসএলে পাঁচতারা পারফরম্যান্স বেঙ্গালুরুর, মুম্বইকে উড়িয়ে দিয়ে শেষ চারে সুনীলদের সামনে গোয়া

KM | ২৯ মার্চ ২০২৫ ২৩ : ৪৪Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে কার্যত কোণঠাসা করে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি। শনিবার তারা ঘরের মাঠে প্রথম নক আউট ম্যাচে মুম্বইয়ের দলকে ৫-০-য় হারায়। আইএসএলে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু। এই জয়ের ফলে আগামী ২ ও ৫ এপ্রিল সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ২০২২-২৩ মরশুমের রানার্স আপ দলটি।

এ দিন ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় না রেখেও আইএসএলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সবচেয়ে বড় জয় অর্জন করে বেঙ্গালুরু। ন’মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুরেশ সিং। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এডগার মেনডেজ। বিরতিতে এই দু’গোলেই এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি।

বিরতির পর রায়ান উইলিয়ামসের গোলে ৩-০ হওয়ার পর থেকেই ক্রমশ হতোদ্যম হয়ে পড়তে শুরু করে মুম্বই সিটি। ৭৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলের পর তারা পুরোপুরি হাল ছেড়ে দেয়। ফলে ৮৩ মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলের সময় মুম্বইয়ের রক্ষণ কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আইএসএলের নক আউট পর্যায়ে এত বড় ব্যবধানে জয় এই প্রথম। এর আগে ২০১৯-এ এফসি গোয়া ৫-১-এ হারিয়েছিল এই মুম্বই সিটি এফসি-কেই।

এ দিন বেঙ্গালুরু এফসি সারা ম্যাচে মোট ন’টি শটের মধ্যে ছ’টিই গোলে রাখে, যার মধ্যে চারটি থেকেই গোল অর্জন করে তারা। ১১টির মধ্যে চারটি শট গোলে রাখে মুম্বই। কিন্তু একটি থেকেও গোল পায়নি লিগ পর্বে ২৯ গোল করা মুম্বই সিটি এফসি।

এ দিন রায়ান উইলিয়ামসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সুরেশ। প্রথমার্ধের শেষ দিকে গোলমুখী রায়ান উইলিয়ামসকে বক্সের মধ্যে পিছন থেকে ফাউল করেন ভালপুইয়া। ফলে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। সেই পেনাল্টি থেকে চলতি আইএসএলের আট নম্বর গোলটি পেয়ে যান মেনডেজ।

বিরতির পর এক কাউন্টার অ্যাটাকে সুরেশের পাস থেকে বল পান রায়ান উইলিয়ামস। তিনি প্রথমে মেহতাব সিংকে পরাস্ত করেন এবং পরে গোলকিপার ফুর্বা লাচেনপাকেও ধোঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। এই গোলের ১৪ মিনিট পরে ৭৬ মিনিটের মাথায় পেরেইরা দিয়াজের কাছ থেকে বল পেয়ে সোজা গোলে শট নেন সুনীল ছেত্রী। হাওয়ায় গতিপথ বদলে বল গোলে ঢুকে পড়ে। এই প্রথম কোনও ভারতীয় ফুটবলার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দশ গোল করলেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও তাঁর দশ গোল রয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে আলবার্তো নগুয়েরার সাজিয়ে দেওয়া পাসে শেষ গোলটি করেন পেরেইরা দিয়াজ।

 


Bengaluru vs Mumbai CityISL

নানান খবর

নানান খবর

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?

জাঁকজমক উদ্বোধন কন্যাশ্রী কাপের, বড় জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল

নিজেদের আন্ডারডগ ভাবতে হচ্ছে শেষে? কোপা দেল রে ফাইনালের আগে বার্সাকেই এগিয়ে রাখছেন অ্যান্সেলত্তি

পহেলগাঁও হামলার পর আইসিসি ট্রফিতেও আর পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত!‌ এল বড় আপডেট

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন, মুখ খুললেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার

কোহলি টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টি তাঁকে ছাড়েনি, রাজস্থানের বিরুদ্ধে ঐতিহাসিক কীর্তি তারকা ব্যাটারের

৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে পাকিস্তান, পিএসএলে ভারতীয় কর্মীদের কড়া বার্তা

বড়সড় ধাক্কা খেল পিএসএল! ভারতে বন্ধ স্ট্রিমিং, বাটি হাতে বসার মতো অবস্থা হতে চলেছে পিসিবির

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

আবার ব্যান? আইপিএলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

সোশ্যাল মিডিয়া