মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | উঠতে পারেন না বাসে, পোশাক-জুতো কিনতে হয় বিদেশ থেকে! চিনে নিন ভারতের সবচেয়ে লম্বা এই পরিবারকে?

RD | ১৮ মার্চ ২০২৫ ১৪ : ৫৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: এমন উদাহরণ খুবই কমই চোখে পড়ে, গোটা পরিবারের সব সদস্যই অস্বাভাবিক রকম লম্বা। ভারতেই রয়েছে এমন নজির। মহারাষ্ট্রের পুণের বাসিন্দা কুলকার্নি পরিবারের চার সদস্যের উচ্চতাই ৬ ফুটের বেশি। পরিবারের বাবা, মা ও দুই সন্তান উচ্চতা অনেকটা বেশি হওয়ার ফলে কুলকার্নি পরিবারের সদস্যরা কেউ সাধারণত গণপরিবহন ব্যবহার করতে পারেন না। 

মহারাষ্ট্রের পুণের বাসিন্দা এই কুলকার্নি পরিবারের কর্তার নাম সরোদ কুলকার্নি এবং তাঁর স্ত্রী হলেন সঞ্জত কুলকার্নি। সরোদ কুলকার্নির উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি এবং তার স্ত্রী সঞ্জতে উচ্চতা প্রায় ৬ ফুট ২.৫ ইঞ্চি। 

১৯৮৮ সালের ডিসেম্বরে বিয়ের পর ১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন জুটি হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁদের। পরে অবশ্য সেই তকমা ফসকে যায়। জানা যায় যে, ক্যালিফোর্নিয়ার স্টকটনের বাসিন্দা ওয়েন এবং লরি হলকুইস্টের সম্মিলিত উচ্চতা ১৩ ফুট ৪ ইঞ্চির বেশি। তবে, এ দেশে কুলকার্নি দম্পতির রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেননি।  

পেশায় ব্যাঙ্ক কর্মী সরোদ কুলকর্ণী অধিক উচ্চতার কারণে ছোট বয়সে বেশ কয়েকবার বিড়মন্বনায় পড়েছিলেন। লম্বা উচ্চতার কারণে বাস্কেটবল খেলতেন সরোদ। পরে দেশের হয়েও প্রতিনিধিত্ব করেন। তবে উচ্চতার প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়েছিল সরোদের স্ত্রী সঞ্জত কুলকার্নিকে। এক্ষেত্রে সামাজিক নিয়মই বড়া বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তাঁর।

ভারতে মেয়েদের উচ্চতা অত্যাধিক বেশি হলে অনেক মুশকিলে পড়তে হয়। সঞ্জতের কুলকার্নির কথায়, "ভারতে একজন মহিলার একজন পুরুষের চেয়ে লম্বা হওয়া বেশ বিীড়ম্বরার। কারণ এ সমাজে পুরুষই বেশি কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি কখনই একজন উচ্চতায় খাটো পুরুষকে বিয়ে করতে চাইনি। আসলে চাইনি যে, অধিক উচ্চতার স্ত্রীর জন্য স্বামীর কপালে উপহাস জুটুক। ফলে আমি ভেবেছিলান চিরকাল বিয়ে না করেই কায়িয়ে দেব।"

তাহলে ৬.২ ফুট উচ্চতার সঞ্জতের বিয়ে হল কীভাবে? মুম্বাইয়ের রাস্তায় একদিন সঞ্জতের ঠাকুমার চোখে পড়ে যান সরোদ। আর দেখা মাত্রই সরোদের কাছে গিয়ে সরাসরি নাতনির বিয়ের প্রস্তাব দেন ওই মহিলা। প্রথমে পাত্তা না দিলেও বন্ধুর কথায় ৬ ফুট উচ্চতার ওই বৃদ্ধা মহিলার থেকে ফোন নম্বর চেয়ে নেন সরোদ। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর সঞ্জতকে দেখতে যান সরোদ। আর প্রথম দেখাতেই উচ্চতা দেখে সরোদের মনে ধরে সঞ্জতকে। তখনই ঠিক করে নেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন। 

এরপর ১৯৮৮ সালের ডিসেম্বরে সরোদ ও সঞ্জতের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁরাও বাবা মায়ের মতোই লম্বা। বড় মেয়ে মৃগা কুলকর্নির উচ্চতা হল ৬ ফুট ১ ইঞ্চি এবং ছোট কন্যা সানিয়ার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর তাঁদের দু'জনেরই স্বপ্ন মডেলিং করার। 

দেশজুড়ে এই পরিবার রেকর্ড গড়লেও উচ্চতা বেশি হওয়ার কারণে কুলকার্নি পরিবারের কোনও সদস্যই সাধারণ যানবাহন ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে বা নিজেদের স্কুটিতে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, তাঁদের পোশাক থেকে জুতো সবই বিদেশ থেকে আনাতে হয়। এছাড়া তাঁদের বাড়ির দরজা-জানালার উচ্চতাও বাড়িয়ে ৬ থেকে ৮ ফুট উচ্চতার করতে হয়েছে। 


Tallest Family Of IndiaTallest Family Sharad Kulkarni

নানান খবর

নানান খবর

ইউটিউব দেখে প্রশিক্ষণ, ৫৯ বছরের ভারতীয় মহিলা বয়সকে তুচ্ছ করে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে!

মোবাইলের ‘সার্চ’ অপশনে গিয়ে ক্লিক করছেন, এই শব্দটি লিখলেই সর্বনাশ

বন্ধ ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে চোখ কপালে পুলিশের! উদ্ধার ৯৫ কেজির বেশি সোনা-নগদ ৭০ লক্ষ টাকা

আম্বানিদের বাড়ি ১৫০০০ কোটির অ্যান্টিলিয়ায় ক'টি হেলিপ্যাড আছে জানেন? পরিসংখ্যান আপনাকে চমকে দেবে...

বাবার বয়সি বরের গলায় মালা, কোমর জড়িয়ে চুটিয়ে নাচ কনের, ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

স্বামীকে ছেড়ে জামাইবাবুর সঙ্গে প্রেম! সমাজকে অস্বীকার করে শ্যালিকার সঙ্গেই থাকার সিদ্ধান্ত যুবকের

'দু'বার জুতোপেটা করা হোক', তরুণীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে শাস্তির নিদান উত্তরপ্রদেশের পঞ্চায়েতের, বিতর্ক

"ড্রাগন এবং হাতির মধ্যে ব্যালে নৃত্য", প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া বেজিংয়ের, কীসের ইঙ্গিত?

উপজাতি নেতার উপর অপরিচিতদের হামলা, ফের অশান্ত মণিপুর, চূড়াচাঁদপুরে জারি ১৬৩ ধারা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকা: আরও ছয়টি কেন্দ্র যুক্ত করল ভারত, কোনগুলি?

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

সোশ্যাল মিডিয়া